নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

বেপরোয়া ঘেউ ঘেউ

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৪



কখনো হয়তো খুদ কুঁড়ো জুটে যায়
কখনো একটা হাড় ছুঁড়ে দেয় কেউ
একা চেয়ে থাকা সমব্যথি জোস্নায়,
আদিম নেকড়ে অধুনায় ঘেউ ঘেউ

কখনো হয়তো বড়লোক পুষে ফেলে
নাম জুটে যায় জিমি, টমি, টাইগার
প্রভূ চুমু খান ধোপ দুরস্ত গালে
সকলেরই বাপু ভালবাসা দরকার ;

কখনো মাঝারি সংসার এ জোটে ঠাঁই
ছোট্ট বাসায় বিচ্ছু দামাল ছানা
সব্বার আদরে, সব্বার তাকে চাই
আদিম নেকড়ে অধুনায় পোষ মানা ;

কখনো পাড়ার এটো কাটা খাওয়া নেড়ি
উচ্ছিষ্টের দারুণ সমঝদার
বেপাড়ার কেউ ঢুকলেই তেড়িমেড়ি
আদিম নেকড়ে অধুনায় পাহারাদার;

কখনো একটা ভাঙ্গা বিস্কুট জোটে
কখনো জোটে অকারণে এক লাথি
আদর টাদর কিছুই পায় না মোটে
তবুও নেড়িটা প্রসবিণী রাতারাতি;

কখনো চারটে, কখনো পাঁচটা ছানা
গাড়ির চাকায় থেঁতো হয়ে যায় কেউ
একটা আবার জন্ম থেকেই কানা
একটা চেঁচায় বেপরোয়া ঘেউ ঘেউ ;

বেপরোয়া কিছু কুকুরই না হয় হোক
পরোয়া করতে করতে মানুষ মোলো
শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট লোক
মুখ বুজে থেকেই প্রভূদের প্রিয় হলো।


------------ কবীর সুমনের গান।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৪

কাইকর বলেছেন: সুন্দর

০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০৯

গরল বলেছেন: কুকুরদের নিয়ে এত সুন্দর গান আছে সুমনের জানতাম না, অসাধারণ।

০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। গানটা শুনে ফেলেছেন নিশ্চয় এতদিনে ?

৩| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৮

চঞ্চল হরিণী বলেছেন: আমিও জানতাম না এমন গান আছে। মাত্রই বলতে যাচ্ছিলাম এই কবিতা কি পরিমাণ ছুঁয়ে গেছে আমাকে। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। গানটা শুনে ফেলেছেন নিশ্চয় এতদিনে ?

৪| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: শহরবাসীকে নিরাপদে রাখে এবং শান্তিতে ঘুমাতে দেয়। কর্তব্যনিষ্ঠার কারণে একটি কুকুরও পায় মেয়রের মর্যাদা।

০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন্তব্যে ধন্যবাদ আপনাকে।

৫| ২৮ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৮

মিথী_মারজান বলেছেন: বাহ্!
কি সুন্দর লিরিক্স।
গানটা শুনিনি।
লিখন শৈলীটা, মানে বলতে চাচ্ছি থিমটা আপনার স্টাইলের তাই আমিও প্রথমে ভেবেছিলাম আপনার লেখা।
শেয়ার করার জন্য ধন্যবাদ।:)

০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবীর সুমন / অঞ্জন দত্তে আমি খানিকটা প্রভাবিত মিথী আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.