| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
 
আপনাদের সাথে কি দেখা হবে ?
ভেবে রেখেছিলাম কয়েকদিন আগেও
"হয়তো , অথবা , যদি , কিন্তু "
উপরের শব্দ গুলো থেকে নিস্তার পাইনা ইদানিং। 
সাদা আলোয় কালো ছায়ার মত আঁকড়ে ধরে আমায় 
ডানা ঝাপটায় জলায় আটকে থাকা পাখির মত ।
দেখা হলো না ,
শেষ মেশ হয়না !
অব্যক্ত আক্ষেপ নিয়ে বেড়ে উঠি প্রতিনিয়ত। 
স্ক্রিনশট : ব্লগার নাহিদ ০৯ 
 
২২ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:১১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পাইযে খুঁজে বাঁচার মানে ...
ভালো থাকবেন আপনি।
২| 
২২ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আক্ষপের পরও স্বপ্নটুকু জিইয়ে রেখে
স্বপ্নের দারুন সৌরভ ছড়িয়ে গেলেন 
 
অব্যক্ত ব্যক্ত হোক আক্ষেপ পূর্নতায় মিশে যাক 
 
++++
 
২২ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:১২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দেখা হবে ভেবেছিলাম। 
ভালো থাকবেন।  শুভকামনা আপনার জন্য।
৩| 
২২ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:৪১
খায়রুল আহসান বলেছেন: কবিতার শেষের তিনটে চরণ আমায় স্পর্শ করে গেলো। মনে হয়, অন্যদেরকেও করবে।
কবিতায় প্লাস + +
 
২২ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:১৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ স্যার। 
কয়েকদিন আগেও ভেবেছিলাম কবিতাটি অন্যভাবে শেষ করবো।
অতঃপর শেষের তিনলাইনেই আটকে গেলাম।  ![]()
আপনি ভালো থাকবেন।
৪| 
২২ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:৫৫
অব্যক্ত কাব্য বলেছেন: বইমেলা চলাকালীন সময় আরেকটি গেট টুগেদার আয়োজনের মাধ্যমে সে আক্ষেপ দূর করে নিন।
ভালো থাকুন।
শুভ কামনা
 
২২ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:১৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শেষমেশ হয় না।
 
তবুও শুভকামনা জানবেন।
৫| 
২২ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:০১
রাজীব নুর বলেছেন: দেখা হবে।
দেরী হোক, যায়নি সময়।
 
২২ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:১৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: "হয়তো , অথবা , যদি , কিন্তু "
তবুও এরই মাঝে  ছাদের টবে আপনি ফোটে ফুল।
৬| 
২২ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:০৫
হাবিব বলেছেন: আক্ষেপটা রয়েই গেল আমার.....
 
২২ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:২০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হয়তো দেখা হবে ..
ভালো থাকবেন। শুভকামনা।
৭| 
২২ শে ডিসেম্বর, ২০১৮  রাত ১০:১৯
প্রামানিক বলেছেন: আগামীতে আপনার এই আফসোস মিটে যাবে এই আশা রাখি।
 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  সকাল ৯:৫৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আশা রাখি।
আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৮| 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:৫৫
কাওসার চৌধুরী বলেছেন: 
আগামীতে আরো বড় আয়োজনে আপনার সাথে দেখা হবে নিশ্চয়ই।
 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:০৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এইবারই দেখা হতো 
শেষ পর্যন্ত হয়নি 
আগামীতে হবে , আশারাখি। 
ধন্যবাদ আপনাকে।  শুভকামনা।
৯| 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:৫৯
নীলপরি বলেছেন: খায়রুল আহসান স্যরের মতো আমারও কবিতার শেষের তিনটে চরণ ভালো লাগলো । 
শুভকামনা
 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:১০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ নীল পরী। 
শেষের লাইন তিনটি অন্যরকম হতে পারতো। 
শুভেচ্ছা নিন।
১০| 
২৪ শে ডিসেম্বর, ২০১৮  সকাল ৯:৩৭
অপু দ্যা গ্রেট বলেছেন: 
চায়ের আড্ডায় দাওয়াত রইল 
অব্যক্ত আক্ষেপ যতটূকু মুছা যায় ।
 
১৬ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৩:০৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আসছে ব্লগ ডে তে কি আপনি থাকছেন ?
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:৩৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দেখা হলো না ,
শেষ মেশ হয়না !
অব্যক্ত আক্ষেপ নিয়ে বেড়ে উঠি প্রতিনিয়ত।
................................................................
জীবন আর জীবিকার ফাঁদে পড়ে চলে এভাবেই নিরন্তন ।