![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন-বনান্তে,কাননে কুঞ্জবনে
ফাগুনের আগুন লেগেছে হায়,
কি সর্বনাশ-কি সর্বনাশ
সে আগুন আমার হৃদয়ে ধায়।
দু-গালে লালি মেখে
দু-চোখে কাজল এঁকে
দু-ঠোঁটে রং ঝরিয়ে
কপলে টিপ এঁটে
বাসন্তী শাড়ী জড়িয়েছো গায়,
কি সর্বনাশ - কি সর্বনাশ
এ হৃদয় পুড়ে পুড়ে যায়।
পহেলা ফাল্গুন
১৩-০২-২০১৪
ঢাকা-যাত্রাবাড়ী।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৭
আমি শঙ্খনীল কারাগার বলেছেন: ধন্যবাদ অভিদা।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫২
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: সুন্দর
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৭
আমি শঙ্খনীল কারাগার বলেছেন: ধন্যবাদ শুভ্রদা।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৯
স্বপ্নবাজ অভি বলেছেন: বন-বনান্তে,কাননে কুঞ্জবনে
ফাগুনের আগুন লেগেছে হায়,
কি সর্বনাশ-কি সর্বনাশ
সে আগুন আমার হৃদয়ে ধায়
প্রথম প্যারাতেই মুগ্ধতা