![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সাথে আমার কোন মিল নেই...!!
তোমার আমার মাঝের তীরহীন নদী
চলে যাচ্ছে দূর থেকে বহু দূরে,
এখনো বৃষ্টি হয়; ভিজে যাই আমি একা,
তুমি রয়েছ আমার পাশে প্রতিক্ষণ
আমার সত্য মরিচিকায়।
তোমার স্মৃতিগুলোতে ধূলো জমে গেছে,
তবু তোমাকেই চাইছি হৃদয় গভীর থেকে,
আমার স্বপ্ন ও বাস্তবে এক সত্য তুমি।
হয়তো হারিয়ে যাব,
মিশে যাব মহাকালের অচিন গহব্বরে,
শুধু রয়ে যাবে
তোমাকে না বলা একটি কথা
-খুব ভালোবাসি তোমায়।
খুব ইচ্ছে করে
তোমার কাজলকাল চোখে তাকিয়ে থাকি
মোমবাতির মৃদু আলোয়।
তাকিয়ে থাকি তোমার টিপ দেয়া কপালে
পরিপূর্ণ তৃপ্ত নয়নে।
দেখে যাই তোমার নিষ্পাপ হাঁসি
গভীর অনুরাগে।
হারিয়ে যাই কোন এক অজানা পথে
হাতে হাত রেখে।
বলে যাই বার বার সে না বলা কথা
-খুব ভালোবাসি তোমায়।
১৯ শে মে, ২০১৩ রাত ৯:৩৭
স্বপ্নরাজ্য বলেছেন: ধন্যবাদ ভাইজান।
২| ১৯ শে মে, ২০১৩ রাত ৯:৪৫
স্বপনবাজ বলেছেন: সুন্দর, ভালো লাগলো!
১৯ শে মে, ২০১৩ রাত ৯:৪৯
স্বপ্নরাজ্য বলেছেন: ধন্যবাদ ভাইজান
।
৩| ২২ শে মে, ২০১৩ রাত ৩:৪১
একজন আরমান বলেছেন:
এখনো বৃষ্টি হয়; ভিজে যাই আমি একা,
তুমি রয়েছ আমার পাশে প্রতিক্ষণ
আমার সত্য মরিচিকায়।
দারুন
২২ শে মে, ২০১৩ দুপুর ১:৪৮
স্বপ্নরাজ্য বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৪| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
রোকেয়া ইসলাম বলেছেন: খুব ইচ্ছে করে
তোমার কাজলকাল চোখে তাকিয়ে থাকি
মোমবাতির মৃদু আলোয়।
তাকিয়ে থাকি তোমার টিপ দেয়া কপালে
পরিপূর্ণ তৃপ্ত নয়নে।
দেখে যাই তোমার নিষ্পাপ হাঁসি
গভীর অনুরাগে।
হারিয়ে যাই কোন এক অজানা পথে
হাতে হাত রেখে।
বলে যাই বার বার সে না বলা কথা
-খুব ভালোবাসি তোমায়।
অনেক সুন্দর। এক কথায় অসাধারন।
খুব ভাল লাগলো।
১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১১
স্বপ্নরাজ্য বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম । অসংখ্য ধন্যবাদ দিদিমনি কষ্ট করে আমার এলো মেলো লেখা গুলো পড়ার জন্য। ।
আশা করি ভাল আছেন।
৫| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
এসএমফারুক৮৮ বলেছেন: ভাল লাগলো কবিতা।
১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
স্বপ্নরাজ্য বলেছেন: ধন্যবাদ, ভাইজান।
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৩ রাত ৯:৩৪
আকাশ সাগর বলেছেন: খুব সুন্দর কবিতা ।