![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে এখনও নারী আবাদী এক শস্যক্ষেত্র
যেখানে নর অবাধে গমনের অধিকার রাখে,
লোমশ বাহুর শক্ত আলিঙ্গনে - লাঙ্গলের ফলায়
প্রতিটা যুগের মত প্রতিটা নতুন দিনে।
এখানে নারী ভোর দেখেনা – দেখেনা শিশির
দেখেনা সবুজ মাঠে দিনের আলো হারিয়ে যাওয়া,
সব দেখা তাঁর নরের চোখে বায়স্কপের মত
কৃতজ্ঞতার আঁচলে তাঁর চেপে রাখা সকল চাওয়া।
এখানে নারী নরের পাঁজড়ের হাড় দারা সৃষ্ট
তাই অধিকারগুলো’ও সব নরের অধিকারে
নারীর দেহ - নারীর মন - নারীর হৃদয় - নারীর ব্যাকরণ
সব নিরাপদ সঞ্চিত অধিপতিদের কারাগারে।
০৯-১১-২০১৪
১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৩
আমি শঙ্খনীল কারাগার বলেছেন: লিখার চেষ্টা করেছি মাত্র তবে আপনি আরো অনেক ভাল লিখেন। ধন্যবাদ উৎসাহ বেঞ্জক মন্তব্যটি করার জন্য।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৯
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লিখেছেন !