নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

কফি এবং কবিতা

১১ ই জুন, ২০১৮ সকাল ১১:১৮



কফিটা বানালাম আমার কবিতার মত...
ছিল আবেগ, ছিল ক্রোধ, ছিল না পাওয়ার হাহাকার!
কফি দুধ আর চিনি তীব্র আঁচে গাঢ় হয়ে ঠিক যেন একাকার।
কখনো ভালোবাসা আথবা দ্রোহ,
কিংবা দ্রোহ কে যেভাবে জমাট বাঁধায় সকরুন ভালোবাসা,
কফিটার উপরি ভাগে ঠিক সে রকম সর পড়েছিল,
তুমি ইচ্ছে করলেই চামচ দিয়ে আলতো আঁচড়ে
তুলি ফেলে দিতে পারো, কিন্তু আমি পারি না!
দ্রোহ আর ভালোবাসা একসাথে মিশে
আমার হৃদয়ে ঠিক যেন সর পড়ে গেছে!

ব্লগে প্রকাশ :
২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:২৩

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৮ সকাল ১১:২৬

দিবাকর দাস সূর্য বলেছেন: সুন্দর কবিতা

১১ ই জুন, ২০১৮ সকাল ১১:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হমম --- ধন্যবাদ আপনাকে।

২| ১১ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৭

জান্নাতুল ফেরদৌস৯৩ বলেছেন: কবিতা ভালো হয়েছে

১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৫

কাইকর বলেছেন: বাহ.....সুন্দর

১২ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ জানবেন

৪| ১১ ই জুন, ২০১৮ দুপুর ২:১২

নাজিম সৌরভ বলেছেন: কফি এবং কবিতার দারুণ কম্বিনেশন !

১২ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কফিটা আমি ভালোই বানায়। একদিন খাওয়াবো

৫| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩০

লাবণ্য ২ বলেছেন: চমৎকার!

১২ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনাকে অনেক শুভেচ্ছা

৬| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৩

জহিরুল ইসলাম সেতু বলেছেন: অদ্ভুত সুন্দর কবিতা। ভাল লাগায় আমার হৃদয় ছুঁয়ে গেল। রেশ ফুরালো না।
"দ্রোহ আর ভালবাসা একসাথে মিশে
আমার হৃদয়ে ঠিক যেন সর পড়ে গেছে!"
অসাধারণ!!!
অভিনন্দন প্রিয় কবি। :)

১২ ই জুন, ২০১৮ দুপুর ২:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ। ধোঁয়া ওঠা কফির দাওয়াত পাবেন একদিন।

৭| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: গায়ে শুধু কবিতার গন্ধ এমন কবি দেখিনা কেন?
কেবলি হিন্দু মুসলিম খৃষ্টান

১২ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পাকস্থলীতে মুসলমানী নেই , নেইকো হিন্দুয়ানী
সেখানে যাহা জল , তাহা পানি === কবির সুমন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.