![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম সোহানা হক এবং আমি ভ্রমন করতে ভালোবাসি। আমি ভ্রমন করতে চাই সব অ্যামেজিং জায়গায় এন্ড তা সবার সাথে শেয়ার করতে চাই।
সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা, সামনে সমুদ্র। নীল জলরাশি আর শোঁ শোঁ গর্জনের মনোমুগ্ধকর সমুদ্র সৈকতের নাম কক্সবাজার। অপরূপ সুন্দর বিশ্বের বৃহত্তম এই সমুদ্র সৈকতে যারা বেড়াতে চান তাদের জন্যই এই নির্দেশিকা। কক্সবাজারে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত যা কক্সবাজার শহর থেকে বদরমোকাম পর্যন্ত একটানা ১২০ কি.মি. বিস্তৃত। কক্সবাজা্র বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র। বাংলাদেশের ভিতরে কোথাও ভ্রমনের চিন্তা করলে সবার প্রথমে অবশ্যই কক্সবাজারের নাম আসবে। শুধু মাত্র দেশীয় পর্যটকই না, দেশের বাইরে থেকেও প্রতিবছর প্রচুর বিদেশী পর্যটক এই সমুদ্র সৈকত দেখতে আসেন।
কিছু প্রয়োজনীয় কথা:
* কতদিন, কোথায় যাবেন তার পূর্ণাঙ্গ গাইড ও তথ্য জেনে নিন।
* প্রয়োজন হলে টুরিস্ট গাইড আর সাহায্য নিন।
* যাবার আগে রেইন কোট, ছাতা সঙ্গে রাখুন।
* টর্চ, ব্যাটারি মোমবাতি, ম্যাচ, পানির বোতল, পানি বিশুদ্ধ করা ট্যাবলেট, টুপি, হাফপ্যান্ট, ট্রাউজার, সানগ্লাস সঙ্গে রাখুন।
* হাতে এক্সট্রা কিছু টাকা রাখতে ভুলবেন না।
* আগেই রেডি করেনিন বাস বা ট্রেন আর সিট্।
* খাবার হোটেল, হাসপাতাল, পুলিশ, সেলুনের অবস্থান জেনে নিন।
* সঙ্গে রাখুন ফিল্ম, ব্যাটারি, ক্যামেরা ও বাইনোকুলার।
* নোটবুক, কলম ও ছোট হ্যান্ডব্যাগ, মানিব্যাগ, মোবাইল সযতনে রাখুন।
* জেনে নিন খাবার মেন্যু, থাকার ভাড়া সম্পর্কে। এছাড়া পরিবহন খরচের ব্যাপারে আগেই স্বচ্ছ ধারণা নিন।
কক্সবাজারের দর্শনীয় স্থানসমূহ :
১। লাবনী পয়েন্ট ও কলাতলী বিচ
২। হিমছড়ি
৩। ইনানী বিচ
৪। ডুলাহাজরা সাফারী পার্ক
৫। সেন্টমার্টিন ও ছেড়া দ্বীপ
৬। মহেশখালী
৭। সোনাদিয়া দ্বীপ
আপনি জানেন হয়তো বাংলাদেশে এখন অনেক টুরিস্ট এজেন্সি আছে তাদের সাথে যোগাযোগ করে বা তাদের ওয়েবসাইটে ভিসিট করে কি পনিমাণ খরচ হবে তা জানতে পারবেন। আর তাদের টুর প্যাকেজ নিলে তো কোনো প্রব্লেম থাকবেনা। চেক করে নিন এই blog থেকে: Coxs Bazar Tour Package
©somewhere in net ltd.