নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

জল ফড়িং

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৭



ছবি : ইন্টারনেট থেকে

জল ফড়িং

শান্ত দুপুর
মাঝে মাঝে পাখিদের কলরব
চোখ দুটোকে আরো আড়ষ্ট করে তোলে।
ঘুম ঘুম চোখে পেরোয় সাত সমুদ্র , পেরোয় নদী।
আমি ঘুমাতে চাই না
কিছু দূরে আমাদের পুকুর
সেখানে মাছ খেলা করে ,
খেলা করে বাতাস
নুয়ে পরা গাছের ডালে
জলের তরঙ্গ !

বাড়ির পেছনের আম গাছে বাতাস ধাক্কা দেয়।
ঝিরিঝিরি শব্দে দুচোখ ভারী হয় আরো বেশি।
খানিক বাদে সূর্য হেলে পরবে খানিকটা পশ্চিমে
বদলে যাবে সূর্যের রং , আবছায়ারা বড় হবে।
জলাশয়ে বাড়বে ফড়িঙের আনাগোনা
পশ্চিম দিগন্তে আলোড়ন তুলে আমি ছুটে যাবো
এ প্রান্ত থেকে ওই প্রান্তে।

আমি ঘুমাতে চাইনা
আমি চাই পড়ন্ত বিকেল আমাকে ছুঁক।
বিকালের আলো মিশে যাক আমার শরীরে
ধান ক্ষেতের ধার ঘেঁষে ছুটন্ত কৈশোর
জলফড়িং , মাছ আর পাখিদের আলোকিত সম্ভারকে
সাথী করে সন্ধ্যার অপেক্ষায়।

অনতিবিলম্বে পেরিয়ে গেলো বেশ কয়েকটি
শীত অথবা হেমন্ত
ইংরেজি ক্যালেন্ডারের পাতা ,
বছরের পর বছর
বিকেলের পর বিকেল।
জলাশয়ে পানি নেই
মাছ , পানি আর ফড়িঙয়েরা বাড়িয়েছে দূরত্ব
নুয়ে পরা গাছকে নিয়ে বাতাস খেলে না আর ।
ধান ক্ষেত ,
জল ফড়িং
আর পাখিরা নিমেষেই হয়েছে মুঠোফোন বন্দী।
ছুটন্ত কৈশোর , বিকেলের মায়া রোদ
আর সন্ধ্যার আগমন
অন্য কারো অপেক্ষায় থাকে ইদানিং।


মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই । সহজ সরল সুন্দরের সাথী হোন।শুভ কামনা ।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫১

বাকপ্রবাস বলেছেন: দারুণ। আমাকে নিয়ে গেল আমার শৈশবে যেন, প্রকৃতির কাছে

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ বাকপ্রবাস ,
ইসস যদি সত্যি ই ফিরতে পারতাম।
ভালো থাকবেন আপনি।শুভকামনা।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

কথার ফুলঝুরি! বলেছেন: কবিতাটির লাইনগুলো কল্পনায় খুবই সুন্দর ।

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কল্পনার মত লিখতে পারিনি।
ধন্যবাদ আপনাকে ।মন্তব্য পেতে ভালো লাগে। প্রেরণা পাই ।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

মাহমুদুর রহমান বলেছেন: অসাধারন কবিতা।

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদুর ভাই ,
কল্পনা আরো বেশি সুন্দর।
ভালো থাকবেন অনেক।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩০

ইসিয়াক বলেছেন: সুন্দর

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ জানবেন।
ভালো থাকবেন।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪২

মনিরা সুলতানা বলেছেন: দারুণ একটা ছবি !
ছবির মতোই সবুজ অনুভব কবিতায় ও।

ভালোলাগা।

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপু ।অনেকদিনপর আপনাকে পেলাম। লেখার চেয়ে কল্পনা বেশী ভালো ছিল। লেখা কল্পনার মত হয়নি। ভালো থাকবেন আপনি।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৬

সাইন বোর্ড বলেছেন: বেশ অনুভবময়, পাঠকও হারিয়ে যেতে পারে কথার মাঝে ।

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বলেছেন: আপনার মন্তব্য আপ্লুত করলো।
ভালো থাকবেন। শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.