নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
তিনটি মোমবাতি জ্বলছে
দরোজার ওপাশে ছায়া
এপাশে প্রজ্বল্যমান মোমবাতি
বাতাসে মৃদু কম্পমান অগ্নি শিখা
নিভতে নিভতে দারুন তোড়ে জ্বলে উঠে বারবার।
প্রাগৈতিহাসিক উপমা , নভস্থল থেকে আগত বার্তা
প্রাচীন প্রস্তর যুগ থেকে নিওলিথিক
দরজার ওপাশের অশরীরী ছায়া
বরাবরের মত দাঁড়িয়ে ,
প্রবেশের অপেক্ষায়।
তিনটে মোমবাতি
ত্রিভুজ হয়ে জ্বলছে
দোদুল্যমান শিখা আভা ছড়ায়
অন্ধকার ভেদ করা রক্তাক্ত সূর্যের আলো
কিছুক্ষনের মধ্যে আছড়ে পড়বে পৃথিবীতে।
দরজার ওপাশে অশরীরী ছায়া
দোদুল্যমান মোমবাতি
রক্তাক্ত সূর্যের আলো
অন্ধকারভেদ করে আলোর চিল
কিসের বার্তা শোনায় ?
ছবি : ইন্টারনেট
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার ভালোলাগা আমার অনুপ্রেরণা হয়ে রইলো।
অন্ধকার চিরে আলোর ছিল আসবেই। ঐতো দেখা যায়।
ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৫
সাইন বোর্ড বলেছেন: গভীর ভাবনা, পাঠককে চিন্তার খোরাক যোগায়...
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ সাইন বোর্ড। ভালো থাকুক আপনার লেখা আমার প্রিয় কবিতা গুলো।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
মাহমুদুর রহমান বলেছেন: অসম্ভব সুন্দর ভাবনার প্রকাশ ঘটেছে কবিতার প্রতিটি চরনে চরনে।
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শুভেচ্ছা জানবেন , উনিশ শতকের শেষ দশকে জন্ম নেয়া মানুষ।
শুভকামনা নিরন্তর।
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৮
ইসিয়াক বলেছেন: অসাধারণ।ধন্যবাদ
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। আপনার ছন্দকবিতা মুখস্ত করছি
বাচ্চাদের শোনাবো। ( বাচ্চা হলে )
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: গভীর ভাবনা কাব্যে ভাললাগা!
স্বপ্ন, শংকা আর আশার প্রদীপ ডেকে আনুক আলো
দূর হয়ে যাক অন্ধকার!
মুক্তির সাথে রক্তের বুঝি আত্মীয়ত গভীর
তাইতো মুক্তির সূর্য রক্ত রাঙা হয়
++++
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মুক্তির সূর্য লাল
ভোরের সূর্যও লাল
ভোর মানেই মুক্তি, সম্ভবত।
ভালো থাকবেন প্রিয়।
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৯
রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে কাকতালীয় ব্যাপার ঘটে বলেই আমাদের এই জীবন এবং পৃথিবী এত মজার ।
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো বলছেন রাজীব ভাই।
কাকতালীয়ভাবে হলেও ভোর হবেই।
শুভকামনা জানবেন। ভালো থাকবেন।
ইচ্ছের নীল রং আকাশ ছুঁয়ে যাক !
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫১
নজসু বলেছেন:
অন্ধকার চিঁড়ে আলোর যে আভা আসে
সে আলো হোক শুভ সংবাদের।
অশুভকে পরাজিত করে আলোয় আলোকিত হোক মন প্রাণ।
ফুল ফুটুক উচ্ছ্বাসের।
ভালো লাগা রেখে গেলাম।