![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন ছেলে । আমার সম্পর্কে বলার কিছু ই নেই । দেয়ার মত কোন বিশেষ পরিচয় ও নেই । নিজের মন যা বলে তাই বলি ও করি । তাতে কেউ কিছু মনে করলে তাতে আমার কিছু যায় আসে না । তবে কাউকে আঘাত করে কোন কথা বলার চেষ্টা করি না । তবু ও যদি আমার কথা বা কাজে কারো মনে আঘাত লাগে তবে তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত ।
অনেক দিন ব্লগে বসা হয়না । আসলে বসতে মনে চায় না । নস্তিক্য বাদীদের প্রগাপান্ডা , রাজনৈতিক নেতাদের প্রলাপ , হরতালের নামে নৈরাজ্য , রাজনীতির নামে খুন , গুম , অপহরন আর ভাল লাগেনা । আমাদের রাজনৈতিক নেতারা বলেন তারা নাকি গনতান্ত্রীক রাজনীতি করেন । আসলে কথাটা ডাহা মিথ্যা । কারন । বাংলাদেশে কোন গনতন্ত্র নেই বলে আমার বিশ্বাস । কারন গনতন্ত্র বলতে বুঝায় জনগন আন্তরিক ভাবে যাকে গ্রহন করে । আমাদের কোন দলকে কি জনগন আন্তরিক ভাবে গ্রহন করছে ? করছেনা । বরং তারা বিকল্প কোন রাস্তা না পেয়ে যে কোন একটি দলকে গ্রহন করে নিতে বাধ্য হচ্ছে বলে আমি মনে করি । কারন আমরা জানি আওয়ামী লীগ ও বি এন পি । অনেক পুরাতন দুটি দল । একটির প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিব । ও অন্যটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান । সেই সূত্রে আঃ লীগের বর্তমান দলীয় প্রধান শেখ হাসিনা ও বি এন পির দলীয় প্রধান খালেদা জিয়া । এখানে আমরা দেখতে পাই দুটি দলের ই বর্তমান দলীয় প্রধান পরীবার সূত্রে দায়ীত্ব নিয়েছে । এই হিসাবে আমরা একে পরীবার তান্ত্রীক দল বলতে পারি । কারন গনতান্ত্রীক দল হলে । দলীয় প্রধান উত্তরাধীকার সূত্রে না এসে জনগনের ভোটে নির্বাচিত হত । অর্থাত্ জনগন যাকে যোগ্য মনে করে তাকেই দলীয় প্রধান করত । আর যদি কোন দল তার যোগ্যতা হারায় । অর্থাত্ জনগনের স্বতঃস্ফুর্ত ভোটে পরাজীত হয় তবে গনতন্ত্রের নিয়ামুনাসারে ঐ দল বা দলীয় প্রধান রাজনীতি থেকে সরে দাড়াত । এই হিসাবে বাংলাদেশের প্রধান দুটি দলের দলীয় প্রধান ই নির্বাচনে অংশ গ্রহনের অযোগ্য । কারন দুটি দল ই একাধিক বার করে নির্বাচনে পরাজীত হয়েছে । তার পরে ও তারা ক্ষমতার চেয়ার আকড়ে ধরে আছে । এবং থাকতে চায় । আর বাংলার জনগন মন থেকে না চাইলে ও বিকল্প কোন পথ না পেয়ে যে কোন একটি দলকে ভোট দিতে বাধ্য হয় । আর এতে করে বাংলাদেশের মানুষের উপর গনতন্ত্রের খোলসে দুটি পরীবারতান্ত্রীক দল চেপে বসেছে । আর তারা তৃতীয় কোন দলকে এর মধ্যে ঢুকতে দিচ্ছেনা । কারন । তৃতীয় কোন দল যদি জনগনের আস্থা অর্যন করতে পারে । তবে তাদের যে শোষক নীতি তা আর জনগন হয়ত মেনে নেবে না । এই ভয়ে তারা যখন ই দেখতে পায় যে তৃতীয় কোন দল জনগনের মনে যায়গা করে নিচ্ছে । তখন ই তারা কোন না কোন ইস্যু নিয়ে ঐ দলকে তাদের দাসত্ব করতে বাধ্য করে । ক্ষমতায় এসে বিরোধী দল দমনে মেতে উঠে ।
