নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

আম আদমি কে লিয়ে

১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৬




আম আদমি কে লিয়ে


কয়েক যুগ আগে একখান কবিতা লিখেছিলি
'আম আদমি কে লিয়ে '।
কবিতাটি পাঠ হলো বহুবার
ছাপা হলো এখানে ওখানে
মাউথ স্পিকারে তুবড়ি ছোটালো
উঠতি আবৃতিকার।
প্রেমে পড়লো রম্ভা উর্বশী কিংবা একালের ঐশ্বরিয়ারা।

কিছু সংখ্যক 'আম আদমি ', আম থেকে বট হয়ে
ছড়িয়ে দিয়েছে সুবিশাল শাখা,
সেই ছত্রছায়ায় হাজার হাজার শূকর, কুকুর প্রমোদলীলায় রত হয় , পা চাটে !

কিন্তু দেখ , তুই কিংবা আমি
'আম -ই ' রয়ে গেলাম
যাদের নিয়ে তুই লিখেছিলি!



স্বপ্নবাজ সৌরভ
কর্পোরেট ডেস্ক থেকে
১৬.০১.১৯




ছবি : ইন্টারনেট

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পা চাটতে থাকা শকুন কুকুর'রা সবসময়ই ভালো থাকে ভাই,
যারা পা চাটতে জানেনা তাদের কপাল আমার মতই জ্যোস হয়ে শেষ হয়ে যায় হুট করে।

ভালো লাগলো ভাই, দারুণ কথামালা

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন নয়ন ভাই। লেখা ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক ভালো থাকবেন এই পা চাটা সময়ে।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৭

হাবিব বলেছেন: ভালো লাগলো, কবিতায় ++

১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ জানবেন হাবিব ভাই । শুভেচ্ছা।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৮

রাজীব নুর বলেছেন: আম আদমি কে লিয়ে বাংলায় হবে সাধারন জনগনের জন্য?

১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: জ্বী ভাই। বাংলায় হবে সাধারন জনগনের জন্য।
"আম আদমি কে লিয়ে" একটা কবিতা। আমার বন্ধুর লেখা কবিতা।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

eajulhas বলেছেন: বহুত আচ্ছা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। শুভকামনা।

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৮

সাইন বোর্ড বলেছেন: চমৎকার লিখেছেন !

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.