নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
অঘুমা রাত কাটবে বলেও
অনেক দেরী করে,
পাখিদের কিচির মিচিরে মনে হয়
হয়তো এবার ঘুমনোর সময় হলো।
প্রতি সকালে ঘুম ভাঙ্গাতো
আমার মুঠোফোনে তোমার কন্ঠ,
পাখিরা সে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলো।
পাখিদের কলরব
আর আহত সূর্যের রক্ত
ইদানীং আমায়
ঘুমের আমন্ত্রন জানায়।
সময় পাল্টে যায়,
পাল্টে যায় আমি
পাল্টাও তুমি, পাল্টে যায়
মুঠোফোনের রিংটিউনটি,
আসলে সবারই একটা
জগত্ আছে।
উদ্যানের ঘাসে
পেপার বিছিয়ে
কাগুজে সংসার,
তুমি আমি অথবা ফুল বিক্রিতা
ঐ ছোট্ট মেয়েটা, সবাই
যথারীতি পাল্টে যাচ্ছি।
উদ্যানে থাকবেনা ঘাস,
কংক্রিটে বাসা বাঁধবে
কর্পোরেট স্বপ্ন,
ফুলওয়ালী মেয়ে গুলো
বেমালুম ভুলে যাবে
ফুলের নাম,
ঠিক যেভাবে ভুলে
গেছো আমায়,
আমার কালো শার্টের বোতাম,
জুতোর রং আর
মুঠোফোনের প্রিয়
রিংটিউনটা!
ব্লগে প্রকাশ ..
২৮ শে জুলাই, ২০১২ রাত ২:৪৪
ছবি © স্বপ্নবাজ সৌরভ
১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ... শুভেচ্ছা নেবেন
২| ১০ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৫৪
হাসান মাহবুব বলেছেন: +
১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার জন্য শুভকামনা
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:১৩
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা ।
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০০
নুরএমডিচৌধূরী বলেছেন: দ্যানে থাকবেনা ঘাস,
কংক্রিটে বাসা বাঁধবে
কর্পোরেট স্বপ্ন,
ফুলওয়ালী মেয়ে গুলো
বেমালুম ভুলে যাবে
ফুলের নাম,
ঠিক যেভাবে ভুলে
গেছো আমায়,
আবেগ বিস্মিত
অনুভবে লেগেছে
লিখায় না দিলেই নয়
++++++