বাংলাদেশের আরেকটি সমস্যা হল হরতাল । বিরোধী দল কারনে অকারনে হরতাল ডাকবে । আর সরকার হরতালের দিন বিরোধী দল দমন অভীযান চালাবে । এতে বিপদে পরে সাধারন জনগন । যারা দিন মজুর তারা কাজের সন্ধানে বের হয়ে দুই দলের কারো হাতে মার খায় । হরতাল ডাকে রাজনৈতীক দল । মারা যায় সাধারন জনগন । আর তারা মরে ও শান্তি পায় না । তাদের লাশ নিয়ে শুরু হয় ঘৃন্য রাজনীতি । তাই আজ আমাদের দেশে সঠিক গনতন্ত্রের বড়ই প্রয়োজন । বাংলার মানুষ আজ শান্তিতে বাচতে চায় ।
আমি একজন অতি নগন্য বালক । অন্যায় কিছু লিখে কারো মনে আঘাত দিলে ক্ষমা করবেন । আর ন্যায় লিখলে বুঝার চেষ্টা করবেন ।
২| ০২ রা মে, ২০১৩ রাত ১১:৫৫
মশিকুর বলেছেন:
হুম চলে...... শুধু গনতন্ত্রের সংজ্ঞা একটু পরিবর্তন করতে হবে।
৩| ০৩ রা মে, ২০১৩ ভোর ৫:৩৮
ভোরের শিশির । বলেছেন: মশিকুর @ ভাই একটু বুঝিয়ে বলুন ।
৪| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১:০৩
মশিকুর বলেছেন:
@ভোরের শিশির ।>> গণতন্ত্রের জন্য আমরা জান-জীবন কুরবান করছি সময়ে সময়ে। এখনো যদি প্রশ্ন ওঠে “সত্যিই কি আমাদের দেশ গনতান্ত্রীক সরকারে চলে ?”- তাইলে আমার প্রশ্ন আর কি করলে গনতন্ত্র প্রতিষ্ঠা হইব??? এরচেয়ে সহজ গনতন্ত্রের সংজ্ঞাটা পরিবর্তন করা। সংজ্ঞাটা যদি এমন হয়ঃ “প্রধানমন্ত্রী যা কইবো ওইটাই শেষ কথা, আর খালেদা, হাচিনা পালাক্রমে প্রধানমন্ত্রী হইব।“ –তাইলে দেখবেন পৃথিবীর একটা দেশেই গনতন্ত্র চলতাছে। গনতন্ত্র প্রতিষ্ঠা করার আর কোন উপায় অন্তত বাংলাদেশে নাই।
আশা করি বুঝাইতে পারছি।
৫| ০৩ রা মে, ২০১৩ রাত ৯:১০
ভোরের শিশির । বলেছেন: মশিকুর ভাই । আপনার কথাটা আমার নিকট ক্ষোভের বহ্নিপ্রকাশ বলে মনে হচ্ছে । ভাই বাংগালীরা ৭১ এ যেভাবে গর্জে উঠেছিল এখন যদি আমরা ও সেভাবে গর্জে উঠি । তাহলে আমার মনে হয় গনতন্ত্র না হউক , কমপক্ষে একটি পুরুষ তান্ত্রীক নিষ্ঠাবান ও ন্যায় পরায়ন সরকার গঠন সম্ভব ।
৬| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:৪২
মশিকুর বলেছেন:
হা হা... নারে ভাই... কিন্তু কষ্টতো কিছুটা লাগে। তবে আবার হতাশাবাদী মনে কইরেন না। আমিও আপনার মত আশাবাদী। কিন্তু ব্লগে না লিখলে আর কোথায় লিখব??? তাই আর কি......
৭| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:২১
ভোরের শিশির । বলেছেন: হুম । আমাদের এছাড়া কিইবা করার আছে । তাইত ব্লগেই লিখছি । যদি কারো নজরে পরে ।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৩ রাত ১১:৩৭
সংগ্রামী পথিক বলেছেন: এইটা দেখলেই বুঝবেন