নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

আমার উত্তর খোলা জানলায় , বাড়ে বয়স !

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০০


বিষাদময়তা ! সেই সাথে বাড়ছে বয়স। দাড়ির রং সাদা হচ্ছে ক্রমশ।
প্রতিনিয়ত ডুবে যাচ্ছি বিষাদের সাগরে। আমার নাম বিষাদ।
ভালো লাগে না আর আগের মত।

"খোলা জানলায়
উদার বন্ধু বাতাস
হৃদয়ে আর আলোড়ন তোলে না।
ভালোবাসা জানায় না।"

মহীনের ঘোড়াগুলি'র - আমার দক্ষিণ খোলা জানলায় ।
আমার কাছে চরম বিষাদময় একটা গান।
ইদানিং বুকে বিঁধছে খুব।



*********************************

আমার দক্ষিণ খোলা জানলায়
মাঘের এই অন্তরঙ্গ দুপুরবেলায়
না শোনা গান হোক পুরনো
মনে পড়ে যায়
এক দমকা হাওয়ায়
আমার দক্ষিণ খোলা জানলায় ....



খোলা জানলায়
উদার বন্ধু বাতাস
জাগায় আমার হৃদয়ে
ভালোবাসা ....

খোলা জানলায়
উদার বন্ধু বাতাস
জড়ায় মায়ায়
ভালো লাগায় ....



আমার উত্তর খোলা জানলায়
বাড়ে বয়স
যা কিছু স্মৃতি স্বত্ত্বা
কাঁপে দারুণ
বাড়ে বয়স
আমার উত্তর খোলা জানলায় ....
বাড়ে বয়স !



মন্তব্য ৩৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার লেখা না স্যার।এটা একটা গান।
আপনাকে অনেক ধন্যবাদ।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর অভিব্যক্তি!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: গানটা অনেক প্রিয় আমার।
ধন্যবাদ জানবেন

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার লেখা না রাজীব ভাই ।এটা একটা গান।
আপনাকে অনেক ধন্যবাদ।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: বেশ লিখেছেন।

ইমন জুবায়েরের লিংক কি দেতে পারবেন ?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার লেখা না ভাই
গানটা অনেক প্রিয় আমার।
ধন্যবাদ জানবেন ।

ইমন জুবায়ের :
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: দারুণ হইছে ভাই।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভাই, এটা আমার লেখা না। গানটা আমার অনেক প্রিয়। আমার অনুভূতি মিলিয়ে গানটা শেয়ার দিয়েছি মাত্র। অনেক ভালো থাকবেন আপনি। ধন্যবাদ।

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

পদ্মপুকুর বলেছেন: মহীনের ঘোড়াগুলি'র সব গানই আলাদা, অন্যরকম। কথাগুলো অদ্ভুত। আমি ভেবে পাইনা, সেই সত্তুরের দশকে এরকম সব গান করার প্রেরণা তাঁরা কোত্থেকে পেয়েছিলো। ঠিকই বলেছেন, এই গানটা শুনলে একটা বিষাদ এসে ভর করে। মনে করিয়ে দিলেন, ধন্যবাদ আপনাকে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সুন্দর বলেছেন । মহীনের ঘোড়াগুলি আশীর্বাদ স্বরূপ । আমিও ভেবে পাইনা। কিভাবে পেরেছিলো তারা।
ধন্যবাদ আপনাকে ।

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

খায়রুল আহসান বলেছেন: চমৎকার গান।
আমার দক্ষিণ খোলা জানালাটার পাশে আমিও প্রায়ই দাঁড়িয়ে থাকি, ঝাঁক বেঁধে ওড়া সবুজ টিয়া পাখি দেখি।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কিন্তু আমার খোলা জানালায় শুধু ফেলে আসা দিন , বাড়ায় বয়স। জানালা খুলিনা।
ধন্যবাদ স্যার। ভালো থাকুক টিয়া গুলো।

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৯

তানভীর তুর্য্য বলেছেন: আমার এমন একটা জানালার শখ অনেক দিনের। ধন্যবাদ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার জানালাও পারে।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৪৮

অভিশপ্ত জাহাজী বলেছেন: প্রতিনিয়ত ডুবে যাচ্ছি বিষাদের সাগরে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রতিনিয়ত :(

ভালো থাকবেন আপনি। ধন্যবাদ

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:০৯

ফেরদৌসা রুহী বলেছেন: গানের কথাগুলো খুবই মন ছোঁয়া।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনুভূতি গুলো বলতে চেয়েছি সাথে গান।
ভালো থাকবেন আপনি।

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৬

এ.এস বাশার বলেছেন: গানটি শুনবো এর আগে শুনিনি কখনো......
ধন্যবাদ শেয়ার করার জন্য...

