![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ বলে ভুল করলেও নিজেকে মানুষই বলব আমি।
শ্রদ্ধাভাজন ইমরান এইচ সরকার,
শফিক রেহমান দোষী না নির্দোষ সেটা নির্ণয় করার জন্য আদালত আছে, তদন্ত কর্মকর্তারা আছেন, আপনি কেন সেখানে? গণজাগরণ মঞ্চের বাইচান্স আহবায়ক আপনি, আপনি কেন বয়সের কারনে রিমান্ড গ্রেফতার নিয়ে প্রশ্ন তোলেন? আর তিনি অন্যায়ের প্রতিবাদ ৯০এর দশকে করে ছিলেন, আমি তার এই সময়ের লেখা পড়েছি, বোধকরি আপনিও পড়েছেন; সেই নয়াদিগন্তের "দেশে বিদেশে মৃত্যুদণ্ড" কি ভুলে গেলেন? আপনি একসময় ভালোকাজ করেছেন বলে খারাপ কিছু জীবনে করবেন না সে সার্টিফিকেট কোথায় পেলেন? আপনি সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর বিচার চেয়েছেন, সারা বাংলাদেশও তা চায়, কিন্তু তার সাথে এই গ্রেফতার মিলিয়ে কি ফাদয়া লুটতে চাচ্ছেন কে জানে! উল্লেখ্য আপনার একসময়ের সহযোদ্ধারা আপনাকে পথভ্রষ্ট, রাজনৈতিকতা দুষ্ট বলছেন। আপনি কি বলবেন??
প্রিয় সজীব ওয়াজেদ জয়,
আমি জানি আপনি কোন একসময় যুক্তরাষ্ট্রের সেরা ২০০ তরুনদের একজন ছিলেন, আপনি নিজেও জানেন যে আপনি বাংলাদেশ আওয়ামীলীগের ভবিতব্য কর্ণধার এবং আপনার বয়স ১৪ নয়! তাহলে ছেলে মানুষী করেন কেন? ওকে আনফ্রেন্ড করো, ব্লক করো, আনলাইক দাও; এসব আপনার সাথে কবে যাও এবং কিভাবে যায় তা ঠিক বোধগম্য হচ্ছে না! আপনি বড়মাপের মানুষ আপনার জীবনের অনেক দাম! কিন্তু যে ব্যাংক কর্মকর্তা প্রকাশ্যে খুন হয়েছিল (একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি ধরেছিল একজনকে) তার মায়ের কাছে তার জীবনের মূল্য আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার জীবনের মূল্য সমান। তাই সেই সকল হত্যার বিচার কেন থেমে আছে, আমি প্রশ্ন করতেই পারি।
মাত্র ৫৬ হাজার বর্গমাইলের ক্ষুদ্র একটা দেশ এবং হত্যাকাণ্ডগুলি অরাজনৈতিক, তাহলে খুনিরা কই যায়? এসব নিয়ে আপনি স্ট্যাটাস দেন নি বরং সাফাই গেয়েছেন খুনিদের হয়েই। যদি মনস্তাত্ত্বিক মেরুকরণের কথা বলি তবে আপনি এবং ইমরান দুজনেই একই মেরুকরণে আছেন। বলতে দ্বিধা নেই, আপনার স্ট্যাটাস অনেক উঁচুতে, ইমরান এইচ এর বিষয়ে আপনি কথা বলেছেন কিন্তু নিজের স্ট্যাটাস নিয়ে একটু ভাববেন প্লিজ!
একটি ঈশপ টাইপ বলি, বিষয়টা নিজ দায়িত্বে বুঝে নিবেন:
লাল শার্ট আর লাল গোলাপ নিয়ে ৭৮ বছর বয়সী লোকটা কোন এক অপ্সরার জন্য অপেক্ষা করত! লোকটা বিখ্যাত ছিল, অপ্সরাদর্শীর হস্তরেখায় নেহাত খ্যাতি আঁকা ছিল বলে সেও বিখ্যাত। বইয়ের মোড়ক উন্মোচনের নামে গোলাপ আদান প্রদানকে আমি প্রেম বলব না, তবে ভালোবাসা বলতেই পারি!
২| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৩
হাদী কুষ্টিয়া বলেছেন: Their need understanding power .
৩| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৬
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: কার ফাসি হবে কার হবে না, মোমবাতি জ্বলবে কি জ্বলবে না এ সবই নির্ণয় করে আসছে গণজাগরণ মঞ্চের বাইচান্স আহবায়ক ইমরান এইচ সরকার, আজ শফিক রেহমানের পক্ষে গেছে এমন একটা শব্দ উচ্চারন করলে আপনার জ্বলে কেন?
শফিক রেহমান শুধু ৯০ এ না ৭১ এও অন্যায়ের প্রতিবাদ করেছেন তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন।
আমার ধারনা আপনি ৭১, ৯০ কোনটিতেও ছিলেন না। থাকলে ইমরানের সমালোচনা ন করে, বিনা নোটিশে একজন প্রবীন নাগরিককে জোর করে বাড়ী থেকে ধরে এনেই রিমান্ডে নেওয়ার সিস্টেমের প্রতিবাদ করতেন।
তবে টেনশন করবেন না ইমরান আপনাদেরই আছে। উনি গ্রেপ্তারের বীরোধিতা করেননি, বয়সের কারনে করুনা করতে বলেছেন।
ইহুদী বিয়া করলে নোবেল পাওয়া যায় যেখানে সেখানে ২০০'র মধ্যে একজন হওয়া ব্যাপার না।
১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৪
মৌতাত গোস্বামী শন্তু বলেছেন: ///কার ফাসি হবে কার হবে না, মোমবাতি জ্বলবে কি জ্বলবে না এ সবই নির্ণয় করে আসছে গণজাগরণ মঞ্চের বাইচান্স আহবায়ক ইমরান এইচ সরকার/// - এটুকুতে কি বোঝাচ্ছেন? আপনি আদালতকে অপমান করছেন না তো?
৭১ এ প্রতিটি মানুষের স্বাধীনতার পক্ষে কাজ করার কথা ছিল, আর সেই জায়গায় উনি তখন বেশ শক্ত অবস্থানে ছিলেন, ছিলেন বাইরে! দেশের জন্য কাজ করবেন এটা খুবই স্বাভাবিক ছিল, কিন্তু ৯০এ দেশ অনেক পাল্টে ছিল, প্রায় সবাই স্বার্থ খুঁজত, সেখানে প্রতিবাদের জন্যই তাকে বড় ক্রেডিট দিব আমি (যদিও এ বিষয়ে গাদা গাদা সমালোচনা আছে)।
।
।
সমালোচনা মানে গা জ্বলা এটা জানতাম না!
।
বয়সের কারনে অপরাধ কি লঘুতর হয়? এটাও জানতাম না!
।
আর ইহুদি বিয়ে করে নোবেল মানে কি বোঝাতে চাইছেন? উদাহরণ জানি না দিয়ে যাবেন দয়া করে। আর আমেরিকার বেসরকারি জরিপ তাদের আস্পেক্টে বায়াসড হয় এটা প্রথম শুনলাম, আরো জানলাম যে আমেরিকার সরকার ও বেসরকারি জরিপ যখন একই কথা বলে তবে তা নিয়ে কারো মাথা ব্যথা থাকতে পারে!!
৪| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২১
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আপনি অনেক কিছুই জানেন না। এতো নাদানের সাথে বিতর্কে যাওয়া বোকামী হবে।
৫| ১৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
মৌতাত গোস্বামী শন্তু বলেছেন: আমি তো অনেক কিছুই জানি না, কিন্তু আপনি জানেন তাহলে বলেন জানি; নাকি জ্ঞান সঞ্চয় করে রাখবেন? আর বিশেষণ দেবার আগে ভেবে নেওয়া উচিৎ, আমি আপনার খাই না পড়ি যে যাখুশি তাই বলে যাবেন। আপনার বুদ্ধির প্রতি সম্মান জানাচ্ছি, বুদ্ধি নিয়েই থাকুন!
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৫
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
++++