নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
ব্লগে আমার ৭ বছর ৩ মাস চলছে। এর মধ্যে ৪ বছর ছিলাম নিবার্সনে। ০২ রা অক্টোবর, ২০১১ রাত ১০:২৭ আমার প্রথম পোস্ট ছিল কবিতার অভিশাপ।
যে প্রচন্ড উদ্দীপনা নেই ব্লগে প্রবেশ করেছিলাম সেই মোতাবেক অগ্রসর হতে পারিনি। তারই ফল স্বরূপ ব্লগে পোস্ট করেছি ১০৩ টি এর মধ্যে ৪০ ভাগই রিপোস্ট ( বেশিও হতে পারে ), মন্তব্য করেছি মাত্র ৭৪৫ টি। ব্লগে বিচরণ থাকলেও মন্তব্য করা হয়নি। ইচ্ছা থাকলেও উপায়ের ঘাটতি ছিল।মন্তব্য করার তুলনায় মন্তব্য পেয়েছি বেশি ৯৯০ টি !
মন্তব্য পেতে ভালো লাগে বেশ।
নির্বাসন থেকে ফিরে পোস্ট করলাম সবুজ সিগন্যাল ---- ( আমার স্কুল , আমার ছেলেবেলা, স্মৃতি ও অন্যান্য) । যেটা আমাদের স্কুলের শতবর্ষ এর জন্য ছাপা হয়েছিল স্যুভেনির এ।
ব্লগে ফিরে এসে অনেককেই পেলাম না। অনেকে চিরতরে চলে গেলেন। অনেক কে খুজলাম খুব। অনেককে আবার পেলাম। নতুন কাউকে পেলাম যাদের জন্যই কর্পোরেট ডেস্ক থেকে ব্লগে ঢু মারতে ইচ্ছে হয়। প্রতিদিন কিছু না কিছু লিখতে ইচ্ছে হয়। ভাবতে ভালো লাগে লিখতে ভালো লাগে।
উপলদ্ধি করি এই সামু পরিবার , এই পরিবারের মানুষ গুলো আরো একটা ভালোবাসার নাম। আরো একটা ভালোবাসা আমি বাসাতে রেখে আসি। প্রতিদিন যখন অফিস থেকে বাসায় ফিরি , দরজা খুলে বলে - "তোমার মন এতো খারাপ কেন ?" মনের মধ্যে আলোড়ন জাগে !
"জানি কিসের টানে মানুষ পাই যে খুঁজে বাঁচার মানে !!"
২০১৪ সালের পরের থেকে ফেসবুক , খাতা কিংবা কোনোখানে নতুন কিছুই লেখিনি। যে গুলো মাথায় ছিল সেটাও হারিয়ে ফেললাম। মজার ব্যাপার হলো। ফেসবুক আসার পরে আমি কোনো লেখাই আর খাতায় লিপিবদ্ধ করিনি।সরাসরি টাইপ করে পোস্ট করেছি। ব্লগেও তাই।
এতদিনে হারিয়ে ফেলেছি পুরোনো কবিতার খাতা , খচরা লেখা , মাথার মধ্যে জন্মানো পংক্তিমালা। প্রসব বেদনায় অপমৃত্যু হয়েছে কত কাব্যের। হিসাব রাখিনি না। মাথার মধ্যে প্রচন্ড ঘুরপাক খায় অনবরত। অভিশাপ দিতে থাকে।
ইদানিং নতুন করে ভাবতে চাই। ইচ্ছে করে আসলে। খুব ইচ্ছে করে আমার মাথার কাছে আমার হাবিজাবি লেখা কবিতার একটা বই থাকুক।ঘুমোনোর আগে চোখ বুলিয়ে নেবো। ঘুমিয়ে যাবো। একদিন হয়তো গভীর ঘুমে।
প্রচন্ড স্মৃতিকাতর আমি। পুরোনো স্মৃতি নিয়ে কাতরায় খুব।
পুকুরপাড়, বাড়ির পাশে আমগাছ , ছিপ , ইমরান খান লেখা ক্রিকেট ব্যাট , রাশিয়ান বইগুলো পিছু ছাড়ে না কোনোভাবেই।
চেনা রাস্তা , চেনা হাঁক দিয়ে ডেকে যাওয়া অভিমানী আইসক্রিমওয়ালা।
কোনো সব কিছুই লেপ্টে থাকে স্মৃতিতে।
আজ বেশি কিছু বলবো না। মাঝে মাঝে যখন খুব খারাপ লাগে তখন কিছু বলতে ইচ্ছে হয়।
মাঝে মাঝে চোখ ঝাপসা হয়ে ওঠে। সেই ঝাপসা চোখে আমি আমার শহর দেখি।
