নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
বীরব্রতী ভাসিয়া :
"রূপের ডালি খেলা" গল্পগুচ্ছের প্রথম গল্প এটা। বইটির প্রতিটা গল্পই ছিল ভাববার মতো। কষ্ট করে পড়ে দেখতে পারেন।
রূপের ডালি খেলা আমার সবচেয়ে বেশিবার পড়া রাশিয়ান বই।
ছোটবেলা থেকে যতবার এই জবুথবু 'বীরব্রতী ভাসিয়া ' পড়ছি তখন থেকেই নিজেকে 'ভাসিয়া' ভাবতে ইচ্ছে হয় , হতে ইচ্ছে হয় !
আমার শৈশব , আমার ইচ্ছে.... বেঁচে থাকুক!
আরো সোভিয়েত শৈশব :
১। সাত বন্ধু ইয়ুসিকের - ( আমার সোভিয়েত শৈশব )
২।রূপের ডালি খেলা - (আমার সোভিয়েত শৈশব)
৩। জ্যান্ত টুপি (আমার সোভিয়েত শৈশব)
৪।সভ্য হওয়া - (আমার সোভিয়েত শৈশব)
৫। মালপত্র (আমার সোভিয়েত শৈশব)
৬।শেয়ালের চালাকি ১ (আমার সোভিয়েত শৈশব)
৭।মোরগ ভাইটি (আমার সোভিয়েত শৈশব)
৮।বীরব্রতী ভাসিয়া (আমার সোভিয়েত শৈশব)
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দেখুন তো মনে পরে কিনা ?
©somewhere in net ltd.
১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৫০
মলাসইলমুইনা বলেছেন: আমার সোভিয়েত শৈশবে এই গল্পটা ছিল না I বড় বেলায় পড়েও ভালোই লাগলো |অনেক আগে পড়া সোভিয়েত বইগুলো (রুশ দেশের উপকথা) পড়ার দিনগুলোও স্মৃতির মেঘ জড়িয়ে যেন উড়ে এলো | খুব ভালো লাগলো |