নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
অসময় চলছে। কোথাও কোনো আনন্দ সংবাদ সেই। আশা নেই।স্বপ্নের পুকুরে জল নেই এতুটুকু।কনস্ট্রাকশন বুটের তলায় থেতলে যাচ্ছে ঘাসফুল।সবুজ নেই। স্বপ্নাতুর মনগুলো ছটফট করে ডানা ঝাপ্টানো আহত পাখির মতো।
তবুও এই আকালে ঘরের কোণের মোমবাতির আলো ছায়া খেলা দেখতে কেন জানি ভালো লাগে।
শেষ বিকেলে দিগন্ত জুড়ে লাল হলুদ আলোর খেলা , মনটা আনচান করতেই পারে।
এই আকালে পুরোনো দেয়ালের ফাটল গলিয়ে বট গাছের চারা স্বপ্ন হয়ে উঁকি দিতেই পারে।
এই আকালেও ভালো থাকে ইচ্ছে হয়। ভীষণ অসম্ভবে ভালোবাসতে ইচ্ছে হয়।
লেকের ধরে ক্লাস পালানো ডানপিটেটার মত।
কবীর সুমনের ' আবছায়াটাই লাগছে ভালো ' গানটা আমার ভীষণ প্রিয়।
'গানওলা' অ্যালবাম এ প্রকাশ পিয়েছিলো ১৯৯৪ সালে।
গান : আবছায়াটাই লাগছে ভালো
কথা , সুর ও কণ্ঠ : কবীর সুমন
অ্যালবাম : গানওলা (১৯৯৪)
এই যে দেখছি আবছায়াটাই লাগছে ভালো
ঘরের কোনে একটি মাত্র মোমের আলো
কার তাতে কি?
এই যে দেখছি সন্ধ্যে ছ’টায় আকাশ জোড়া
গড়ের মাঠে ছুটেছে রঙের পাগলা ঘোড়া
কার তাতে কি?
এই যে দেখছি কাগজ দিয়ে তৈরি ফুলে
পরাগরেণু আপনি জাগে তোমায় ছুঁলে
কার তাতে কি?
এই যে দেখছি আদ্যিকালের দেয়াল ফুঁড়ে
জংলা গাছের বাচ্চা খেলে হাত পা ছুড়ে
কার তাতে কি?
এই যে দেখছি ক্লাস পালিয়ে লেকের ধারে
ডানপিটেরা আজও ভালোবাসতে পারে
কার তাতে কি?
এই যে দেখেছি কারুর কারুর জ্যান্ত চোখে
ধান্ধাবাজির যুগেও অন্য স্বপ্ন ঢুকে
কার তাতে কি?
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
কার তাতে কি?
০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন এই অসম্ভবে।
২| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৪
মনিরা সুলতানা বলেছেন: তবুও এই আকালে ঘরের কোণের মোমবাতির আলো ছায়া খেলা দেখতে কেন জানি ভালো লাগে।
শেষ বিকেলে দিগন্ত জুড়ে লাল হলুদ আলোর খেলা , মনটা আনচান করতেই পারে।
এই অকালে পুরোনো দেয়ালের ফাটল গলিয়ে বট গাছের চারা স্বপ্ন হয়ে উঁকি দিতেই পারে।
চমৎকার !!!
০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই আকালেও ভালো থাকে ইচ্ছে হয়। ভীষণ অসম্ভবে ভালোবাসতে ইচ্ছে হয়।
ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন এই অসম্ভবে।
৩| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৪
রাজীব নুর বলেছেন: সুন্দর।
০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন এই অসম্ভবে।
৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৪১
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
* গানটি চমৎকার।
০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসাধারণ গান। ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৪
আল আমীন প্রিয় বলেছেন: ভালো লাগা ।