নিয়ন আলোর শহর , বড় বেশি আবেগময়।
০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ স্যার ,
সামুতে বট গাছ মানি আপনাকে।
ভালো থাকবেন। দোয়া রইলো।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: ব্লগে লিখুন। আমিও অনিয়মিত ব্লগার, মাঝেমধ্যে লিখি।
ফেইসবুকের চাইতে সামুর ব্লগাররা অনেক অনেক বেশি আন্তরিক। কিছু লিখলে ঘটনমূলক আলোচনা -সমালোচনা, উৎসাহ দিতে ব্লগাররা কৃপণতা করেন না।
শুভকামনা...
১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ২০১৮ থেকে নিয়মিত হওয়ার চেষ্টা করছি। নির্বাসনে যাবার ইচ্ছে নেই। আপনাদের শুভকামনায় এগুতে চাই।
ভালো থাকবেন। শুভকামনা রইলো।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭
আর্কিওপটেরিক্স বলেছেন: অভিনন্দন
লিখুন মনের মতো...
১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সব হবে আশা রাখি !!
ধন্যবাদ জানবেন। আপনার জন্য শুভকামনা।
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬
হাবিব বলেছেন: আপনার বাকি দিনগুলো সুন্দর হোক দোয়া করি.......
১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ হাবিব স্যার ,
আমার শুভকামনা আপনার সাথে থাকবে।
ভালো থাকবেন।
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫১
মনিরা সুলতানা বলেছেন: বাহ !
ব্লগিং এ আপনি আমি বেশ কাছাকাছি - তবে আপনার পোস্ট অনেক বেশি। আমি মূলত পড়ুয়া ! লেখার চাইতে পড়তে অধিক ভালোবাসি । ভালোলাগলো আপনার খতিয়ান।
এ পরিবারের সাথেই থাকুন! নিয়ন আলো দেখা ঝাপসা চোখের মায়ায় আমাদের কে ও রাখুন!
অভিনন্দন ও শুভ কামনা।
১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমিও কিন্তু পড়ুয়া। ব্লগে সময় করে প্রায় সবার লেখা পড়তে চেষ্টা করি।
মন্তব্য করা হয়না ঠিক মত।
নিয়ন আলোর আবেগ সামুর মানুষ গুলো হাতছানি নেয় সবসময়।
ভালো থাকবেন আপনি। অনেক ধন্যবাদ আপনাকে।
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিনন্দন ভায়া
আবার ফিরুত সে আবেগ
আবার উঠুক ঝড়
হৃদয়ের সব না বলা কথারা
অবরোধ করুক মনের ঘর!
হারিয়ে যাওয়া অব্যক্ত আবেগেরা
নার্গিস হয়ে নিম্মচাপে উত্তল করুক ভাবনার সমুদ্র
আছড়ে পড়ুক প্রথম ছোঁয়ার আবেগে
প্রথম অনুভবের তীব্রতা লয়ে
সামুর পাতায় ফোটা ফোটায় কি ষ্ট্রোকে
ফুটে উঠুক -নতুন নতুন চিত্রলেখ্য!
বাস্তব জীবনের মতোই সামুর পরিবার। কেউ হারায়, কেউ নতুন আসে
জীবনের শোক, কষ্ট সব সয়ে আবার যেমন জীবনের মালাগাথি
তেমনি -
নতুন বছরে গাথুন নতুন মালা জীবনের জয়গানে
++++++
১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ভেবেছিস শুধু তুই ই পারিস?
