![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা বাংলাদেশী। আমরা চাই নিজের দেশ এগিয়ে যাক, বৃদ্ধি পাক অর্জনের ঝুলি। নিজের দেশের নাম সুনাম ছড়িয়ে যাক বিশ্বব্যাপী। আমরা বুক ফুলিয়ে শেয়ার করি নিজের দেশের ছোট বড় সকল মাইলফলক। সারাদিন নেগেটিভ নিউজগুলো আর ভালো লাগেনা। আমরা আশাবাদী হতে চাই। আর আমাদের আশা বৃদ্ধি পায় যখন দেখি নিজেদের দেশের ব্র্যান্ড বিশ্বে প্রথম হয়েছে। বলছিলাম রবি আজিয়াটার কথা। সম্প্রতি সোশ্যাল বেকার্সের ২০১৫ সালের পরিসংখ্যান অনুযায়ী রবি আজিয়াটা-র ফেসবুক পেইজ বিশ্বের মধ্যে ১নম্বর সোশ্যালি ডিভোটেড ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
রবি ফেসবুক পেইজ ফ্যানদের রেগুলার ইন্টার্যাকশন, লাইক এবং শেয়ারে তৈরি একটি অত্যন্ত সক্রিয় প্লাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই অর্জনের পেছনের গল্প লক্ষ লক্ষ ফ্যানদের। একজন রবি ফ্যান হিসেবে, এই অর্জনের পেছনের গল্পকার আমরাই। নিজেকে রবি পরিবারের অংশ ভেবে ভালোই লাগে, আরো ভালো লাগে নিজেদের অর্জন দেখে। আজকের ইতিবাচক খবর হিসেবে এরচেয়ে ভালো আর কি হতে পারে! অভিনন্দন রবি! অভিনন্দন বাংলাদেশি ফেসবুক ইউজার এবং সোশ্যাল মিডিয়ার বিস্তীর্ণ জগতকে!
©somewhere in net ltd.