নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

কবিতার অভিশাপ

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৮



রাত অনেক হলো
জেগে থাকা রাত, কবির সঙ্গী হবে আজো!
চারটি সিগারেট আর ছয়টি দেশালাইয়ের কাঠি
আর বুকে জোঁকের মতো বিঁধে থাকা সূর্য্য লুটের গান।

কবিরা বড় মিথ্যে বলে, মন ভুলায়
অন্যদের, নিজের তো বটেই।
কবিরা নির্লজ্জ,তাদের প্রতি নিক্ষিপ্ত গালি গালাজ
নিদারুন ব্যবহার হয় ছন্দে, নিমেষেই!

আমি ছন্দের ধার ধারি না!
দাড়ি কমায় আমার মাথা ব্যথা নাই।
গদ্য রুপী বাক্য গুলো এলোপাথারি ছড়িয়ে দেই
চুলোয় যাক, ধুকে মরুক!!
আমার কি?

বেওয়ারিশ বাক্য গুলো আর্তনাদ করে
হত্যা করা তো পাপ!
শ্বাসরোধে নিহত কবিতা গুলোর
অভিশাপ,আমি আজো বয়ে বেড়াই।


// অনেক আগের লেখা।যখন আমি সারারাত সিগারেট খেয়ে শেষ রাতে ঘুমাতে যেতাম।
ছবিটা ধার নিয়েছিলাম আমার এক ফেসবুক বন্ধুর প্রোফাইল থেকে।
সিগারেট ছেড়েছি তিন বছর পেরিয়ে গেছে। এখনও আর গভীর রাতে সিগারেট আর দেশলাই হাতড়ে বেড়াই না। বুকের ভেতর বিঁধে থাকা সূর্য লুটের জোঁক টা খসে পড়েছে , অবহেলায়।
তবে কবিতার অভিশাপ আজও আছে , থাকবে। বয়ে বেড়াতে হবে আজন্ম! //

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২১

পদাতিক চৌধুরি বলেছেন: বেশতো!! ক্ষতি কী।

কবিতা ভালো লাগলো।


শুভকামনা রইল

২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: "অভিশাপে ভয়ংকর কষ্ট পাচ্ছি।
মস্তিষ্ক আর মনন জরাগ্রস্থ।
কবিতার হিসেবে মিলাতে ছিন্ন ভিন্ন আজ কলম। "

ধন্যবাদ শুভকামনার জন্য।
কবিতা ভালো লেগেছে জানে ভালো লাগলো।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪

খায়রুল আহসান বলেছেন: প্রশ্বাস যেমন আপনা আপনি নির্গত হয়, কবিতাও তেমনি। কবিতাকে বের করে আনা যায় না। আর কবিতার নির্গমন পথে বাধার সৃষ্টি করলে, মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঠিক বলেছেন স্যার।
মস্তিষ্কে রক্তক্ষরণ কে ভয় পাই খুব।
ধন্যবাদ আপনাকে।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯

এ.এস বাশার বলেছেন: বেশতো চলুক এলোপাথাড়ি অবিরাম...
কবি হয়ে উঠুক ঐ পাড়ার সিদ্ধিরাম!
কবিতার ছন্দ নয় তেমন মন্দ-
কবিতায় কবির আসল প্রতিবিম্ব।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবিতায় কবির প্রতিবিম্ব খুঁজলে ভুল করবেন !! :)
কেমন আছেন ? ভালো থাকবেন আপনি। ধন্যবাদ

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

এ.এস বাশার বলেছেন: প্রতিবিম্ব বলতে আমি সময়/ পরিস্থিতি বুঝিয়েছি। প্রতিবিম্ব মানে ছায়া ... ছায়া যেমন সময় ও পরিস্থিতিতে ছোট বড় আকার ধারন করে তেমনি কবিরাও সময়/ পরিস্থিতির প্রেক্ষিতে কবিতা লেখেন। তাই কবির কবিতা সময় ও পরিস্থিতির ছায়া বা প্রতিবিম্ব।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার কথা ঠিক আছে। ++
আমি আসলে আমার কথা বলেছি। কবিতার অভিব্যক্তির সাথে ব্যক্তি 'আমি 'র খুব একটা মিল নাই।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

এ.এস বাশার বলেছেন: যে সময় লিখেছেন সে সময় তো ঐ রকমই ছিলেন তাই না। এখন হয়তো মিল নেই তাইতো।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হতে পারে। ভালো বলেছেন আপনি।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। অনুপ্রাণিত হলাম।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: তিন বছর ধরে সিগারেট ছাড়তে পেরেছেন এটাই বড় কথা।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সিগারেট ছাড়ার অনুভূতি খারাপ না।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

সাইন বোর্ড বলেছেন: কবিতার সাথে বেঁচে থাকা মন্দ না, তবে জীবনকেও সাথে রাখতে হবে ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো বলেছেন। ধন্যবাদ জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.