নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

বিদ্রোহ!

০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৩১

বিদ্রোহ হোক
ভাতের থালায়
খসে পড়া এক
মাথার চুলে!

বিদ্রোহ হোক
খুন্তি হাতে
ছোট্ট মেয়ের
ছোট্ট ভুলে!

বিদ্রোহ হোক
বাড়তি ভাড়ায়
বাড়লো ভাড়া
মাত্র চার!

বিদ্রোহ হোক
কলার চেপে
কিল ঘুষি আর
বেদম মার!

তোমার আমার বাংলাদেশে
বিদ্রোহটা বাঁচলো ঐ
সকাল বিকেল
সন্ধ্যে রাতে
নেপোই যে খুব
খাচ্ছে দই!

ব্লগে প্রকাশ :
০২.০৭.১৩

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৪২

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: বিদ্রোহ হোক কলম খতায়
বিদ্রোহ হোক ভালবাসায়।

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
আমার লেখার বিদ্রোহ টা ভিন্ন অর্থে প্রকাশিত হয়েছে।
১. ছোট কাজের মেয়েটাকে গরম খুন্তির ছেঁকা দিয়ে হয়েছিল , ভাতে চুল পরার "অপরাধে''।
২. আবার চার টাকা বাস ভাড়ার জন্য হেলপারকে বেদম প্রহার করা হয়।
এসব ক্ষেত্রে নিজেদের প্রতিবাদী হিসেবে নিজেকে জাহির করতে ভালোবাসি।
কিন্তু ---
"তোমার আমার বাংলাদেশে
বিদ্রোহটা বাঁচলো ঐ
সকাল বিকেল
সন্ধ্যে রাতে
নেপোই যে খুব
খাচ্ছে দই!"

২| ০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:১৩

লাবণ্য ২ বলেছেন: হোক বিদ্রোহ।

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
আমার লেখার বিদ্রোহ টা ভিন্ন অর্থে প্রকাশিত হয়েছে।
১. ছোট কাজের মেয়েটাকে গরম খুন্তির ছেঁকা দিয়ে হয়েছিল , ভাতে চুল পরার "অপরাধে''।
২. আবার চার টাকা বাস ভাড়ার জন্য হেলপারকে বেদম প্রহার করা হয়।
এসব ক্ষেত্রে নিজেদের প্রতিবাদী হিসেবে নিজেকে জাহির করতে ভালোবাসি।
কিন্তু ---
"তোমার আমার বাংলাদেশে
বিদ্রোহটা বাঁচলো ঐ
সকাল বিকেল
সন্ধ্যে রাতে
নেপোই যে খুব
খাচ্ছে দই!"

৩| ০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
আমার লেখার বিদ্রোহ টা ভিন্ন অর্থে প্রকাশিত হয়েছে।
১. ছোট কাজের মেয়েটাকে গরম খুন্তির ছেঁকা দিয়ে হয়েছিল , ভাতে চুল পরার "অপরাধে''।
২. আবার চার টাকা বাস ভাড়ার জন্য হেলপারকে বেদম প্রহার করা হয়।
এসব ক্ষেত্রে নিজেদের প্রতিবাদী হিসেবে নিজেকে জাহির করতে ভালোবাসি।
কিন্তু ---
"তোমার আমার বাংলাদেশে
বিদ্রোহটা বাঁচলো ঐ
সকাল বিকেল
সন্ধ্যে রাতে
নেপোই যে খুব
খাচ্ছে দই!"

৪| ০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৮

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন।

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
আমার লেখার বিদ্রোহ টা ভিন্ন অর্থে প্রকাশিত হয়েছে।
১. ছোট কাজের মেয়েটাকে গরম খুন্তির ছেঁকা দিয়ে হয়েছিল , ভাতে চুল পরার "অপরাধে''।
২. আবার চার টাকা বাস ভাড়ার জন্য হেলপারকে বেদম প্রহার করা হয়।
এসব ক্ষেত্রে নিজেদের প্রতিবাদী হিসেবে নিজেকে জাহির করতে ভালোবাসি।
কিন্তু ---
"তোমার আমার বাংলাদেশে
বিদ্রোহটা বাঁচলো ঐ
সকাল বিকেল
সন্ধ্যে রাতে
নেপোই যে খুব
খাচ্ছে দই!"

