নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
আপনার বিক্ষিপ্ত চিৎকার অক্ষর মালার সোচ্চার জনরোষ
অবলীলায় হাওয়ায় মিলিয়ে যায়।
বাতাস ভারী হয় না
কাগজে কমলে গুটিকয়েক অর্বাচীন শব্দ
ঘুমোট হয়ে পড়ে থাকে ঘরের এক কোণে।
দিস্তা দিস্তা কাগজের নিদারুণ অপচয়
অথবা বলা যেতে পারে মনন আর মস্তিস্কের কাগুজে ব্যবহার,
দুটোই ঠিক ভেসে গেলো বানের জলের মত।
আপনি কি ভাবছেন?
আপনি ঘরের কোণে পচতে থাকা ক্ষেপাটে কবি,
আপনার বোধ আপনার চেতনার আক্ষরিক আন্দোলন,
নিতান্ত ই মূল্যহীন আধুনিক গনতন্ত্রে...
এভাবে ভাসতে ভাসতে, ঘরের কোণে পচতে পচতে
প্রতিনিয়ত খুন হন, রাজপথে নিহত পংক্তিমালার মত।
আপনার জমাটবদ্ধ আক্ষেপ,
কুরে কুরে খায় ভিতরে ভিতরে।
যা চেয়েছিলেন পেলেন কিছু?
শুধু শেওলা জমে আপনার শরীরে,
তবুও কি থেমেছেন?
কলমের ভাষা অনড় থেকেছে, আপনার শরীরের দিকে চেয়ে চেয়ে।
এই লেখাটি যখন লিখছি
আরেকজন কবির মৃত্যূ হলো
মৃত্যূর আগ মুহুর্তেও তাঁর কলম থামেনি,
অতঃপর কবিটি মারা গেলেন... অনাহারে নয়, জলাভাবে।
১৭ই জুন‘ ২০১২
ভেড়ামারা, কুষ্টিয়া।
কবিতাটি কলকাতার বাংলা সিনেমা ২২শে শ্রাবণ থেকে অনুপ্রনিত হয়ে লেখা। উৎসর্গ সেই অকালে ঝরে যাওয়া কবি নিবারণ চক্রবর্তীকে আর কৃতজ্ঞতা পরিচালক সৃজিত মুখার্জি‘র প্রতি... যার হাত ধরেই খোঁজ পায় ষাটের দশকে ঘটে যাওয়া হাংরি আন্দোলনের।
০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনাকে ধন্যবাদ ... ভালো থাকবেন
২| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১২
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: অসাধারণ !!!
০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো থাকবে আপনাকে ধন্যবাদ
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৫৭
মামুনূর রহমান বলেছেন: সুন্দর লিখেছেন।
০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ .. ভালো থাকবে
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার কবিতা । ২য় ভালোলাগা +
অনেক শুভকামনা ।।
০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ... আপনার জন্যেও শুভকামনা
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৭
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: এভাবে ভাসতে ভাসতে, ঘরের কোণে পচতে পচতে
প্রতিনিয়ত খুন হন, রাজপথে নিহত পংক্তিমালার মত।
আপনার জমাটবদ্ধ আক্ষেপ,
কুরে কুরে খায় ভিতরে ভিতরে।
যা চেয়েছিলেন পেলেন কিছু?
শুধু শেওলা জমে আপনার শরীরে,
তবুও কি থেমেছেন?
কলমের ভাষা অনড় থেকেছে, আপনার শরীরের দিকে চেয়ে চেয়ে।
অসাধারণ....দারুণ....দারুণ....দারুণ!!!
০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবিরা বড় মিথ্যে বলে, মন ভুলায়
ভালো থাকবেন আপনি
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৭
মৃদুল শ্রাবন বলেছেন: আপনার কবিতা পড়ে প্রথমে মনে হয়েছিল বলি, কবিরা হারতে পারে না। কিন্তু বলতে পারলাম না। ভেতরে কোন শক্তি পাচ্ছি না। কবিরা আজকাল কেন জানি হেরে যাচ্ছে। চোখের সামনে কবি সেতু আশরাফুল হক হারিয়ে গেলেন। যদিও বিশ্বাস ছিল উনি হারাবেন না। কিন্তু মানুষের সব বিশ্বাস দীর্ঘস্থায়ী হয়না।
০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভুল বলছি, ভুল ভাবাচ্ছি
ভুল সময়ে কাব্য খুঁজতে খুঁজতে, কবর দিলাম অবাধ কৈশোর
৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।
০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো থাকবে আপনাকে ধন্যবাদ
৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৭
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো থাকবেন আপনি
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৮
সুমন কর বলেছেন: ভালো লাগল।