নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ইচ্ছা তাই লিখি নিজের মতো করে।

world of Tranquility

world of Tranquility › বিস্তারিত পোস্টঃ

জি এস পি সুবিধা বাতিল এবং চোরের নীতিবোধ

২৯ শে জুন, ২০১৩ রাত ৮:৫৬

নাইক এর একটা পলো শার্ট এর দাম ৩০-৪০ ডলার ! আমাদের দেশের গার্মেণ্টসগুলো কামলা খাটার বিনিময়ে ১ ডলার এর মত পায়!! বাকি পুরোটাই থাকে কোম্পানীর পকেটে ! কোম্পানীর গত বছর এর লভ্যাংশ প্রায় ২৫ বিলিয়ন ডলার! আর নেইমার তাদের কাপড় শরীরে জড়ায়ে পায় ১ মিলিয়ন ডলার(প্রতি বছর)!! আর ২ বিলিয়ন ডলার এর জন্য ভিক্ষা মাগতে, মাগতে আমাদের দেশের প্রধাণমন্ত্রী পর্যন্ত মুখে ফেনা তুলে ফেলছে! আজকে শুনলাম ন্যায়-নীতি নিশ্চিত করার জন্য জি,এস, পি থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে নাইকের দেশের প্রেসিডেন্ট !!

রানা প্লাজা ধস এবং পোশাক শিল্পের শ্রমিকদের অধিকার এর বিষয়ে আমরা সচেতন নই; একথা অস্বীকার করার কোন কারণ নেই। কিন্তু এর পিছনে আরো একটি সত্য লুকিয়ে আছে যা আমরা সহসা আমলে নেই না। সেটা হচ্ছে যে, পুরো ব্যবসাটিই মূলত এক ধরনের নিপীড়ন মূলক ব্যাবস্থার উপর নির্ভরশীল। এখানে বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্য যে কোন মূল্যে সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করা । আর এক্ষে্ত্র তারা শ্রমিক কল্যাণ এবং অধিকার এর বিষয়টি খুব কমই বিবেচনায় আনে। যেটুকুও বিবেচনায় আনা হয় সেটাও মূলত ইমেজ় রক্ষার তাগিদেই।

এধরনের সমস্যা শুধু আমাদের দেশের ক্ষে্ত্রেই প্রযোজ্য নয়; শ্রমঘন শিল্প নির্ভর প্রায় সব দেশের জন্যই প্রযোজ্য। উদাহরণ হিসেবে চায়নায় আ্যাপেল এর ফেক্সকন কেলেঙ্কারীর কথা বলা যায় । (চলবে)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.