নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
পাথুরে সময়ে ছন্দ খোঁজা বড় বেমানান
সময়ের বজ্রাঘাতে ছিটকে পরে রক্তের মত আমার কলমের কালি
অস্থির সময়ে কলম আর বিদ্রোহ করে না
খুঁজে ফেরা কিছু আক্ষেপ, জমাটবদ্ধ কিছু ক্রোধ
নিমেষেই আওয়াজ তোলে না, ভেবে নেয়া অথবা
ফেলে আসা রক্তাক্ত রাজপথে
লাশ হয়ে ঘরে ফেরা অকাল প্রয়াত কাব্য
মৃত্যূ নয় বরং বাড়ার কথা ছিলো!
ভুল সময়ে ভুল কাব্য, গলা টিপে মেরে ফেলা
অথবা ধরে নেয়া যাক কন্যা সন্তানের ন্যায় মধ্যযুগীয় বর্বরতা,
জন্মানোর সাথে সাথেই মাটি চাপা দেয়া
আসলে তো ওদের বাড়ার কথা ছিলো!
ভুল বলছি, ভুল ভাবাচ্ছি
ভুল সময়ে কাব্য খুঁজতে খুঁজতে, কবর দিলাম অবাধ কৈশোর
মৃত্যূর দাঁড়প্রান্তে দাঁড়িয়ে ছন্দ খোজা বড় বেমানান
যদিও কথা ছিলো যুদ্ধে যাবার
বূড়ো কবির সাথে পুনরায় মৃত্যূ হবে
অকাল প্রয়াত কাব্যের...
ব্লগে প্রকাশ ..
১৭ ই জুন, ২০১২ রাত ৮:৫৩
০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো থাকবে আপনাকে ধন্যবাদ ... সব পুরনো লেখা ভাই
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৭
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার লিখেছেন ভ্রাতা।
নতুন কি পুরাতন লেখা, পোস্ট করতে থাকুন।
ভালো থাকবেন
০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনাকে ধন্যবাদ .... আমি আপনাদের লেখা পড়ি।অনেক দিনপর ব্লগে ছিলাম না।
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:০৬
হাসান মাহবুব বলেছেন: ভালো লিখেছেন।
১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সাহস পাচ্ছি ...
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫৩
ডি মুন বলেছেন: অস্থির সময়ে কলম আর বিদ্রোহ করে না
খুঁজে ফেরা কিছু আক্ষেপ, জমাটবদ্ধ কিছু ক্রোধ
চমৎকার লাগল। শুভেচ্ছা আপনাকে।
আরো সুন্দর সুন্দর লেখা উপহার দিন আমাদেরকে।
ভালো থাকুন।
++++
মৃত্যূর দাঁড়প্রান্তে দাঁড়িয়ে ছন্দ খোজা বড় বেমানান
যদিও কথা ছিলো যুদ্ধে যাবার
বূড়ো কবির সাথে পুনরায় মৃত্যূ হবে
অকাল প্রয়াত কাব্যের...