আমিও পারি!
একল পলকে উড়াই আমার স্বপ্নঘুড়ি,
ভেবেছি তুই একাই পারিস?
ভয় যদি পাশ, এবার আমার হাত ধরিস্।
ভাবছিস তুই স্বপ্নগুলি তোর মত?
ভাবছিস তুই কাব্য খেলায় একাই রত,
তোর মত কাব্য নিয়ে আমিও খেলি
অন্ধকারে তোর খোঁজে দু চোখ মেলি
তোর দেয়া কবিতাগুলো যত্নে আছে,
চুপটি করে ঘুমের ঘোরে বুকের মাঝে!
ভাবছিস বুঝি কবিতাখাতা উঁইয়ের খাবার?
বলছি তোকে সময় এখন
তোকে নিয়ে যুদ্ধে যাওয়ার!!
লেখাটা হয়তো আপনার জন্য লিখতে চেয়েছিলাম কোন এক সময়। আপনার মন্তব্যে আপ্লুত হলাম। ভালো থাকবেন প্রিয়।
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৩
অবনি মণি বলেছেন: আপনি ফিরে আসুন ; মন ফিরবেই ; লেখাও আসবে....
১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ প্রেরণাদায়ী মন্তব্যের জন্য।
আপনি ভালো থাকবেন। শুভকামনা জানবেন।
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮
রাজীব নুর বলেছেন: ৪ বছর নিরুদ্দেশ থেকে অন্যায় করেছেন।
খবরদার আর নিরুদ্দেশ হবেন না। প্লীজ।
১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার ইচ্ছের রং আকাশ ছুঁয়ে যাক।
অসম্ভব ভালো থাকবেন আপনি।
অন্যায়ের শাস্তিতে দণ্ডিত হলাম। আমৃত্যু ব্লগিং .....
৯| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০১
আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ ,
মাঝে মাঝে স্মৃতিগুলো পিছু ছাড়েনা কিছুতেই, বড্ড এলোমেলো করে দিয়ে যায়!
ব্লগে আপনার সাত বছর তিন মাসের টুকরো টুকরো স্মৃতিগুলোও আপনাকে যেন ছাড়ছেনা কিছুতেই। তাই তো এমন একটি পোস্ট এলো।
ব্লগে সরাসরি না লিখে ওয়ার্ডে লিখুন। ওটাই হবে আপনার ডিজিটাল ডায়েরী। আপনার কবিতার খাতা। ইচ্ছে মতো সাজাতে পারবেন তা। তারপরে ব্লগে পোস্ট করুন।
ব্লগেই হাসুন, ব্লগেই কাঁদুন। ব্লগেই স্বপ্ন দেখুন , ব্লগেই স্বপ্ন বুনুন।
শুভেচ্ছান্তে।
১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কোনো এক আসরে আপনাকে পেতে চাই
পাশাপাশি বসে দু একটা কথা বলে চাই
আপনার সাথে দু এক মিনিটের সেই স্মৃতিটা লিপিবদ্ধ হোক মস্তিস্কে , মননে , বুকের বামপাশে।
ভালো থাকবেন শ্রদ্ধেয়। অনেক ভালো থাকেবন।
১০| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৪
নজসু বলেছেন:
অভিনন্দন ভাই।
১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
শুভকামনা রইলো আপনার জন্য। ব্লগিং শুভ হোক .... সুন্দর হোক।
১১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫২
মাহমুদুর রহমান বলেছেন: নয় নং মন্তব্যের সঙ্গে সহমত হয়ে আপনাকে সংবিধানের এত ধারা অনুযায়ী, ব্লগিং করার জন্য আমৃত্যু দন্ডিত করা হল।আর এটা জানার পর আপনার অনুভূতি কি?
১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অন্যায়ের শাস্তিতে দণ্ডিত হলাম। আমৃত্যু ব্লগিং .....
শুভকামনা আপনার জন্য। ভালো থাকবেন।
১২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৯
সুমন কর বলেছেন: শেষের কথাগুলো খুব সুন্দর। নিয়মিত হয়ে যান.....
