নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

বহুকাল আগে লেখা চিঠি

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৬




বহুকাল আগে রক্তাক্ত শার্টের বাম পকেটে
ভেজা চিঠিটা তোমার কাছে রয়ে গেছে
বিমুর্ত রাত্রি জেগেছো,
অঘুমা চোখের শুন্য দৃষ্টির কারণ
হয়ে আছে বাম পকেটের রক্তে ভেজা চিঠিটা।

এরপর কেটে গেছে বেশ কিছুটা সময়
ক্ষয়ে গেছে অনেক অক্ষর
রক্তের দাগ লালচে থেকে
কালচে হয়েছে, তবুও
বাক্য গুলো আগুনের মত
জ্বলজ্বল করে প্রতি মুহুর্তে।

তোমার সংগ্রহে আছে চিঠিখানা
ঠিক যেন সযতনে আগলে রেখেছো
কিন্তু ঠিক এমনটা হবার কথা ছিলো না
তুমি রক্ষিত রাখবে টকটকে লাল
একগুচ্ছ গোলাপ,রক্তে ভেজা চিঠি
তোমার কাম্য নয়।

আরেকটু সময় যদি পেতাম
তোমার জন্য একমুঠো লাল গোলাপ কিনে পাঠাতাম
কিন্তু আমার কাছে ফুটো কড়ি অবশিষ্ট ছিলো না
তোমার জন্য
আর ধরো , যেখানে ভাতের জন্য নিদারুন হাহাকার
সেখানে ফুল আসলে কবিতার খাতায় মানানসই।

তারপড়েও অতি কষ্টে একটি ফুল
যোগার করেছিলাম তোমার জন্য,
রেখেছিলাম আমার
শার্টের বাঁ পকেটে
ঠিক যেখনে ওরা আমাকে গুলি করেছিলো।

শানিত বুলেট আঘাত হানার সাথে সাথেই
ছিন্ন ভিন্ন হয়েছিলো
আমার বুক এবং পাঁপড়ি!
তুমি শুধু চিঠিটাই পেয়েছিলে
ছিন্ন ভিন্ন গোলাপটি পদদলিত হয়েছিলো
অনেক আগেই।

তুমি অনেক কেঁদে ছিলে
কাঁদতে কাঁদতে চোখের
অবশিষ্ট অশ্রুকণা নিঃশেষ করেছো
তবুও আমি আজো বাম পকেটের চিঠি
হয়ে বেঁচে আছি আজো।

আধুনিক গণতন্ত্র মুচকি হাসি হাসলেও
তুমি আমার চোখে স্বপ্ন দেখেছিলে
ঠিক যেভাবে মানবিকবোধের ধারালো
অস্তিস্ত ধাবমান রাখার তাগিদে
পাশে পেয়েছিলাম তোমায়।
আমার বুক ক্ষতবিক্ষত হবার আগ মুহুর্তেও
আমি তোমার ঠিক পাশেই ছিলাম
হয়তো এখনো আছি
সেই ভেজা চিঠি হয়ে।

তোমাকে বলি,
নিজেকে আর ভেজা চিঠির অক্ষরমালায়
আবদ্ধ রেখোনা, সময় তো অনেক হলো
যে স্বপ্ন আমার চোখে দেখেছিলে
যে অক্ষর তোমার শেষ অশ্রুকণা নিঃশেষ করেছে
তাকে আগুন হয়ে জ্বলতে দাও!
আমার কম্পিত রক্ত , ধাবিত হোক তোমার শিরা উপশিরায়
ধমনী থেকে ধমনীতে, রক্ত ক্ষরণ হোক মস্তিস্কে কিংবা মননে
নয়তো কবিতা গুলো ঘৃণায় থুথু দেবে কবিদের!

ব্লগে প্রকাশ :
০৪/০৭/১২

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বহুকাল আগে লেখা হলেও ভাবনা গুলো যেন সমসাময়িকতাকে ছুঁয়ে যায়!

একটু কি বড় হয়ে গেল? :P

শাণিত বুলেট থেকে ---- শেষ পর্যন্ত এক অন্যরকম আবেশ; বেশ লাগল :)

++++

০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার ভালোবাসা রেখে দিলাম বুকের বাম পকেটে ,
ঠিক যেখানে ওরা গুলি করবে ! :(

২| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার ভালোবাসা রেখে দিলাম বুকের বাম পকেটে ,
ঠিক যেখানে ওরা গুলি করবে ! :(

৩| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৯

মিথী_মারজান বলেছেন: চমৎকার একটা কবিতা!
খুব সুন্দর লিখেন আপনি।

০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার ভালোবাসা রেখে দিলাম বুকের বাম পকেটে ,
ঠিক যেখানে ওরা গুলি করবে ! :(

৪| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৩

রাকু হাসান বলেছেন: মুহূর্তগুলো চোখের সামনে ভাসছিলো ..।ব্যথ্যাতুর একটা কবিতা । শুভকামনা রইলো আপনার প্রতি ।

০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার ভালোবাসা রেখে দিলাম বুকের বাম পকেটে ,
ঠিক যেখানে ওরা গুলি করবে ! :(

৫| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৮

ক্লে ডল বলেছেন: অনুভূতি ছুঁয়ে গেল!!

০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার ভালোবাসা রেখে দিলাম বুকের বাম পকেটে ,
ঠিক যেখানে ওরা গুলি করবে ! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.