নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
কফির কাপে চামচের টুংটাং শব্দ সেই সাথে তোমার লাল
নীল চুড়ির মৃদু আহবান, মধ্যরাতের মায়াবী সংগীত!
তুমি বললে, চিনি ক চামচ দেবো?
আমি নব্য প্রেমিক
অথবা নবশয়ন সংঙ্গী হলে বলতাম,
তোমার হাত জাদুকরী, চিনি না দিলেও চলবে।
অথবা আরো আহ্লাদে বলে ফেলা যেতো,
তোমার ঠোঁটের উঞ্চ পরশ!
এটুকুই যথেষ্ট প্রিয়তমা।
কিন্তু কোনটাই বলিনি আমি,
বড় বেশী পাল্টে যাচ্ছি ইদানীং।
তোমার লাল নীল
চুড়ি আর কফির চামচ মিশ্রিত মধ্যরাতের সংগীত,
সাময়িক আন্দোলিত করলেও, অবলীলায় বিছানার
এককোনে পড়ে থাকা
অন্তর্বাসের দিকে চোখ ফেরানো হয়না খুব একটা!
০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই পাল্টানো সময়ে কবিও পাল্টে যায়
পাল্টায় সময় , বয়স
অথচ তুমি আর আমি মুখোমুখি দাঁড়িয়ে !
আপনাকে ধন্যবাদ। আপনার ভালো লাগাকে শুভেচ্ছা জানায়। ভালো থাকবেন।
২| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২১
বাকপ্রবাস বলেছেন: মাঝে মাঝে সংগচ্ছেদ ভাল
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সেই কবেকার লেখা।
আপনাকে ধন্যবাদ
৩| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ ভাই
৪| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক আগের লেখা কবিতাটা এক প্রকার ভাল লাগেলো।
১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শুভেচ্ছা জানবেন।ধন্যবাদ আপনাকে।
৫| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৫
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর।
অভ্যাস খুব খারাপ জিনিস
০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই পাল্টানো সময়ে কবিও পাল্টে যায়
পাল্টায় সময় , বয়স
অথচ তুমি আর আমি মুখোমুখি দাঁড়িয়ে !
আপনাকে ধন্যবাদ। আপনার ভালো লাগাকে শুভেচ্ছা জানায়। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪১
রাকু হাসান বলেছেন:
বাহ ,কবিতায় রোমান্টিকতা ভালই । । কবিতা ভাল লাগলো । তবে কেন এই বদলে যাওয়া !