নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

আমরা থেমে গিয়েছি কিংবা হেরে গিয়েছি

১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৮

১৬ই ডিসেম্বর আসলেই , বূকের ভেতর খচখচ করে। ভাবি আমরা থেমে গিয়েছি কিংবা হেরে গিয়েছি । থেমে যাওয়া কিংবা হেরে যাওয়ার গল্পটা বিস্তারিত লিখবো আস্তে আস্তে ...

চরম আক্ষেপ নিয়ে ঠিক লিখে ফেলবো। আপাতত আজ এটুকুই :(











যাত্রা শুরু হয়েছিলো ফেসবুক গ্রুপ থেকে। যে গ্রুপ টাকে আমরা ভেড়ামারা পরিবার বলে ডাকি। গর্ব করে বলি বাংলাদেশের বৃহত্তম উপজেলা কম্যুনিটি। আমাদের কাছে ফেসবুক শুধু ফেসবুক গ্রুপ নয়, এর থেকেও অনেক কিছু। এখানে আমরা ভার্চুয়াল বিষয় গুলোকে একচ্যুয়ালে প্রতিফলনের চেষ্টা করি... এখন আমাদের সামান্য একটা উদ্যোগের গল্প বলি, হ্যাঁ অতি সামান্য কিন্তু আমাদের আবেগ আর ভালোবাসা ছিলো আকাশ সমান অথবা তারচে অনেক বেশী... আমাদের প্রানের শহরের জন্য কিছু করার চেষ্টা, প্রান ভরে সুবাতাস নেয়ার অদম্য আশ্বাস!!







"দেশ আমাদের মা। তবে শহর আমাদের মায়ের হৃদয় ছাড়া আর কি?

আমাদের শহরটা কি আমাদের বাড়ি নয়?

যদি তাই হয় তবে একটু ভাবুন তো........

আমরা কি কিছু খেয়ে প্যাকেট টা আমাদের ঘরের মধ্যেই ফেলি?

বাদাম খেয়ে খোসাগুলো ঘরের মধ্যে যত্রতত্র ফেলি?



আসুন সবাই মিলে আমরা আমাদের প্রাণের শহরটাকে পরিস্কার করতে শুরু করি। আপনাকে পরিস্কার করতে দেখে কতজন এগিয়ে আসবে সেটা ভাববেন না প্লিজ। বরং আপনাকে পরিস্কার করতে দেখে কতজন অপরিস্কার করা থেকে নিজেকে বিরত রাখতে চেস্টা করবে সেটি ভেবেই চালুন আগামি ঈদের পরদিন সকালে ঝাটা হাতে আমাদের প্রানের শহরকে পরিস্কার রাখাতে উদ্বুদ্ধ করি......

একদিন...

কিবোর্ড ছেড়ে ঝাটা ধরবো, মাউসের বদলে ময়লা ফেলার ঝুড়ি!! অসম্ভব

কিছু? না...আবশ্যই না! চলো পরিচ্ছন্নতার মিছিলে শামিল হই ফটোশপে নয় বাস্তবে রুপ নিক স্বপ্নের ভেড়ামারা। আমারা করবো জয়।



-----------

কীবোর্ড ছেড়ে ঝাড়ু ধরেছিলাম, মাউসের বদলে ময়লা ফেলার ঝুড়ি, স্কুল ব্যাগের বদলে পিঠে ময়লার বস্তা।





দুটো সফল ইভেণ্ট করেছিলাম, প্রতিক্রিয়াশীল ইভেণ্ট। বাজারে দোকানদাররা নিজ উদ্যোগে তাদের আশে পাশের রাস্তা পরিস্কার রাখতে শুরু করলো। এখানে ওখানে ময়লা না ফেলতে সবাইকে অনুপ্রানিত করলো আমাদের সাথে।



এর পরেও আমাদের থেমে যেতে হলো। যাদের থাকার কথা তাদের পাশে না পেয়ে।



আপাতত আজ এটুকুই



গলি চেনাবে রাজপথ....





আমাদের ভেড়ামারা পরিবার : একটি স্বপ্ন পূরনের গল্প...

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিস্তারিত গল্পের অপেক্ষায়,....................

১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দুটো লিংক পোস্ট করা আছে একটু ধারনা পাবেন

২| ১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১১

খেলাঘর বলেছেন:


১৬ই ডিসেম্বর একবার এসেছিল, ১৯৭১ সালে।

১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সেই ১৬ই ডিসেম্বরের অনুপ্রেরণায় কিছু একটা শুরু করেছিলাম আমরা ।।।

দুটো লিংক পোস্ট করা আছে একটু ধারনা পাবেন :(

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: এর পরেও আমাদের থেমে যেতে হলো। যাদের থাকার কথা তাদের পাশে না পেয়ে। ......................

এই এখানেই টুইষ্ট!

আমাদের এলাকায় মানুষের বিস্মিত চোখের সামনে যখন গ্রাজুয়েট এক ডজন ছেলে বড় বগ ঝাড়ু নিয়ে রাস্তায়.. সবার চোখ কপালে!!
কেউ টিটকিরি, উপহাস, নতুন পাগল ...
সব উপেক্ষা করে কাজ চালীয়ে গেলাম। ৩ সপ্তাহ দেখার মতো পরিচ্ছন্নতায় ছিল এলাকা!

অত:পর সিটি কর্পোরেশন! দৌড়াদৌড়ি.. ফাইল তৈরী..
সাক্ষাতের দিন জৈনক জনাব অব: সামরিক অফিসার.. ২ ঘন্টা বাইরে রেখে সময় দিলেন।
ভেতরে যাবার পরও.. তিনি মহা ব্যস্ত..
কি বিষয় কি বিষয়.. ক্লিনারদের ওভারটাইমের বিল এক বস্তা সই করছেন!!!

ফাকে ফাকে- হ্যা বলেন..
না না ..
আমাদের টিম আছৈ তো..
আচ্ছা দেখি টাইপ কথায় বিদায়..

বাইরে এসে ফাইলটা ছুড়ে ফেলে দিলাম!

এখন নোংরার মধ্যে দিয়ে হাটি আর ভাবি নরক বুঝি এটাই!

সামনের জন্মে যদি ইউরোপে পাঠায় তবেই কি স্বর্গলাভ হবে!!!!!!!

০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আজ পুরোনো পোস্ট গুলো ঘাঁটছি। আমি সব মন্তব্যের প্রতিউত্তর দেয়ার চেষ্টা করি। দেখলাম আপনার দেয়া এই মন্তব্যের কোনো প্রতিউত্তর দেয়া হয়নি। লক্ষ্য করে দেখলাম , আমার ব্লগে এটাই আপনার করা প্রথম মন্তব্য ! ব্লগে স্বাগতম স্যার।

২০১২ সালে আমার যে উদ্যোগ নিয়ে ছিলাম সেটা পথ হারিয়েছে। নতুনরা চেষ্টা করেছিল , তাদের অনেক সহযোগিতা করেছিলাম। কিন্তু কেউই আর লক্ষ্যে পৌঁছাতে পারিনি। লোকাল এডমিনিস্টেশনের আগ্রহের কেন্দ্র বিন্দু হতে পারিনি আমার।
একবুক আর হেরে যাওয়ার গ্লানি জমিয়ে রাখি শুধু।

ভালো থাকবেন স্যার !

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৫৪

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা রইলো।

০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.