নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

কোন জিনিসটা ভালো আর কোন জিনিসটা খারাপ (আমার সোভিয়েত শৈশব)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০২

মলাট :

ছোট্ট ছেলের
মুখে ফোটে আলো,
বললে : শোনো বাবা ,
কোন জিনিসটা
ভালো ,

আর খারাপ
কোনটা বা ?

আমার কাছে
রাখা-ঢাকা নাই ,
শোনরে ছেলে মেয়ে ---
বাপের জবাব
সবখানিটাই
লিখে দিলাম বইয়ে।



-- ঝড় উঠেছে বাজ ডাকছে জোর ,
শিলা বৃষ্টি পড়ছে টুপটাপ ,
সবাই জানে --

এসময়টা তোর
খেলতে যাওয়া
খারাপ।


বৃষ্টি ঝরে
সূর্য্যি দিলো আলো,
ঢাকলো খুশির বন্যে
--
খুবই ভালো,
এটা খুবই ভালো
ছেলে বুড়ো
সবাইকার জন্যে।


ছেলে যদি
ময়লা মেখে
বেড়ায় ভূত সেজে ,
বলবো
করো রক্ষে,
খুবই খারাপ,
খুবই খারাপ
এযে
শিশু স্বাস্হ্যের পক্ষে।


বাচ্চা যদি
গা ধোয়
নিয়ে ঝাড়ি ,
সাবানে নেই ডর ,
সে ছেলে তো
লক্ষীছেলে ভারি ,
সত্যই সুন্দর।



ডানপিটেটা যদি দুবলা পেয়ে
পিটোই ধাঁই ধাঁই ,
চাই না তাকে ,
এমন কি এ
বইয়েও দিতে ঠাঁই।


এই যে ছেলে বলে :
--- খবরদার
ছোটোর গায়ে
কেউ দেবে না হাত !
এ ছেলেটা
এতো চমৎকার ,
দুহাত তুলে করি আশীর্বাদ !


যদি তুমি
একটু না ভেবেই
বই পত্তর

করো ছেঁড়াছিঁড়ি ,
সবাই তখন বলবেই , বলবেই,
এ ছেলেটা বড়োই বিছছিরি !


খোকা যদি
খাটতে থাকে রাজী ,
আঙুল দিয়ে
লাইন ধরে
পড়ে

আমি তখন
বলবো রেখে বাজি :
এ ছেলেটা
সুখ আনবে ঘরে।


দাঁড়কাককে
দেখেই বেহুঁশ ,
পালায় কেঁদে বাপরে বাপ।
এ ছেলেটা স্রেফ কাপুরুষ ,
এটা খুবই খারাপ।


বাচ্চা হলেও
হিংস্র প্রাণীর কাছে
ভয় না পেয়ে
শাসায়।
সাবাস ছেলে
সাহস আছে
এমনি ছেলেই
মানায়।


আর এইটের
ময়লা ঘেঁটেই
আনন্দ
জামায় কাদা নোংরা।

একে বলবো
ভারি মন্দ
বেয়াক্কেলে
চ্যাঙড়া।


নিজে নিজেই ধোয়
এই যে ছেলে ,
কাজে
কর্মে
ঠাসা।


এ ছেলেটা হোক না এলেবেলে ,
রীতিমতো খাসা।


এই কথাটা
তোমায় রাখি কয়ে ,
ভোলা যেটা মানা :
শিশু বেড়ে
উঠবে
শূয়োর হয়ে ,
শিশু যদি শুরুতেই হয়
আস্ত শূয়োর ছানা।


ছোট্ট ছেলের
মুখে ফুটলো আলো।,
ঠিক করলে সোনা :
"করবো শুধু ভালো,
কেবল ভাল।
খারাপ ----
কক্ষনো না। "


//শেষ//




আরো সোভিয়েত শৈশব :

১। সাত বন্ধু ইয়ুসিকের - ( আমার সোভিয়েত শৈশব )
২।রূপের ডালি খেলা - (আমার সোভিয়েত শৈশব)
৩। জ্যান্ত টুপি (আমার সোভিয়েত শৈশব)
৪।সভ্য হওয়া - (আমার সোভিয়েত শৈশব)
৫। মালপত্র (আমার সোভিয়েত শৈশব)
৬।শেয়ালের চালাকি ১ (আমার সোভিয়েত শৈশব)
৭।মোরগ ভাইটি (আমার সোভিয়েত শৈশব)
৮।বীরব্রতী ভাসিয়া (আমার সোভিয়েত শৈশব)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.