নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

হ্যাঁচচ্চো হাঁচি

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৪


ছবি: ইন্টারনেট


হ্যাঁচচ্চো হাঁচি

দু চার ফোঁটা বৃষ্টির জল
ঝরলো মাথার পড়ে
বৃষ্টি এখন সর্দি হয়ে
অঝোর ধারায় ঝরে!

মুখ খিঁচিয়ে নাক উঁচিয়ে
দিচ্ছি হ্যাঁচচ্চো হাঁচি
একটু পরেই আসবে বোধহয়
খকর খকর কাশি!

শরীর তো নয়, মোমের পুতুল
আলতো আঁচেই গলে
আমি তবু থাকতে রাজি
রোগ জীবাণুর দলে!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:
আহা বড়ই বজ্জাত
বেটা হ্যচ্চো হাঁচি
ক'দিন আগে ভুগিয়ে গেল
ছাড়'মা কেঁদে বাঁচি!

লেবুর রস আর মধু খান
গরম পানির সাথে
কালিজিরা ভর্তা করে
গরম গরম ভাতে!

ঘুমটা যদি হয় জম্পেস
ঠান্ডা পালায় দূরে
হোক নিরাময় জলদি
দোয়া রইল হৃদয় জুড়ে।।

০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার পোষ্টের চেয়ে মন্তব্য ভালো ছিল !! +++
মন্তব্যের জোরে সুস্থ অনুভব করছি। ধন্যবাদ জানবেন।
মন্ত্যবে অনুপ্রেরণা বিদ্যমান !

২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৯

হাবিব বলেছেন:





হাঁচি কাশি যতই দাও
রোগ জীবানু কাছে নাও
বাড়বে অসুখ তাতে.....

দিন থাকতে গরম কাপড়
গায়ে লাগাও জ্যাকেট চাঁদর
সরিষা তেল হাতে!

০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কি লিখলেন স্যার !
ছন্দের এমবিবিএস ডাক্তার আপনি।
রুগী সুস্থ আছে।
ধন্যবাদ জানবেন।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০১

নীলপরি বলেছেন: হাঁচি খুবই বিরক্তিকর । ভালো লিখেছেন ।

০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার হাঁচি খুব ভয়ঙ্কর ! সারা ফ্ল্যাট কেঁপে উঠে।
ধনবাদ নীলপরি। ঠান্ডা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.