নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

অভিমানি কিংবা স্ব্প্নচারী

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৯

যে জীবন গুলো আমাকে অনবরত ভাবায় ,
আমার চারপাশের মানুষগুলো
অতি পরিচিত অথবা আমি নিজেই
নিজেই যখন বিলিয়ে দেই আমার লেখাই, আমার কবিতার খাতায়।
কি লিখলাম ওটা নিয়ে ভাবি না!

আমি জানি, যতো গুলো মানুষ আমাকে ভালোবাসে
অথবা ঘৃনা করে, অভিশাপ ছড়ায় প্রতিনিয়ত
তাদের জীবনের সামান্য অংশ তুলে আনবো আমার খাতায়।
আমার লেখায় নিজেকে ক্ষত বিক্ষত করেছি অনেকবার
আমি জানি,
রেল লাইনে মাথাগোজা মানুষ গুলো
আর্দ্রতা পাবেনা শীতল বাতাসে
শুধু তাদের সামান্য অনুভুতি
ক্রোধের আগুনে রক্তার্ত হবে আমার সফেদ দেয়াল
ভাষা গুলো বাক্য হয়ে ঝলসে উঠবে আমার খাতায়
অথবা সেই অভিমানি যুবক, স্বভাবচারিত স্ব্প্নচারী
অথবা আমি নিজে,
নিজেকেই যখন তছনছ করে
আবার নিজেকে গড়ার বৃথা চেষ্টা করি
আমার কবিতার পাতায় ।

হয়তো কোন একদিন আমার কবিতারা মিছিলে যাবে
ভালোবাসার কিংবা দ্রোহের!
হয়তো কোন একদিন কবিতা গুলো আমায় বলবে-
দেখো, তুমি হারনি!

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩১

মূর্খ বন মানুষ বলেছেন: হয়তো কোন একদিন কবিতা গুলো আমায় বলবে
দেখো, তুমি হারনি!


নিজের কাছেই হেরে যাওয়া জীবনের সবথেকে কঠিন আর যন্ত্রণার হার। তবে আমাদের কবি সাহেব এবার হারেনি এই কবিতা লিখে , কবিতা ভাল হয়েছে তাই জিতে গেলেন এবার।

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ব্লগে স্বাগতম। ভালো থাকবেন।
অনন্ত শুভকামনা। ব্লগ যাত্রা শুভ হোক।

২| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৯

বিজন রয় বলেছেন: যে জীবনগুলো আমাকে অনবরত ভাবাই,......... এখানে ভাবাই হবে না ভাবায় হবে?

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অবশ্যই ভাবায় হবে। :(

৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৯

বাকপ্রবাস বলেছেন: সুন্দর কবিতা। বেঁচে থাকুক জীবন কবিতার মাঝে।

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ । ভালো থাকুন।

৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৬

সনেট কবি বলেছেন: বেশ

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় । ভালো থাকবেন।

৫| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: হেরে গেছে পৃথিবী
জিতে গেছি তুমি আমি............

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হয়তো ....

ধন্যবাদ জানবেন।শুভকামনা রইলো।

৬| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। সুন্দর আপনার সাথী হোক।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩

খায়রুল আহসান বলেছেন: কী লিখলাম, সেটা নিয়ে ভাবিনা - সেটা না ভাবাই সংগত। কবির ভাবনা কারো নিকট দায়বদ্ধ নয়।
শেষের স্তবকটা খুব সুন্দর হয়েছে।
কবিতায় প্লাস + +

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো থাকবেন স্যার। অনেক ধন্যবাদ জানবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.