![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম সোহানা হক এবং আমি ভ্রমন করতে ভালোবাসি। আমি ভ্রমন করতে চাই সব অ্যামেজিং জায়গায় এন্ড তা সবার সাথে শেয়ার করতে চাই।
সিলেট বাংলাদেশের উওর-পূর্বে অবস্থিত একটি প্রাচীন জনপদ ।চা এর বাগান আর উঁচু নিচু পাহাড়, মনে হয় যেন সবুজ কার্পেট দিয়ে মোড়ানো। জৈন্তিয়া পাহাড়ের অপরূপ দৃশ্য, জাফলং এর মনোমুগ্ধকর সৌন্দর্য, ভোলাগঞ্জের সারি সারি পাথরের স্তূপ পর্যটকদের টেনে আনে বার বার। বিদেশ থেকেও অনেক মানুষ আসে এই সোন্দর্য উপভোগ করার জন্য। আর যারা দেশে থাকেন তারাও সুযোগ পেলে চোলে যান ভ্রমনে। আর অনেকেই সিলেটের কথা ভাবেন। কিন্তু যাবেন কিভাবে, থাকবেন কোথায়- এমন অনেক প্রশ্নই সামনে চলে আসে।
যাবেন কিভাবে:
রেলপথে
ঢাকার কমলাপুর ও ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে প্রতিদিন ৩টা ট্রেন ছাড়ে সিলেটের উদ্দেশে। ট্রেনের ভাড়াপ্রকারভেদে ১২০ থেকে ৭০০ টাকা পর্যন্ত। আর সময় লাগবে ৭-৮ ঘণ্টা। ট্রেনে গেলে রাত ৯.৫০টার উপবন এক্সপ্রেসে যাওয়াটাই সব চেয়ে ভালো।
সড়কপথে
এছাড়া বাসেও যাওয়া যাবে। বাসে যেতে চাইলে অনেক বাস আছে। এর মধ্যে শ্যামলি, হানিফ, সোহাগ, ইউনিক, গ্রীন লাইন উল্লেখযোগ্য। ভোর থেকে শুরু করে রাত ১২.৩০টা পর্যন্ত এসব বাস পাবেন। বাসে যেতে সময় লাগবে ৪ থেকে ৪ ঘন্টা ৩০ মিনিট। ননএসি ৩০০/৩৫০ টাকা। এসি ৯০০ টাকা পর্যন্ত।
বিমান পথে
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, ইউনাইটেড এয়ার, রিজেন্ট এয়ার, নভো এয়ার এবং ইউএস বাংলা এয়ারের বিমান প্রতিদিন যায় সিলেটের ওসমানী বিমানবন্দরে।
থাকবেন কোথায়:
সিলেটে রয়েছে বিভিন্ন মানের হোটেল, মোটেল, কটেজ রয়েছে। পর্যটকরা তাদের পছন্দের যেকোন জায়গায় অবস্থান করতে পারে। সব মিলিয়ে পরিবারের সবাইকে নিয়ে সিলেট ভ্রমণে আসলে ভ্রমণের আনন্দ আরও অনেকগুণ বেড়ে যাবে।
টুরিস্ট গাইড
কোন টেনশন ছাড়া ভ্রমণ করতে চাইলে আপনি ঢাকায় বিভিন্ন টুরিস্ট এজেন্ট এর সাথে কথা বলতে পারেন। সেখান থেকে আপনি প্যাকেজ সিলেক্ট করে নিতে পারেন। উদাহণ হিসেবে আপনি এইটা চেক করতে পারেন আর আপনি চাইলে এইখান থেকে একটা প্যাকেজ নিতে পারেন:
Sylhet tour package
আরো জানতে ক্লিক করুন
view this link
©somewhere in net ltd.