নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
বন্ধু, তোকে বলেছিলাম-
চল, আমরা কবিতার বই বের করি!
তুই বললি ক্রেতা পাবি তো!
মিলন ইদানীং ঝাল মুড়ি বেচে না,
কলাতে নাকি অনেক বেশী লাভ!
খুচরো কাগজ গুলো দরকারী ছিল ওর একসময়,
আমাদের অবিক্রিত বই গুলোর বড় ক্রেতা হতে পারতো ও!
কিংবা ধর,
আমাদের ইনাম ভাই বাদাম বুট ছেড়ে রিক্সা ধরেছে।
আমরা কার আশায় বের করবো বল?-গুটি কয়েক উঁইপোকা ছাড়া!
তার চেয়ে একটা কাজ করি চল-
হৃদয়ের গহীনে কবিতা গুলোকে আটকে রাখি,
যখন ইচ্ছা হবে- কবিতা গুলোকে বের করে ফেলবো!
আর অন্যদের জন্য হৃদয়টা উন্মক্ত করে রাখবো ;
যখন ইচ্ছা-
পড়বে, কাটবে, ছিঁড়বে, থুথু দেবে!
রাজী আছিস্?
০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। ভাবছি বই ছাপাবো। উইপোকার জন্য। সিরিয়াসলি
২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৯
সাইন বোর্ড বলেছেন: তারপরও কবিরা না লিখে থাকতে পারেনা, ভাল লাগল অনুভূতির কথা ।
০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনুভূতিগুলো সমব্যাথীরা বুঝতে পারে। ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রথম বইয়ের নাম কিন্তু ঘুনপোকা।