| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
সকাল বেলা চায়ের কাপে
বৃথায় প্রেমের কাব্য ছাপে
দুপুর হতে একটু বাঁকি
রোদ চশমায় লজ্জা ঢাকি
তীব্র রোদে, গাছের তলে
উনুন জ্বলে,রান্না চলে।
বিকেল গড়ায়
সূর্য ডোবে
ডুবলো সেথায়
কিসের ক্ষোভে?
সন্ধ্যেবেলা ভীষণ একা
আকাশ জুড়ে তারার রেখা
রাত্রি নামে, আমার ঘামে
ভোরের বেলা ,আপন মনে
সূর্যটা দেয় উঁকি,
সবাই যে যার রাখলো কথা
তুমিই দিলে ফাঁকি!
 
০৬ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:২৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: তাই নাকি ??
অনেক ধন্যবাদ জানবেন
২| 
০৫ ই অক্টোবর, ২০১৮  রাত ১১:২৭
বাকপ্রবাস বলেছেন: সুন্দর। (শেষে দিকে ছন্দ একটু ছুটে গেছে।)
৩| 
০৫ ই অক্টোবর, ২০১৮  রাত ১১:৩১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কোথায়? ধরতে পারছি না
৪| 
০৫ ই অক্টোবর, ২০১৮  রাত ১১:৩৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সবাই যে যার রাখলো কথা
তুমিই দিলে ফাঁকি!
....................................................................................
না না না আমি ফাঁকি দেই নাই, 
এই যে আমি এসে গেছি । ++
..................................................................................... 
 
০৬ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:৩১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সবাই ফাঁকি দেয় না।  কেউ কেউ দেয়। ![]()
ধন্যবাদ আপনাকে
৫| 
০৫ ই অক্টোবর, ২০১৮  রাত ১১:৫৯
রাজীব নুর বলেছেন: একজন না একজনকে তো ফাঁকি দিতেই হয়।
 
০৬ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:৩২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এটাই হয়তো নিয়ম
৬| 
০৬ ই অক্টোবর, ২০১৮  রাত ১২:৩৯
বাকপ্রবাস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কোথায়? ধরতে পারছি না 
ঘামে - মনে, উকি - ফাকি এর অন্ত্যমিলটা হয়নি।
 
০৬ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:৩২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হুম ধরতে পারছি।
ধন্যবাদ আপনাকে
৭| 
০৬ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৪২
সনেট কবি বলেছেন: সুন্দর।
৮| 
০৭ ই অক্টোবর, ২০১৮  সকাল ৯:২০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় কবি।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৮  রাত ১১:২২
আকতার আর হোসাইন বলেছেন: বাহ, বেশতো...