নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

প্রিয় হুমায়ুন, বই মেলায় আপনার নিমন্ত্রণ .......

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৩




কে আমায় ডেকে নিয়ে যায় নীল জ্যোৎস্নায়?
কেউ ডাকবে না
তবু যাব, যেখানে তাঁর পদচারণা
হলুদ রোদে মিশে আছে
ধুলোবালি আর অক্ষরমালা
বইয়ের পাতায় ডানা ঝাপ্টায়

চলে যায় বসন্তের দিন!
যাক না,
কেউ আর মনে করিয়ে দেয় না
তবু ভাবি, লাল কৃষ্ণচুড়া আকাশে আগুন লাগায়
বসন্ত আসে যায়,
আর একজন হুমায়ুন
জ্যোৎস্নায়, হলুদ রোদ, বৃষ্টি আর মেঘমালা নিয়ে
কখনই ভাবেন না!!

-----------------
প্রিয় হুমায়ুন,
বই মেলাতে আপনার নিমন্ত্রণ! :(



মাথাটা ছিঁড়ে যাচ্ছে
খুলির ঢাকনা টা খুলে দেশলাইয়ের কাঠির মাথায় স্যাভলনে ভেজানো তুলো জড়িয়ে আলতো ভাবে পরিষ্কার করলে হয়ত একটু আরাম পেতাম!


যখন জমবে ধূলা তানপুরাটার
তারগুলায়,
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়,

আহা,

ফুলের বাগান ঘন ঘাসের
পরবে সজ্জা বনবাসের,
শ্যাওলা এসে ঘিরবে দিঘির
ধারগুলায়-

চলে যেতে হয় কেন? পৃথিবীটা তো খারাপ না।
কুঁড়ে ঘরের পিছে কলা গাছের পাতায় বাতাস খেলা করে... শোঁ শোঁ ডাক দিয়ে যায়, সেই কলাপাতায় উড়ে এসে বসে দুলতে দুলতে লেজ নাড়ায় বুলবুলি... কিংব গ্রীস্মের অলস দুপুর, ঘুম ঘুম চোখ... আর আমার দক্ষিণ খোলা জানালায়, বাড়ে বয়স...



গাঢ় অন্ধকার
রাতের স্তব্ধতায় একাকী
মিছিমিছি কিছু স্বপ্নের বানে
ভেসে ভেসে অবশেষে শেষ হতে চলেছি!
তুমি অথবা সে কিংবা দুজনায় ছিলে
মাঝ নদীতে মাঝরাতের মত দোদুল্যমান নৌকো
দুইধারে বসে ছিলে দুজনে।
সময় যায় বাতাস বয়
পূব থেকে পশ্চিমে
উত্তরের জানালায় ঘোর লাগা অন্ধকার
দক্ষিণ ধারে ঘুনে খাওয়া কাঠের মত, ঋজু ভীত অসহ্য সময়!
শেষ মোমবাতিটা নিভু নিভু
চিলের চিৎকারে ভোরের অপেক্ষায় ..





ফেব্রুয়ারীর সিক্ত ঘাসে পা ভিজিয়ে হাঁটতে কেমন লাগছে বন্ধু?
সে ফেব্রুয়ারীতে মূলতঃ শিশির নয়; রক্ত ভিজিয়ে ছিল তোমার পা, বুক, চেতনা! সব কিছু।
তুমিও তো ভিজেছো রক্তে! ভেজোনি?

ছবিঃ ইন্টারনেট

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩১

সাবা মাসানি বলেছেন: বাহ! কি অসাধারণ লেখা..

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ জানবেন। ব্লগে স্বাগতম আর শুভকামনা।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৫

সিগন্যাস বলেছেন: আজকাল হুমায়ন আহমেদের সমতুল্য লেখক পাওয়া যায় না।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হুমায়ুন আহমেদ এর তুলনা নেই।
ধন্যবাদ পাঠ ও মন্তব্যে। ভালো থাকবেন।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ সুন্দর অভিব্যক্তি । বয়ে চলুক এমন অনুভূতি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অগণিত ধন্যবাদ জানবেন প্রিয়। ভালো থাকবেন।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৭

তারেক ফাহিম বলেছেন: প্রথমটিতে একটু বেশি ভালোলাগা।

দারুন অনুভুতি, পোষ্টে++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনুভূতিগুলো ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ফাহিম ভাই।
অনেক ভালো থাকবেন আপনি। শুভকামনা।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদ গ্রেট। তার তুলনা হয় না।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একদম ঠিক বলেছেন রাজীব ভাই।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার লেখনী। মুগ্ধতার সহিত +++++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ। প্লাস গুলো সযত্নে রেখে দিলাম।
ভালো থাকবেন আপনি।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৯

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অসাধারণ।।শুভকামনা।।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
শুভকামনা আপনার জন্য।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৯

জাহিদ অনিক বলেছেন: বই মেলায় লেখকদের ও পাঠকদের মিলন ঘটে। হুমায়ূন আহমেদ বেচে থাকছেন তার পাঠকের হৃদয়ে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হুমায়ূন আহমেদ বইমেলায় নিয়মিত আসেন।
আমরাই দেখতে পাইনা। :(
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ। ভালো থাকবেন।

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৬

হাবিব বলেছেন: আর কি আসবেন?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হুমায়ূন আহমেদ বইমেলায় নিয়মিত আসেন।
আমরাই দেখতে পাইনা। :(
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.