নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন - একটি কালো গোলাপের স্বপ্ন

স্বপ্নী

স্বপ্নভূক এক তরুণ।

স্বপ্নী › বিস্তারিত পোস্টঃ

বিখ্যাত মনীষিদের ভুল উক্তিসমূহ

২৭ শে জুন, ২০১৪ দুপুর ২:৩০

সময়ের সাথে সাথে কত কিছুই না পরিবর্তন হয়। মনীষিরা যখন কথাগুলো বলেছিলেন তখন আমরা সবাই এই কথাগুলো চরম সত্য হিসেবে ধরে নিয়েছি। কিন্তু বাস্তবে কতটুকু সত্য এই উক্তিগুলোঃ

১। শিক্ষাই জাতির মেরুদণ্ড

পরিবর্তিত বাক্যঃ সুশিক্ষাই জাতির মেরুদণ্ড

কারণঃ সুশিক্ষা ছাড়া সার্টিফিকেটধারী শিক্ষা দিয়ে বিবেকসম্পন্ন মানুষ হওয়া যায় না। আর সেজন্যই দেশে অনেক বড় বড় সার্টিফিকেটধারী শিক্ষিত মানুষ দ্বারা আমরা শোষিত হচ্ছি।

২। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি

পরিবর্তিত বাক্যঃ মেধাযুক্ত পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি

কারণঃ কেবল পরিশ্রমই যদি সৌভাগ্যের প্রসূতি হত তাহলে রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, জাহাজ আর রেলের কুলিরা অনেক সৌভাগ্যবান হত। পরিশ্রমের সাথে মেধা যুক্ত না করলে আসলে সৌভাগ্য আসবে বলে আমার মনে হয় না।

৩। পানির অপর নাম জীবন

পরিবর্তিত বাক্যঃ বিশুদ্ধ পানির অপর নাম জীবন

কারণঃ স্বাভাবিক ভাবেই খুব পিপাসার্ত কাউকে সাগরের লবণাক্ত পানি বা খুব দূষিত পানি খাওয়ালে তার জীবনটা মরণে রূপ নিবে।

৪। আমরা মাছে ভাতে বাঙালি

পরিবর্তিত বাক্যঃ আমরা নুন ভাতে বাঙালি

কারণঃ মাছের যা আকাল এবং দাম তাতে মাছ দিয়ে ভাত খাওয়া অনেক পরিবারের হয়ে উঠে না।

৫। ইচ্ছা থাকিলেই উপায় হয়

পরিবরর্তিত বাক্যঃ

কারণঃ মানুষ ইচ্ছা করলেই কি সব করতে পারে? ইচ্ছাটা অবশ্যই সময়, বাস্তবতা আর সামর্থ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, তাই না?

আরও কিছু আপনাদের জানা থাকলে জানান। উপকৃত হব... বাচ্চাদের ভুল শিক্ষা দিতে চাই না

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৪ দুপুর ২:৪৯

পথহারা সৈকত বলেছেন: হমমমম.........।

২৭ শে জুন, ২০১৪ দুপুর ২:৫২

স্বপ্নী বলেছেন: হুমমম!

২| ২৭ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫৪

আহসানের ব্লগ বলেছেন: ;)

৩| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ৯:০৪

মুদ্‌দাকির বলেছেন: ভালো লিখেছেন ++

১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৭

স্বপ্নী বলেছেন: ধন্যবাদ....

৪| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫০

লেখোয়াড় বলেছেন:
অগাধ পান্ডিত্য।

১১ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৩

স্বপ্নী বলেছেন: হুমমম!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.