নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

এক কাপ কবিতা

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৪৬



অলস সময়
মনিটরে চোখ রেখে
দু আঙ্গুলের ফাঁকে অনবরত ঘূর্ণায়মান জেল পেন।

এক্সেল শীটের হিসেব মেলাতে ছটফট করে আমার
কর্পোরেট সময়
অবহেলিত এককাপ রং চা
পড়ে আছে ডেস্কের বাম পাশে ,
অবহেলিত হৃদয়ের মত চায়ের কাপ অনবরত
অভিমান জমা করে।

চায়ে কাপে আপাতত মন নেই
দু আঙ্গুলের ফাঁকে ঘূর্ণায়মান কলম প্রসব করতে চায় কবিতা ।

ছন্দের হিসেব মেলেনা
শব্দ গুলো বড় বেশী নাছোড়বান্দা
আর মাথার মধ্যে
জটলা পাকায়
কর্পোরেট হিসেব!

অভিমানী এককাপ রং চা অভিশাপ দেয়!

আপাতত চা নয়,
ছন্দ শব্দ আর আবেগ মেশানো গাঢ় এককাপ
কবিতার প্রয়োজন।
হবে নাকি এক কাপ কবিতা?

___________
স্বপ্নবাজ সৌরভ
কর্পোরেট ডেস্ক থেকে

ছবিঃ ইন্টারনেট

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ, কাব্যরসে ভরপুর কবিতা, মুগ্ধ হলাম কথামালায়।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সুপ্রভাত নয়ন ভাই ,
এক কাপ সুতীব্র কবিতা আপনার জন্য।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:০৬

এম এ কাশেম বলেছেন: এক কাপ চায়ের সাথে এক প্লেইট কবিতা হোক।

শুভ কামনা কবি।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শুভসকাল !
এক কাপ চায়ের সাথে এক প্লেট মচমচে কবিতা আপনার নাস্তায়।
ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। শুভ কামনা ।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:১৪

বলেছেন: এক কাপ কবিতার বাহারি রঙ্গিন ব্র্যান্ডের কবিতার উৎসব হোক।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সুপ্রভাত লতিফ ভাই।
রঙ্গিন ব্র্যান্ডের কবিতার উৎসব -- মন্দ বলেননি !
এই সকালে এক কাপ কবিতা আপনাকে দিতে পারি।
শব্দ , বাক্য , আবেগ গুলো একটু নেড়ে নিয়েন ঠিক মতো। আশা করি খারাপ লাগবে না। :)

ধন্যবাদ আপনাকে।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
প্রানবন্ত।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কর্পোরেট পিঁপড়েরা চিনির দানা নিয়ে সরে পরার আগেই আপনার টেবিলে পৌঁছে যাক প্রানবন্ত এক কাপ কবিতা।

শুভ সকাল রাজীব ভাই। ভালো থাকবেন।

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১২

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনন্য।।শুভকামনা।।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ ভাই। শুভ সকাল।
ধোঁয়া ওঠা কবিতার কাপে শুরু হোক আপনার সকাল।

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৫

রাফা বলেছেন: চা নয় কফির স্বাধে কবিতা দরকার ।

কবিতা , যদি ভাবনা না জাগায় তা'হলে স্বার্থকতা কোথায় ?

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবিতা , যদি ভাবনা না জাগায় তা'হলে স্বার্থকতা কোথায় ?

চমৎকার বলেছেন।

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
চা নিয়ে দারুণ কবিতা।

২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চা নয়,
ছন্দ শব্দ আর আবেগ মেশানো গাঢ় এককাপ
কবিতার প্রয়োজন। :)

একটা কবিতা দিন ভাই। এককাপ কবিতা চাই।

ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৩

অলিভিয়া আভা বলেছেন: আচ্ছা বেশ তবে এক কাপ কবিতা যদি পেয়ে যান, আমাদেরকেও বলে দিবেন প্লিজ কবিতার রেসিপি।
শুভেচ্ছা। ভালো থাকুন

২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: রেসিপি আমি খুজছি। পেলে জানাবো। আমারও চেখে দেখার খুব শখ। :)

ভালো থাকবেন।

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: মুগ্ধতা.......

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শুভ সকাল।
ঠান্ডা ঠান্ডা সকালে এক কাপ কবিতা রাখতে পারেন নাস্তায়।
ধন্যবাদ আপনাকে।

১০| ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: এক কাপ কবিতা নাকি সংঘবদ্ধ ছন্দতা!।
কবিতায় দারুণ আবেগ পেলাম। ++
কি করে আপনার কবিতাগুলো যে মিস করে গেছি বুঝতে পারছি না।
শুভকামনা প্রিয় সৌরভ ভাইকে।

১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: তাই তো বলি , আপনি পুরোনো লেখায় গেলেন কি ভাবে ?
আমার কিন্তু ব্লগের বাইরে কোনো কবিতা নেই। অনেক আগে যখন কবিতা লিখতাম খাতায় , ওই খাতায় হারিয়ে ফেলেছি।
পাঠে আর মন্তব্যে ভালোবাসা। খুদে কবি কেমন আছে ? বুদ্ধিমতী মাশা কি পড়েছে ?
ভালোবাসা দেবেন। ভালো থাকবেন।

১১| ১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্য আর আসা। উপরওয়ালার ইচ্ছায় ক্ষুদে কবি ভালো আছে। হ্যাঁ আপনার মাশা সেদিনই ওকে পড়িয়ে শুনেয়েছি। মাশার চমৎকার বুদ্ধিতে ও দারুন মজা পেয়েছে।

১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অশেষ ধন্যবাদ। জেনে খুব ভালো লাগলো। খুদে মানুষ গুলোর জন্য আবার সোভিয়েত শৈশব ফিরে আসবে। নিচের গুলো দেখতে পারেন :

সাত বন্ধু ইয়ুসিকের - ( আমার সোভিয়েত শৈশব )

জ্যান্ত টুপি (আমার সোভিয়েত শৈশব)
সভ্য হওয়া - (আমার সোভিয়েত শৈশব)
মালপত্র (আমার সোভিয়েত শৈশব)
মোরগ ভাইটি (আমার সোভিয়েত শৈশব)

১২| ১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: অশেষ ধন্যবাদ প্রিয় সৌরভ ভাই আপনাকে।
সময়ের সময়ে ওকে পড়ানোর জন্য লিংকটি নেওয়ার জন্য এটাকে প্রিয়তে রাখলাম।

১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নিরন্তর শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.