নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
বাক্সটা ক্রমশ ছোট হচ্ছে
চার দেয়ালের জ্যামিতিক আঁকিবুকি
বিন্দু থেকে বিন্দুর সমান্তরাল মিলন
সহজ উপপাদ্য গুলো সরল থেকে জটিলের দিকে ধাবমান।
ক্রিমসন লেক'এ লাল সূর্য
লেমন ইয়োলোর হাত ধরে একফালি সজীবতা
জল রঙে কৃষ্ণচূড়া
আর অসাবধানতায় দূরের ধূসর পাহাড়।
সবই ঠিক ছিল
অসংলগ্ন পেন্সিলের অযাচিত দাগ মুছে দিতো
নন ডাস্ট ইরেজার!
লেখার পাতায় ফাঁকা গুলো বেঁচে নেই।
হাজারো কাটাকাটি , লেখার উপর লেখা
আর অস্পষ্ট অক্ষরগুলো
জীবনকে সন্দিহান করে তোলে ইদানিং।
স্বপ্নবাজ সৌরভ
০২.০১.১৯
কর্পোরেট ডেস্ক থেকে
ছবি : ইন্টারনেট থেকে
০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
২| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪২
বিজন রয় বলেছেন: কবিতাটি পড়ে বেশ আনমনা হলাম।
ভাল লেগেছে।
আপনার লেখা কিন্তু ভাল হয়।
০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
৩| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৯
জাহিদ অনিক বলেছেন:
বাহ খুব সুন্দর, কর্পোরেট ডেস্ক থেকে ক্রিমসন লেক; জীবনে নানা ধাপ
০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ক্রিমসন লেক বেঁচে থাকুক।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ রাজীব নূর ভাই।
অনেক ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫০
অবনি মণি বলেছেন: ভালো হয়েছে। পড়লাম।