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শুনে ফেলুন। অসম্ভব ভালো লাগার কথা। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: বিষাদ ছড়িয়ে পড়ছে চতুর্দিকে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাঁচতে চাই , বাড়তে চাই না। ভালো থাকবেন আপনি।
আমার উত্তর খোলা জানলা বন্ধ করতে ইচ্ছে হয়। বাড়ে বয়স .... সহ্য হয়না !

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২১

মনিরা সুলতানা বলেছেন: খুব সুন্দর লিখেছেন !!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপু , এটা আমার লেখা না। গানটা আমার অনেক প্রিয়। আমার অনুভূতি মিলিয়ে গানটা শেয়ার দিয়েছি মাত্র। অনেক ভালো থাকবেন আপনি। ধন্যবাদ।

১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৬

আকিব হাসান জাভেদ বলেছেন: এখন আর আগের মতো কোন কিছু ভালো লাগে না । বিষাদ যন্ত্রণায় বাড়তে থাকে সকল চাওয়া পাওয়া। ভালো লিখেছেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার উত্তর খোলা জানলা বন্ধ করতে ইচ্ছে হয়। বাড়ে বয়স .... সহ্য হয়না !
ভালো থাকবেন আপনি।

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ লিংক দেয়ার জন্য।

ইমন জুবায়ের কি মারা গেছেন ? জানেন কিছু ?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ইমন জুবায়ের মারা যান ০৩/০১/২০১৩ রাতে। শ্বাসকষ্ট জনিত সমস্যায়। উনাকে প্রথম চিনতাম
ব্যান্ড বাংলা ব্ল্যাক’ এর গীতিকার হিসাবে। তিনি ব্ল্যাকের প্রায় ৩০টি গান রচনা করেছেন।
কিন্তু ব্লগ দুনিয়ায় এসে আমার পুরো ধারণায় পাল্টে যায়।

বাংলাদেশের ইতিহাস,দর্শন,ধর্ম,বিশ্ব সভ্যতা, মিথলজি, সুফি বাদ, সংগীত, চিত্রকলা থেকে শুরু করে বাংলা সাহিত্যের সকল শাখায়তাঁর ছিল অবাধ বিচরণ। উনার ব্লগে পড়লে বুঝতে পারবেন।

ব্ল্যাকের জন্য লেখা ইমন জুবায়েরের ''অভিমান" গানটার চার লাইন দিলাম।
প্রশ্ন গুলো আমিও রাখলাম ইমন জুবায়ের কাছে -----

''আমাকে তুমি জাগিয়ে
একা কেন ঘুমালে?
আমাকে এড়িয়ে তোমার আকাশে
কবে ফুল ঝরেছে বলো? ''

১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ওনারতো মনে হয় তাহলে বেশি বয়স হয় নাই।

অবশ্যই পড়বো তার লিখা, তাইতো লিংক নিয়েছি।

ওপারের জগতে তিনি অনন্ত শান্তিতে থাকুন।

ধন্যবাদ আপনাকে।

০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

বাকপ্রবাস বলেছেন: মাহিনের ঘোড়াগুলো একসময় খুব শুনতাম। গাগুলো সমন্বয় করেছিলেন গৌতম ঘোষ, তিনি বেঁচে নেই, তার ছেলেও গান করে কলকাতায় ব্যান্ড আছে একটা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: গৌতম ঘোষ নয়। গৌতম চট্টোপাধ্যায়। উনি ১৯৯৯ সালে মারা যান।
ধন্যবাদ আপনাকে।

১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
আপনার পোস্ট খুব সুন্দর।

আমার ব্লগে এক বার ঘুরে আসার দাওয়াত রইলো।
দয়া করে আসবেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। দাওয়াত কবুল করলাম। হুট করে আইসক্রিম হাতে চলে যাবো। :)
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.