নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

তৃষাতুর

১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২০


ভীষন গভীরে -(রাজীব নুর ) প্রিয় রাজীব ভাইয়ের কবিতার প্রেক্ষিতে সামান্য ভাবনা।


তৃষাতুর

এখন কবিতা সমীচীন নয়
এই অসময়ে কবিতারা সব
ধু ধু প্রান্তর পেরিয়ে গিয়েছি
শ্যামল বনাঞ্চলে, সবুজের খোঁজে ।

সমস্ত ছন্দেরা এই মুহূর্তে
তৃষাতুর চাতকের ন্যায়
বৃষ্টির খোঁজে
বুক চাপড়াবে আর অভিশাপ দেবে কবিদের ।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৯

মাহমুদুর রহমান বলেছেন: সুবোধ, কবে হবে ভোর?

১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো ?

২| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১২

আখেনাটেন বলেছেন: এ কি বললেন, কবিদের অভিশাপ দেবে? মহাকবি হওয়ার সাধে আমি কেবল কবিতা লেখা শুরু করলুম আর কিনা শাপ শাপান্ত শুরু হল। :((

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩২

ইসিয়াক বলেছেন: আমি যে কবি..............।
বিধাতা আমাকে দিয়েছে কেবলি লেখনি লেখার ক্ষমতা
হত দরিদ্র আমি নিজেই পাইনা খেতে দুমুঠো ভাত.....ঠিক মতো
কোন কালে শুনেছে কে কবে কবিতা লিখে ধন সম্পদের অধিকারী হওয়া যায়
আমি শুধু পারি সমবেদনা জানাতে ,আর.....''সবার ঊপর মানুষ সত্য তাহার উপর নাই''
এই মন্তে দীক্ষিত হয়ে
মানবতার পক্ষে দাড়াতে
মানুষের বিবেক বোধ জাগাতে....তোমাদের চেতনা জাগাতে
সেটুকু কেড়ে নিও না
আমাকে দিওনা অভিশাপ..।চাই না আর্শিবাদ
চাই শুধু তোমাদের অকৃত্রিম ভালবাসা।।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:২৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
সব ঠিক আছে। শুধু একটা প্রশ্ন ছিল কবিতায়। কবিতা লিখে লাভ কি?

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:২৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
সব ঠিক আছে। শুধু একটা প্রশ্ন ছিল কবিতায়। কবিতা লিখে লাভ কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.