৫| ০৬ ই জুন, ২০১৮ সকাল ১১:০২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালো লাগল।

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
আমার লেখার বিদ্রোহ টা ভিন্ন অর্থে প্রকাশিত হয়েছে।
১. ছোট কাজের মেয়েটাকে গরম খুন্তির ছেঁকা দিয়ে হয়েছিল , ভাতে চুল পরার "অপরাধে''।
২. আবার চার টাকা বাস ভাড়ার জন্য হেলপারকে বেদম প্রহার করা হয়।
এসব ক্ষেত্রে নিজেদের প্রতিবাদী হিসেবে নিজেকে জাহির করতে ভালোবাসি।
কিন্তু ---
"তোমার আমার বাংলাদেশে
বিদ্রোহটা বাঁচলো ঐ
সকাল বিকেল
সন্ধ্যে রাতে
নেপোই যে খুব
খাচ্ছে দই!"

৬| ০৬ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৬

নিশাচড় বলেছেন: বিদ্রোহ হোক বিদ্রোহ

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
আমার লেখার বিদ্রোহ টা ভিন্ন অর্থে প্রকাশিত হয়েছে।
১. ছোট কাজের মেয়েটাকে গরম খুন্তির ছেঁকা দিয়ে হয়েছিল , ভাতে চুল পরার "অপরাধে''।
২. আবার চার টাকা বাস ভাড়ার জন্য হেলপারকে বেদম প্রহার করা হয়।
এসব ক্ষেত্রে নিজেদের প্রতিবাদী হিসেবে নিজেকে জাহির করতে ভালোবাসি।
কিন্তু ---
"তোমার আমার বাংলাদেশে
বিদ্রোহটা বাঁচলো ঐ
সকাল বিকেল
সন্ধ্যে রাতে
নেপোই যে খুব
খাচ্ছে দই!"

৭| ০৬ ই জুন, ২০১৮ সকাল ১১:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ।

'বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে---'

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
আমার লেখার বিদ্রোহ টা ভিন্ন অর্থে প্রকাশিত হয়েছে।
১. ছোট কাজের মেয়েটাকে গরম খুন্তির ছেঁকা দিয়ে হয়েছিল , ভাতে চুল পরার "অপরাধে''।
২. আবার চার টাকা বাস ভাড়ার জন্য হেলপারকে বেদম প্রহার করা হয়।
এসব ক্ষেত্রে নিজেদের প্রতিবাদী হিসেবে নিজেকে জাহির করতে ভালোবাসি।
কিন্তু ---
"তোমার আমার বাংলাদেশে
বিদ্রোহটা বাঁচলো ঐ
সকাল বিকেল
সন্ধ্যে রাতে
নেপোই যে খুব
খাচ্ছে দই!"

৮| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:


মহা- বিদ্রোহী রণ-ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত,
যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল,
আকাশে বাতাসে ধ্বনিবে না,
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না!! ;)

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
আমার লেখার বিদ্রোহ টা ভিন্ন অর্থে প্রকাশিত হয়েছে।
১. ছোট কাজের মেয়েটাকে গরম খুন্তির ছেঁকা দিয়ে হয়েছিল , ভাতে চুল পরার "অপরাধে''।
২. আবার চার টাকা বাস ভাড়ার জন্য হেলপারকে বেদম প্রহার করা হয়।
এসব ক্ষেত্রে নিজেদের প্রতিবাদী হিসেবে নিজেকে জাহির করতে ভালোবাসি।
কিন্তু ---
"তোমার আমার বাংলাদেশে
বিদ্রোহটা বাঁচলো ঐ
সকাল বিকেল
সন্ধ্যে রাতে
নেপোই যে খুব
খাচ্ছে দই!"

৯| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৩

মিথী_মারজান বলেছেন: বিদ্রোহ হোক যার যার অবস্হান থেকে সকল অন্যায়ের বিরুদ্ধে।
সুন্দর। :)

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
আমার লেখার বিদ্রোহ টা ভিন্ন অর্থে প্রকাশিত হয়েছে।
১. ছোট কাজের মেয়েটাকে গরম খুন্তির ছেঁকা দিয়ে হয়েছিল , ভাতে চুল পরার "অপরাধে''।
২. আবার চার টাকা বাস ভাড়ার জন্য হেলপারকে বেদম প্রহার করা হয়।
এসব ক্ষেত্রে নিজেদের প্রতিবাদী হিসেবে নিজেকে জাহির করতে ভালোবাসি।
কিন্তু ---
"তোমার আমার বাংলাদেশে
বিদ্রোহটা বাঁচলো ঐ
সকাল বিকেল
সন্ধ্যে রাতে
নেপোই যে খুব
খাচ্ছে দই!"

