নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

যে আগুন তিরিশ বছর আগেও জ্বলেনি!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩



বিকেলের আলো টুকু তখনো পুরোপুরি মরেনি
নাগরিক পাখি গুলো ঘরে ফিরবে ফিরবে
নগরে গ্রাস করছে বিষ্ণন্নতা, বরাবরের মতোই কারন জানা নেই।
রাস্তার মোড়ের সাইবার ক্যাফে
প্রতিদিনের মতোই ব্যস্ত।
কেউ ঘরে ফেরে,কেউ দেরি করে
আর কারোর কোনদিনই ফেরা হয় না!
আসলে যে কথাটা বলতে চাচ্ছি-

রাষ্ট্রীয় পোশাক, মদের গ্লাস
দুই রাষ্ট্র রক্ষী,গণতন্ত্র বানায় ওরাই!
সূরাপানরত, বড় বেমামানান।
সাহসী যুবক, তন্ত্র গণ তারও বুকে
অপকর্ম প্রকাশের আধিকার আর শাসকের লালাভ চোখ!
দুটো কি কোনদিন একসাথে যায়?
রক্ত চক্ষু, নির্মম, নিস্তার পাবে কি করে যুবক।

'মৃত্যু'!!... ভুল বললাম।
হত্যা, খুন, নৃসংশতা...নাহ্
কোন কিছুই যুতসই মনে হচ্ছে না!
তবে,
রাষ্ট্রীয় নিবন্ধিত সন্ত্রাসীদের পাশবিক আগ্রাসনে
ছিটকে পড়া রক্তের সাথে সাথে,ছিটকে পড়ে
রোষের দামানল,আন্দোলিত বিদ্রোহী চিৎকার
যে আগুন তিরিশ বছর আগেও জ্বলেনি!
আর বাতাসে ডুকড়ে ওঠে হাহাকার,
চে'র মৃত্যুর মত অপরাধী সবাই।
যে রক্ত মাথার খুলি ভেদ করে
রাস্তায় ছিটকে পড়েছিলো
ওটা আসলে রক্ত ছিলো না!
তিরিশ বছরের শাসনের নিরেট দেয়ালে ফাটলের চিহ্ন!

যে মৃত্যু অথবা যে যুবকের কথা বলতে চাই
নিমগ্ন ছিলো সাইবার ক্যাফের কোন একটা চেয়ারে
বরং তার কথা বলি-
যুবকের নাম, খালিদ সায়ীদ
একজন মিশরের চে গুয়েভারা!



মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিপ্লবের রং এক
মিশর বা বাংলা
রক্তের রঙের মতো প্রতিবাদের রংও এক।
হায়েনারা যেমন মিশে যায়
পাকি হায়েনার প্রেত্মারারা যেন রাজপথ দাবড়ে বেড়ায়
চেতনার মৃতদেহ বেওয়ারিশ মর্গে
একাত্তর থেকে সতের
শাসকের শোষকের চেহারা একে অন্যে বিলিন।।

কবিতায় +++

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দাবানল ছুটবে, আগুনের তেজ বাতাস গরম
হওয়ার আগেই নিভে যাবে না।
হয়ত কিছুই হবে না!!
আমি বরং আশা করতে ভালোবাসি।
ছোট্ট একটা বিস্ফোরন,
দেশলাইয়ের শরীরে আলতো একটু
বারুদের ছোঁয়া।
ব্যস , এটুকুই যথেষ্ট!!


ধন্যবাদ আপনাকে ।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

বাকপ্রবাস বলেছেন: সুন্দর। ক্ষমত পেলে শাসকরা যেন মনুষ্যত্ব হারায়।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সম্ভবত মনুষত্ব হারানোর পরেই মানুষ ক্ষমতা পায় ।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

রাকু হাসান বলেছেন: এমন টপিক নিয়ে কবিতা লেখায় অভিনন্দন জানাই । খালিদ সায়ীদ কে কবিতায় দেখে ভাল লাগছে ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক পুরোনো লেখা। আপনাকে অনেক ধন্যবাদ জানায়।

খালিদ সায়ীদ ফিরে আসুক।
"উই আর অল খালিদ সায়ীদ "

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

টুটুল বলেছেন: ভাই আপনার নামের মতোই আপনার কবিতাও সৌরভ ছড়িয়ে গেলো প্রাণে মনে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সৌরভ বিকশিত হোক ! ধন্যবাদ জানবেন

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

তারেক ফাহিম বলেছেন: পোষ্টে++

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অভিনন্দন ! ধন্যবাদ আপনাকে

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
বিপ্লবী এক নেতা কে নিয়ে কবিতা লিখে তাকে সম্মানিত করেছেন।
রাজনীতি তে বিপ্লব পবিত্রতম অধ‍্যায়।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বিপ্লব দীর্ঘজীবী হোক !
ধন্যবাদ স্যার

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: চমৎকার।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ জানাবেন রাজীব ভাই। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.