![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সাথে আমার কোন মিল নেই...!!
ওগো প্রিয়তমা,
তুমি কেমন আছো,লিলি বিউটি সোপের মত আনন্দ ও ভালবাসা নিও।আশা করি কেমেলিয়া বিউটি সোপের মত ভাল আছ।তুমি জান কি তুমি আমার সপ্নে দেখা রাজকণ্যা ,বাতির রানী ফিলিপসের মত।আমি তোমার মনের রাজা হতে চাই।তোমার ভালবাসা ইস্পাহানী চায়ের মত টাটকা।এ্যারোমেটিক বিউটি সোপের মত ১০০% হালাল এবং রুঁপচাদা সয়াবিন তেলের মত খাঁটি।বিশ্বাস কর তোমার আমার ভালবাসা গাজি প্লাস্টিক ট্যাঙ্কের মত টেপ পরবেনা এবং মরিচা ধরবেনা ।যদি মরিচা ধরে তাহলে পেইলাক রোমান পেইন্টার দিয়ে রং করে নেব।প্রেমকে লোকে মন্দ বলে তাতে কি হয়েছে ,সে জন্য রয়েছে চাকা ওয়াশিং পাউডার ,আমাদের এই ভালবাসা কোন মিটার দিয়ে মাপা যাবেনা ।তোমার আমার ভালবাসা ম্যাগী নুডুলসের মত ২ মিনিটে তৈরী হয়নি।তুমি শুধু দোয়া কর ২০১৫ সালের মধ্যে আমাদের ভালবাসা যেন ইন্টারন্যাশনাল লাক্সের মত সারা বিশ্বে স্বীকৃতি পায় ,এবং ন্যাশনাল চ্যানেলে টিভির মাধ্যমে সারা বিশ্বের মানুষ দেখতে পায় ।
ইতি,
তোমার কিউট মফিজ
১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:২৫
স্বপ্নরাজ্য বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৩৫
নগর বালক বলেছেন: ওরে কয় কি
১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৪৬
স্বপ্নরাজ্য বলেছেন: মনের কথার বহিঃ প্রকাশ...............
৩| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৩৮
আমি বাঁধনহারা বলেছেন:
আজো করিনি একটি প্রেম
কিভাবে লিখব প্রেমপত্র?
কত মেয়ের কথা ভাবি
আমি একাকি দিবারাত্র।
কোন মেয়ে আমাকে
ভাবে না ভালো পাত্র।
সব মেয়ের কাছেই আমি
ক্লাস ওয়ানের ছাত্র!!!
ভালো লাগল।সেজন্য প্লাস++++++
আমি পথহারা কবি বাঁধনহারা
সম্ভব হলে দিয়েন ভাই সাড়া।।
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৫২
স্বপ্নরাজ্য বলেছেন: ভাই..................
"কোন মেয়ে আমাকে
ভাবে না ভালো পাত্র।
সব মেয়ের কাছেই আমি
ক্লাস ওয়ানের ছাত্র!!!"
এই লাইন গুলা দিয়া কি আমারে খোঁচা মারলেন ?? যদিও আমি একজন মেয়ের কথাই ভাবি দিবা রাত্রি ।
আপনার কবিতায় ও ++++
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এত সুন্দর একটা মন্তব্যর জন্য।
আ্পনিও ভাল থাকবেন।
৪| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৪৫
মেহেদী হাসান মানিক বলেছেন: অই মিয়া বাতির রাজা না রানী ফিলিপ্স???
প্রেমপত্র অচাম অইচে। পেলাচ বুঝিয়া লন ভালায় ভালায়।
১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৫৭
স্বপ্নরাজ্য বলেছেন: যুগ পালটাইসে না, তাই রাজার সিংহাসন রানি নিসে
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৪৯
দেশের পোলাপাইন বলেছেন: আজকাই সকিনারে এই পত্রখানা দিতে হয়বো.........
