নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম সোহানা হক এবং আমি ভ্রমন করতে ভালোবাসি। আমি ভ্রমন করতে চাই সব অ্যামেজিং জায়গায় এন্ড তা সবার সাথে শেয়ার করতে চাই।

সোহানা হক

আমার নাম সোহানা হক এবং আমি ভ্রমন করতে ভালোবাসি। আমি ভ্রমন করতে চাই সব অ্যামেজিং জায়গায় এন্ড তা সবার সাথে শেয়ার করতে চাই।

সোহানা হক › বিস্তারিত পোস্টঃ

প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমনের গাইড এবং কিছু কথা

১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৪

বাংলাদেশের সর্ব দক্ষিনে বঙ্গপসাগরের মাঝে অসংখ্য প্রবাল রাশি মিলে মিশে একাকার হয়ে তৈরি করেছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। সাগরের সুনীল জলরাশি আর নারিকেল গাছের সারি এই দ্বীপকে দিয়েছে অপার সৌন্দর্য।

একটি নৈসর্গিক সৌন্দর্যের স্থান হলো সেন্টমার্টিন। আকাশের নীল আর সমুদ্রের নীল সেখানে মিলেমিশে একাকার, তীরে বাঁধা নৌকা, নান্দনিক নারিকেল বৃক্ষের সারি আর ঢেউয়ের ছন্দে মৃদু হাওয়ার কোমল স্পর্শ-এটি বাংলাদেশের সেন্টমার্টিন প্রবাল দ্বীপের সৌন্দর্য বর্ণনার ক্ষুদ্র প্রয়াস। বালি, পাথর, প্রবাল কিংবা জীব বৈচিত্র্যের সমন্বয়ে জ্ঞান আর ভ্রমণ পিপাসু মানুষের জন্য অনুপম অবকাশ কেন্দ্র সেন্টমার্টিন। স্বচ্ছ পানিতে জেলি ফিশ, হরেক রকমের সামুদ্রিক মাছ, কচ্ছপ, প্রবাল-বিশ্ব রহস্যের জীবন্ত পাঠশালায় পরিণত করেছে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকাকে।

যেভাবে যাবেন :
বাংলাদেশের যে কোনও স্থান থেকে সেন্টমার্টিন যাওয়ার জন্য আপনাকে প্রথমে যেতে হবে কক্সবাজার। কক্সবাজার থেকে প্রথমে জিপে চড়ে টেকনাফ, টেকনাফ থেকে সি-ট্রাক, জাহাজ কিংবা ট্রলারে চড়ে পৌঁছাবেন সেন্টমার্টিনে। প্রতিদিন ঢাকা থেকে সরাসরি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় দূরপাল্লার বেশ কিছু গাড়ি। বাসে ভাড়া লাগবে এসি ৬৫০-৭০০ এবং নন-এসি ৩৫০-৪০০ টাকা। কক্সবাজার তো গেলেন তারপর বাসে ১০০-১৩০ টাকা, ট্যাক্সিতে ২৩০-২৪০ টাকা অথবা রিজার্ভ মাইক্রোবাসে সেন্টমার্টিন যেতে ভাড়া লাগবে ১৫০০-২০০০ টাকা (৮-১০ সিট)।

আর আপনি চাইলে বিভিন্ন ট্রাভেল এজেন্সী আর সাথে কথা বলতে পানেন। সকল ট্রাভেল এজেন্সি আর কিছু প্যাকেজ থাকে। সেখান থেকে আপনি আপনার জন্য একটা পছন্দ করতে পারেন। এই ধরণের প্যাকেজ সাধারণত বিদেশিরা বেশি পছন্দ করে. কারণ তারা একজন টুর গাইড লাইন পান এন্ড সব তারাই ম্যানেজ করে।
যেমন ধরেন:

St. Martin Tour Packages

এই লিংক এ ক্লিক করলে আপনি তাদের প্যাকেজ এবং তাদের বাজেট সম্পর্কে জানতে পারবেন। আর আপনার ভ্রমণ কে সহজ আর আনন্দময় করে তুলুন।
সেন্টমার্টিন সম্পর্কে আরো জানতে এই view this link এ ক্লিক করুন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পড়ে ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.