![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক ফালি মেঘ, এক ফোঁটা জল- রংধনুকের একটি কণায়, একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা ।
ঘাম ঝড়ানো শরীর গুলো
কুচকুচে গা ভিজছে ঘামে
তবু আমি ছন্দ খুঁজি
বার্তা পাঠায় রঙ্গীন খামে।
রোদের তেজে স্বপ্ন পোড়ে
পুড়তে থাকে মাথার চুল
তবু আমি ভীষণ রোখা
রোদকে বানায় মেঘের ফুল।
কপাল বেয়ে টপটপিয়ে
ঝড়ছে কেবল নোনতা জল
গামছা টা কেই ভরসা করে
মোড়ের পাশেই জলের কল।
মোড়ের দোকান ভীষণ ছোট
চিনির খোঁজে পিঁপড়ে দল
চায়ের কাপে চুমুক দিয়ে
ভিজবে জীবন, ভিজবি চল!
এবার তবে বৃষ্টি নামুক
ঘামতে থাকুক মেঘের চোখ
তুমুল তোড়ে ভিজতে থাকুক
স্বপ্নবাজের স্বপ্নলোক।
৯ই জুন ২০১৩
১৯ শে মে, ২০১৮ দুপুর ২:৩৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ১৯ শে মে, ২০১৮ দুপুর ২:৪৪
মীর সাজ্জাদ বলেছেন: অনেক ভালো লাগলো কবিতাটা।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
৩| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:৩৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সহজ সরল
৪| ২০ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৭
কাইকর বলেছেন: ভাল লাগলো পড়ে।শব্দচয়ন মন কেড়েছে। চালিয়ে যান
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চলছে চলবে এই ভাঙাচোরা গল্পটা আমার !
ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৮ দুপুর ২:১৭
অনুতপ্ত হৃদয় বলেছেন: ভালো লাগলো , সুন্দর হয়েছে