নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জয়ী নই, আমি পরাজিত নই।

তোমার অপেক্ষায় কেটে যাবে দিনের পর দিন, বছরের পর বছর। হয়তো একদিন জানব কিংবা জানব না যে তোমার সঙ্গে আমার অথবা আমার সঙ্গে তোমার আর দেখা হবে না............।

স্বপ্নরাজ্য

আমি সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সাথে আমার কোন মিল নেই...!!

স্বপ্নরাজ্য › বিস্তারিত পোস্টঃ

আক্ষেপ ও অপেক্ষা

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৯

হয়নি হাঁটা তোমার সাথে অজানা কোন পথে,

হয়নি ভেজা তোমার সাথে বৃষ্টিমুখর রাতে ।

হয়নি দেখা তুখোড় বাতাসে তোমার চুলের কম্পন,

পারিনি আমি তোমার চোখে করতে আমায় বিসর্জন।



যে দিন তুমি ছিলে পাশে; হৃদয়ের খুব কাছে,

পারিনি ছুঁতে হৃদয়খানি গভীর ভালোবেসে।

দেখিনি তোমার ঠোঁটের কোণে চিরচেনা সেই হাঁসি,

একবার; শুধু শুনতে চেয়েছি তোমায় ভালোবাসি।



হয়নি তোমার দীঘল চুলের গন্ধখানি পাওয়া,

পাইনি তোমার কোমল হাতের একটুখানি ছোঁয়া।

শুনতে আমার কাধে তোমার নিঃশ্বাসেরই শব্দ,

অপেক্ষারত; ক্লান্ত আমি; পরিচয় থেকে অব্দ।



হয়েছি ব্যর্থ; পারিনি হতে তোমার সেই জন,

যেমন তুমি হয়েছ আমার হৃদয়ের স্পন্দন।



অপেক্ষা তোমার জন্য আমার থাকবে অনাদিকাল,

ভালোবাসার সূর্য এসে, আনবে শুভ সকাল ।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৮

একজন আরমান বলেছেন:
দারুন লিখেছো ভাইয়া।
চালিয়ে যাও। :)

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৫

স্বপ্নরাজ্য বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া। :D :D :D

২| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর কবিতা।

+++++

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩

স্বপ্নরাজ্য বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া. :D :D

৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুন্দর কবিতা।

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৯

স্বপ্নরাজ্য বলেছেন: অসংখ্য ধন্যবাদ " আজ আমি কোথাও যাবো না " .......।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩২

হায়দার সুমন বলেছেন: ভালো লাগার কবিতা.........

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০

স্বপ্নরাজ্য বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া........।

৫| ০২ রা মে, ২০১৩ রাত ১২:৩৫

তানিয়া হাসান খান বলেছেন: বেশ ভাল লাগল........। কাঁচা মিঠাম আমের মত........।++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
আরো লিখ ভাইয়া
নেট স্লো থাকে আসতে পারিনি আগে সরি ভাইয়া।

১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

স্বপ্নরাজ্য বলেছেন: অসংখ্য ধন্যবাদ দিদিমনি।

আমি ও সরি। উত্তর দিতে দেরি করার জন্য আর কারণটা নিশ্চয়ই আপনার আজানা নয়।

৬| ১১ ই মে, ২০১৩ দুপুর ২:৩৯

রহস্যময়ী কন্যা বলেছেন: কবিতা ভালো লাগলো

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

স্বপ্নরাজ্য বলেছেন: অসংখ্য ধন্যবাদ দিদিমনি............... :) :)

৭| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

রোকেয়া ইসলাম বলেছেন: খুব ভালো লাগলো।
অনেক সুন্দর একটা কবিতা ।
লেখায় +++++

ভাল থাকবেন .....শুভকামনা রইলো

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

স্বপ্নরাজ্য বলেছেন: প্রথম লেখা কবিতায় এতগুলা প্লাস পাব ভাবি নাই। :#) :#) :#)

শুভকামনা এবং কষ্ট করে করে কবিতাটা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। :) :)

আপনিও ভালো থাকবেন, শুভকামনা আপনার জন্যও রইল...............।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.