নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত কবিতা

০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭


ছবি : ইন্টারনেট


অসমাপ্ত কবিতা

প্রথমে ভোঁতা ছুরি বিদ্ধ করা হবে সরাসরি বুকে
আটকে থাকবে হৃদপিণ্ডে
শুনেছি ওখানে নাকি হৃদয় থাকে !
এরপর পোঁচ দেয়া হবে গলায়
কণ্ঠনালীতে , ফিনকি দিয়ে ছিটকে বের হবে রক্ত
ভয়ার্ত রক্ত , নীল রক্ত।

খুঁচিয়ে খুঁচিয়ে থেতলে দেয়া হবে অক্ষিকোটর
বের করে নেয়া হবে চোখ
স্বপ্নতুর চোখ, যে চোখ নাকি স্বপ্ন দেখতো!
ফালি কাঠ দিয়ে সজোরে আঘাত করা হবে
মাথার পেছনে , মননে ,
চিন্তায়।
নিমেষেই ছিটকে পড়বে
মগজ।
দলা দলা মগজ
জমাট মগজ
সাদা মগজ।

হৃদপিন্ড, ভয়ার্ত রক্ত , থেঁতো চোখ
আর জমাট মগজের মিশ্রণ
চড়িয়ে দেয়া হবে উনুনে।
নিচে জ্বলবে আগুন
টগবগিয়ে ফুটবে
ঘন হবে ,গন্ধ ছড়াবে।
আমি সেই আগুনে খুঁজতে থাকবো
নিদারুন কোনো পংক্তিমালা
অসমাপ্ত কবিতার রসদ।

===============
কর্পোরেট ডেস্ক থেকে.....
স্বপ্নবাজ সৌরভ

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৪

হাবিব বলেছেন:





অসমাপ্ত কবিতারা কবে পূর্ণ হবে?
কোন সে মহান সুদিন থেকে তাকে পাওয়া যাবে??

০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হবে হয়তো একদিন। হয়তো একদিন।
ধন্যবাদ স্যার। ভালো থাকবেন।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২১

কবির নাঈম দোদুল বলেছেন: আমাদের গলায় যে পাশ্চাত্যের দড়ি ঝুলিয়ে প্রফেশনালিজম শেখানো হয়, যে প্রক্রিয়ার ভেতর দিয়ে এসে আমরা করপোরেট ব্যক্তিত্ব হয়, সে শিক্ষাব্যবস্থার ইতি কবে হবে???

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রাচীরের মধ্যে আরেকটি ইট :(

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৮

মিথী_মারজান বলেছেন: কর্পোরেট ডেস্ক থেকে পারফেক্ট একটা কবিতা লিখেছেন স্বপ্নবাজ সাহেব।:)

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ মিথী আপু,
নতুন কিছু লেখার রসদ দরকার।
হোক ফুটন্ত মগজ , গলন্ত চোখ !! :)

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
আমার মন্তব্যের জন্য অপেক্ষা করি।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৯

সেলিম আনোয়ার বলেছেন: বিপ্লবী কবিতা।।

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হৃদপিন্ড , মগজ , মননে কাটাছেড়া চলছে।
ধন্যবাদ জানবেন আপনি। শুভকামনা।

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫০

সাইন বোর্ড বলেছেন: অনবদ্য লাগল ।

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ সাইন বোর্ড।
সকালটা শুভ হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.