নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
দীপালি মাহাত ছিলেন এই পৃথিবীর নাগরিক। কি ভয়াবহ কথা , তার কোনো পুত্র সন্তান ছিল না!
একুশ শতকের এই ব্যর্থ মানুষ টি গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়লেন একদিন। বস্তুত , আমরা খুন করলাম তাকে ! মরার আগে চার মেয়েকে খুন করেন তিনি। শন পাপড়ি বিষ মিশিয়ে।
কবীর সুমন এই ঘটনাকে কেন্দ্র করে একটা গান রেকর্ড করেন।
গানটি "অনেক দিন পর" নামক অ্যালবাম এ 'ঝুলুন দীপালি মাহাত ' শিরোনামে ক্যাসেটবন্দী হয় ২০০৫ সালে।
ঝুলন দীপালি মাহাত
গাছের ডালেই গামছা
গলায় লাগানো ফাঁশটা কাদের
লজ্জার রোজনামচা?
চারটি মেয়ের বাপ
একটি ছেলেও নেই
ব্যর্থ আপনি, লোকে তো একটু
টিপ্পনী কাটবেই!
চার মেয়েকেই খুন
শন পাঁপড়িতে বিষ
মিশিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েই
হাত করে নিশপিশ!
চার কন্যার লাশ
গাছের পাশেই রাখা
এবারে দীপালি দেখছেন শুধু
তমাল তরুর শাখা!
চার মেয়ে এক মা
পুত্রভাগ্য কই?
একুশ শতক হলেও আমরা
টিপ্পনী কাটবোই!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মর্মান্তিক !!!
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
সনেট কবি বলেছেন: দুঃখ জনক
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মর্মান্তিক
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫
রাজীব নুর বলেছেন: বেশ লাগল।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: গানটা শুনেছেন কি ?
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৮
সুমন কর বলেছেন: কবীর সুমন মানেই অসাধারণ। উনির গান সব সময়ই শুনি এবং এটাও শুনেছি।
১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সেই ''তোমাকে চাই'' থেকেই সুমনের গান। ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪
মাহমুদুর রহমান বলেছেন: বড়ই বেদনাদায়ক।