১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:০০
স্বপ্নরাজ্য বলেছেন: জলদি দেন।
কাজ হইলে আমার ই-মেইলে ৫০০ টা আই টপ কইরা দিতে আবার ভুলে যাবেন না কিন্তু
৬| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৫০
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আই প্রেম করতাম চাই
পাত্র না ভাইবা ভাবেও মোরে ছাত্র
কেমত্তে আই লিখবাম পত্র
১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৫৭
স্বপ্নরাজ্য বলেছেন: ভাই আমিও তো করতে চাই কিন্তু পব্লেম টা কই বুঝতাছি না। এক কাজ করতে পারেন বাংলাদেশের সব মেয়েদের স্কুল- কলেজের সামনে লিফ্লেট বিলি করেন। কাজ হইলেও হইতে পারে। আর হইলে আমাকে একটু সিগ্নাল দিয়েন পরে আমিও ট্রাই মারমু।
৭| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:১৫
রায়হান০০৭ বলেছেন: প্রেম পত্র পাঠ করিয়া প্রেম করিতে ইচ্ছুক।
অতি সত্তর ব্যবস্থা করিয়া দেন :!> :!> :!> :!> :!> :!>
১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩২
স্বপ্নরাজ্য বলেছেন: পুরান পাগলে চাউল পায় না আবার নতুন পাগলে পোলাউ চায়
৮| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫২
তানিয়া হাসান খান বলেছেন:
সুপার!!!!!!!!
প্রিয়তে......
১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩৪
স্বপ্নরাজ্য বলেছেন: ধন্যবাদ দিদিমনি।
৯| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫৬
খুলনার শের বলেছেন: বিউটিফুল বস। আসলেই একটা প্রেম করার দরকার।
১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩৬
স্বপ্নরাজ্য বলেছেন: ধন্যবাদ ভাই। তাড়াতাড়ি করেন নয়তো পরে আর মেয়ে পাবেন না। এ্মনেতেই দেশে ভালো মেয়ের আকাল পরছে
১০| ১৩ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:০২
িনহাজ রিমন বলেছেন: আপনে বড় হইলে একটা পুঙ্কটা হইবেন!!
১৩ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৩৫
স্বপ্নরাজ্য বলেছেন: রিমন ভাই আর কত বড় হব ? বিয়ের বয়স হইয়া গেসে অথচ প্রেমিকা পাইলাম না.........।
তাই তো প্রেমপত্র প্রেমিকারে না দিয়া ব্লগে দিলাম।
আর পুঙ্কটা কেন হব কারণটা কি একটু বলা যাবে??
১১| ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৫৫
িনহাজ রিমন বলেছেন: আমাদের কুমিল্লাতে দুষ্টামি করে মাঝে মাঝে বন্ধুদের কিছু মজার আচরণ দেখে বলি যে "তুই বড় হলে একটা পুঙ্কটা হবি"
আপনার চিঠি পড়ে বন্ধুদের কথা মনে পরে গেল ভাইজান।
তাই বললাম।
:> :> :>
১৩ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৫১
স্বপ্নরাজ্য বলেছেন: কুমিল্লা ..............
শুধু কি পুঙ্কটা এই কথাটাই বলতেন ? বেফতার, বেতাছিরা এইগুলা বলতেন না ???
১২| ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১০:১৬
িনহাজ রিমন বলেছেন: ভাইজান কি কুমিল্লার নাকি!!
১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৩০
স্বপ্নরাজ্য বলেছেন: জি ভাই, তয় এখন ঢাকায় পার্মানেন্ট। লাস্ট কবে কুমিল্লা গেছি মনে নাই । তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরিক্ষা দিতে গিয়েছিলাম ২ বছর আগে।
আপনার বাসা কুমিল্লার কোথায় ???
১৩| ১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১১:১৮
িনহাজ রিমন বলেছেন: কান্দিরপাড়।
আমি তো মাসে একবার হলেও যাই।
কারন সবই ওইখানে।
১৬ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:২৭
স্বপ্নরাজ্য বলেছেন: কান্দিরপাড় নাম শুনছি, গেসি কিনা বলতে পারব না ।
একটু ব্যস্ত ছিলাম তাই উত্তর দিতে দেরি হয়ে গেল, দুঃখিত।
১৪| ১৫ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৩৩
আমি বাঁধনহারা বলেছেন:
আমি আপনাকে খোঁচা মারি নাই ভাই
আমি নিজেকেই খোঁচা মেরেছি।
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
১৬ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৩২
স্বপ্নরাজ্য বলেছেন: নিজেকে নিয়া নিজেই মজা নিলেন
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:২৩
যুবায়ের বলেছেন: পুরাই পাঙ্খা লিখছেন ভাই