![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার পৃথিবীতে এক নতুন পৃথিবী গড়ে তুলবো
যেখানে দেহের নয় হবে মনের সাথে মনের মিলন;
যেখানে থাকবেনা আঁধার,থাকবেনা সূর্যের খরতাপ;
চাঁদের আলোয় হবে তোমার আমার অদৃশ্য বাসর।
সবুজেরা দেবে শীতলতা,পাখিরা শুনাবে রবীন্দ্র সুর
ফিদা হোসেন তোমার নগ্ন হৃদয়ে এঁকেদেবে শুভ্র বসন;
বৃস্টিরা ঝরবে, নীল নদে উঠবে জোয়ার,আর ফুলেলগন্ধ;
দূর আকাশে জমে উঠবে লক্ষ কোটি তারাদের আসর।
আমি তোমার পৃথিবীতে এক নতুন পৃথিবী গড়ে তুলবো
যেখানে আমার স্বপ্নজালে তোমার সবটুকু স্বপ্ন বুনবো।।
©somewhere in net ltd.