১০| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর।

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
আমার লেখার বিদ্রোহ টা ভিন্ন অর্থে প্রকাশিত হয়েছে।
১. ছোট কাজের মেয়েটাকে গরম খুন্তির ছেঁকা দিয়ে হয়েছিল , ভাতে চুল পরার "অপরাধে''।
২. আবার চার টাকা বাস ভাড়ার জন্য হেলপারকে বেদম প্রহার করা হয়।
এসব ক্ষেত্রে নিজেদের প্রতিবাদী হিসেবে নিজেকে জাহির করতে ভালোবাসি।
কিন্তু ---
"তোমার আমার বাংলাদেশে
বিদ্রোহটা বাঁচলো ঐ
সকাল বিকেল
সন্ধ্যে রাতে
নেপোই যে খুব
খাচ্ছে দই!"

১১| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪১

সনেট কবি বলেছেন: ভালো লাগল।

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
আমার লেখার বিদ্রোহ টা ভিন্ন অর্থে প্রকাশিত হয়েছে।
১. ছোট কাজের মেয়েটাকে গরম খুন্তির ছেঁকা দিয়ে হয়েছিল , ভাতে চুল পরার "অপরাধে''।
২. আবার চার টাকা বাস ভাড়ার জন্য হেলপারকে বেদম প্রহার করা হয়।
এসব ক্ষেত্রে নিজেদের প্রতিবাদী হিসেবে নিজেকে জাহির করতে ভালোবাসি।
কিন্তু ---
"তোমার আমার বাংলাদেশে
বিদ্রোহটা বাঁচলো ঐ
সকাল বিকেল
সন্ধ্যে রাতে
নেপোই যে খুব
খাচ্ছে দই!"

১২| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৬

নাজিম সৌরভ বলেছেন: বিদ্রোহ চলুক কবিতার ছন্দে ।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বিদ্রোহ চলুক !ধন্যবাদ আপনাকে।

১৩| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
আমার লেখার বিদ্রোহ টা ভিন্ন অর্থে প্রকাশিত হয়েছে।
১. ছোট কাজের মেয়েটাকে গরম খুন্তির ছেঁকা দিয়ে হয়েছিল , ভাতে চুল পরার "অপরাধে''।
২. আবার চার টাকা বাস ভাড়ার জন্য হেলপারকে বেদম প্রহার করা হয়।
এসব ক্ষেত্রে নিজেদের প্রতিবাদী হিসেবে নিজেকে জাহির করতে ভালোবাসি।
কিন্তু ---
"তোমার আমার বাংলাদেশে
বিদ্রোহটা বাঁচলো ঐ
সকাল বিকেল
সন্ধ্যে রাতে
নেপোই যে খুব
খাচ্ছে দই!"

ভরদুপুরে এই আকাশে ঝাঁঝালো রোদ্দুর
ভরদুপুরে মন আকাশে উন্মাদ সমুদ্দুর...

০৯ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভরদুপুরে এই আকাশে ঝাঁঝালো রোদ্দুর
ভরদুপুরে মন আকাশে উন্মাদ সমুদ্দুর...

১৪| ০৬ ই জুন, ২০১৮ রাত ১১:২৯

দুঃখ বিলাস বলেছেন: "তোমার আমার বাংলাদেশে
বিদ্রোহটা বাঁচলো ঐ
সকাল বিকেল
সন্ধ্যে রাতে
নেপোই যে খুব
খাচ্ছে দই!
বিদ্রোহ চলুক কবিতার ছন্দে ।

০৯ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
আমার লেখার বিদ্রোহ টা ভিন্ন অর্থে প্রকাশিত হয়েছে।
১. ছোট কাজের মেয়েটাকে গরম খুন্তির ছেঁকা দিয়ে হয়েছিল , ভাতে চুল পরার "অপরাধে''।
২. আবার চার টাকা বাস ভাড়ার জন্য হেলপারকে বেদম প্রহার করা হয়।
এসব ক্ষেত্রে নিজেদের প্রতিবাদী হিসেবে নিজেকে জাহির করতে ভালোবাসি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.