![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অচেনা হয়ে যায় চেনা শহর
অচেনা হয়ে যাও তুমি
অচেনা হয়ে যায় দু-জোড়া ঠোঁটের
নিরলস মাখা মাখি।।
অচেনা হয়ে যায় চেনা বিছানা
অচেনা গায়ের চাদর
অচেনা হয়ে যায় নিরব রাতের
তোমার চেনা আদর।।
অচেনা হয়ে যায় চেনা হৃদস্পন্দন
অচেনা অনুভূতি
অচেনা হয়ে যায় ক্লান্ত দেহের
শ্রান্ত লুটোপুটি।।
অচেনা হয়ে যায় চেনা পৃথিবী
অচেনা হয় দুটি প্রাণ
অচেনা তোমার শেনদৃষ্টির
অতৃপ্ত অভিমান।।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬
আমি শঙ্খনীল কারাগার বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ অভি দা।আরো ধন্যবাদ সুন্দর মন্তব্যটি করার জন্য।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৮
স্বপ্নবাজ অভি বলেছেন: যত সহজে চেনা যায় তার চেয়ে সহজে অচেনা হওয়া যায় !
এটাই নিয়ম !
কবিতায় ভালোলাগা