নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

সেখানে তুমি অনুপস্হিত ছিলে

১৪ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২০





স্নায়ুবিক ক্রান্তিলগ্নে বিবেক যেখানে এফোঁড় ওফোঁড়
সেখানে তুমি অনুপস্হিত ছিলে,
লক্ষ নারীর জনন কেন্দ্রে যখন
পাশবিক নিয়মে ছিন্নভিন্ন মহাকাল,
ছিল হায়েনার অট্রহাসি, তুমি ছিলে না !

মায়ের কোল থেকে ছিনিয়ে
আছড়ে ফেলে মগজ মজ্জা,
বেয়োনেটের সূচাগ্র খোঁচা
হাতে ধরা নোনতা বিস্কুট, শিশুটি খেলো কোই?
পিঁপড়েরা ছিলো কিন্তু
সেখানে তুমি অনুপস্হিত ছিলে!

শেষ মূহুর্তে তোমাকে ডেকেছে,
আত্ম চিত্‍কারে বাতাস ভারী হয়ে বৃষ্টি নামে,
প্লাবিত ফসল অথবা প্লাবিত রক্ত পলি মাটির মত জমাটবদ্ধ,
লাশের উপরে লাশ কবরের ভেতরে কবর,
রক্ত নদী ভেজা বালিশ, নীল শরীর,
কোঠরী হতে বেড়িয়ে আসা চোখ,
খোঁচানো চোখ, ভাঙ্গা চোয়াল ছেঁড়া হাত,
ফিনকি দিয়ে রক্ত!
লাল রক্ত নীল রক্ত।
সবই তো ছিল শুধু
সেখানে তুমি অনুপস্থিত ছিলে।

ছাত্রাবাসে আগুন জ্বলেছে
আচমকা ঘুমোঘোরে বুলেটের কড়াঘাত,
পাঁজর ভেদ করা বুটের আঘাত,
নিমেষেই নতজানু পদতলে পিষ্ট নাগরিক সভ্যতা,
নারী শরীরে আঁশটে বীর্যের গন্ধ,
লোভাতুর লালসায় কিছু শুকরের দল,
চেটেপুটে খায় "হাম সাব সাচ্চা মুসলমান হ্যায়"
চেটেপুটে খায়...
নারী শরীরে শুকরের আঁশটে বীর্যের গন্ধ,
চেটে পুটে খায়!
তিরিশ লক্ষ মা অথবা নারী অথবা মেয়ে...
সবাই তো ছিল!
শুধু সেখানে তুমি অনুপস্থিত ছিলে।

ব্লগে প্রকাশ ..
১৪ই ডিসেম্বর, ২০১১

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫

হাসান মাহবুব বলেছেন: বেশ তেজোদ্দীপ্ত উচ্চারণ। ভালো লাগলো।

১২ ই মে, ২০১৮ দুপুর ১:০০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে.....
কেমন আছেন আপনি ?

২| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৮

নাগরিক কবি বলেছেন: কুড়ে কুড়ে খাচ্ছে সমাজ, কুড়ে কুড়ে খাচ্ছে মানবতা,। নিস্তার নেই, সত্যি কি নিস্তার নেই?


সুন্দর, সুন্দর, সুন্দর। +

১২ ই মে, ২০১৮ দুপুর ১:০০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.