১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
নিয়মিত হতে চাই আমি ।
ভালো থাকবেন। শুভকামনা
১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ জানবেন। অফুন্ত শুভেচ্ছা। ভালো থাকবেন।
১৪| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ফিরে আসুন স্বরূপে।
১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ফেলে হেরে যাওয়ার জ্বালাটা ফিরে আসবো
খুলে মনের জানালাটা আবার আসবো !!
ধন্যবাদ আপনাকে।
১৫| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০০
শিখা রহমান বলেছেন: অভিনন্দন!! ব্লগে আপনার পথচলা সুন্দর হোক। আশা করছি আপনি নিয়মিত হবেন ও পোস্ট দিয়ে ব্লগকে সমৃদ্ধ করবেন।
ভালো থাকুন সবসময়। শুভকামনা নিরন্তর!!
১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন।
নিয়মিত হবো। ফিরবো। সাথেই থাকব।
আপনার জন্য শুভকামনা। আপনার কবিতারা বেঁচে থাকুক , অসম্ভব এ অসময়ে !
১৬| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৭
আখেনাটেন বলেছেন: চমৎকারভাবে নিজের সামুরীয় অনুভূতি প্রকাশ করেছেন।
আশা করি এরপর থেকে নিয়মিত হয়ে আমাদের নানামুখি লেখার স্বাদ যোগাবেন। এই সামান্য লেখায় মনে হচ্ছে আপনার লেখার হাতও বেশ মসৃন ও পোক্ত।
শুভকামনা নিরন্তর নতুন লেখার জন্য।
১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনাকে পেয়ে ভালো লাগলো।
নিয়মিত কিছু না কিছু লেখার চেষ্টা থাকবে।
ভালো থাকবেন আপনি।
১৭| ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার নয়া ইনিংসে শুভেচ্ছা রইল । তবে শুধুই রি পোষ্ট নয় সঙ্গে আরও নতুন নতুন পোস্ট দিন এবং আমাদেরকে ঋদ্ধ করুন।
ভালোবাসা সতত।
১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: রি পোস্ট হচ্ছে নেট প্র্যাকটিস !
নতুন পোস্ট দিতে থাকবো। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন আপনি।
১৮| ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭
স্রাঞ্জি সে বলেছেন:
লেইট কমেন্ট করে পেলতেছি ভাইয়া। অভিনন্দন সাতটি বছর পার করে তিন মাসে পা দেওয়ায়। আরে আপনি দেখি বিলুপ্ত প্রজাতির মধ্যে পড়ে যাচ্ছেন। না না না। নিয়মিত হবেন। লিখুন। সামুকে সমৃদ্ধ করুন।
শুভকামনা। যুগ যুগ জিউক আপানার পথ চলা সামুর অলিগলিতে।
১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আপনাদের অনুপ্রেরণায় অগ্রসর হচ্ছি।
অফুরন্ত শুভকামনা। ভালো থাকবেন।
১৯| ১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩২
সামু পাগলা০০৭ বলেছেন: আপনার পোস্ট যতটা মুগ্ধতা নিয়ে পড়লাম, প্রতিমন্তব্যগুলোও ততটাই মুগ্ধ হয়ে পড়লাম। আপনার কথাগুলো ছন্দে ছন্দে সুরের তালে বয়ে যায়। ভালো লাগে পড়তে!
মনের গহীনের অগোছালো কথামালায় প্লাস.....
১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার মন্তব্য বেশ কয়েকবার পড়লাম।
যুতসই কোন প্রতিউত্তর পাচ্ছি না।
মনের গহীনের অগোছালো কথামালায় নিখাদ শুভকামনা ছাড়া ।
ভালো থাকবেন আপনি। অনেক ধন্যবাদ ।
২০| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৫
ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো।ধন্যবাদ
১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার শুভকামনা আশাকরি সাথেই থাকবে। শুভেচ্ছা নিন।ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৯
চাঁদগাজী বলেছেন:
অভিনন্দন।
লিখুন, নিজের অভিজ্ঞতা থেকে লিখুন।