নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ইচ্ছা তাই লিখি নিজের মতো করে।

world of Tranquility

world of Tranquility › বিস্তারিত পোস্টঃ

কিছু অদেখা বাস্তবতা

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৪

আজকাল আমাদের দেশে কিছু নতুন শ্রেণীর মানুষের উদ্ভব হয়েছে যারা নিজেদের প্রগতিবাদী , সংষ্কৃতি সচেতন বলে পরিচয় দিতে পুলকিত হন। শাহবাগ আজিজ মার্কেট থেকে চে"র টি শার্ট পড়ে বিপ্লবী সাজেন। কিন্তু আদতেই কি আমাদের সমাজের কোন প্রগতিশীলতার উন্মেষ ঘটছে!! প্রশ্ন রেখে গেলাম!

আমার নিজের চোখে যে চিত্র ধরা পড়ে তা খুব একটা সুবিধার নয়। আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, উন্নতির কথা বলি। কি সেই উন্নতি যা গ্রামের অশিক্ষিত কলিমদ্দিনকেও পরিণত করেছিল মাও কিংবা চে'র মত এক সংগ্রামী যোদ্ধায়? সেই হারিয়ে যাওয়া বীর মানুষগলো "ত্রিশ লাখ" শহীদ এর সংখ্যাগত তাৎপর্য পূরণের জন্য প্রাণ বিলীয়ে দেয়নি নিশ্চইয়ই।

আসুন একবার ফিরে তাকাই সে নামনা জানা মানুষগুলোর দিকে, সেই সব গেয়ো চাষাদের দিকে যাদের কাছে এই যুদ্ধ খেতাব , কিংবা তালিকায় নাম লিখানোর কোন উপলক্ষ্য ছিলনা! তারা চেয়েছিল দেশ শত্রু মুক্ত হবে- চাল বেচে ন্যায্য দাম তারা পাবে; ঈদের গ্যাদা বাচ্চাটার গায়ে নতুন একটা জামা আসবে, মেয়ের জামাই টার শহরে বড় অফিসের পিয়নের চাকরীটায় বেতন একটু বাড়বে- এমনি সাধারণ ছিল তাদের সপ্নগুলো (চলবে)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.