নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

চাতকের মৃত্যু

১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪০




১.

রোদে জরাজীর্ণ চাতক পাখি ঘামতে ঘামতে বলে -
'' আজ বড্ডো গরম। ক'ফোঁটা জলের বড় প্রযোজন। ''
আশেপাশের পক্ষিকুল মাথা নাড়ায় , সায় দেয় -
'' হমম... ক'ফোঁটা জলের বড় প্রযোজন । ''
ক'ফোঁটা জলের জন্য পা বাড়েনা কেউ।
অভাগা চাতক মাতম তোলে , ডুকরে কাঁদে উদ্ধো আকাশে।

২.

চাতকের হাহাকারে বাতাস ভারী হয়
তপ্ত আকাশে জমতে থাকে কালো কালো মেঘ
সেই মেঘে বৃষ্টি হয়
বিলের জলে পানকৌড়ি ডুব দেয়
এপার থেকে ওপারে,
ডানা ঝাপটায় জলহাঁস।
সমগ্র পক্ষীকুলের গায়কেরা গা ভেজায় , গান গায়
সুর আর ছন্দের তুবড়ি ফোটায় পক্ষীকবিরা।

৩.

অতঃপর ,
রোদে জরাজীর্ণ চাতক পাখি ঘামতে ঘামতে বলে -
'' ক'ফোঁটা জলের বড় প্রযোজন। ''
সমগ্র পক্ষিকুল মাথা নাড়ায় এবং সায় দেয়।

----------------------
কর্পোরেট ডেস্ক থেকে
১৬.০৪.১৯

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৭

আকতার আর হোসাইন বলেছেন: সহজ সরল সুন্দর। ভালো লেগেছে। কিন্তু মূল অর্থ ধরতে পারিনি।

১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার একটা ভয়াবহ সমস্যা আছে। হুট্ করে লিখে ফেলি তার পর চিন্তা করি আসলে কি লিখলাম।
মূল অর্থ খুব সহজ , সরল।
সমগ্র পক্ষীকুলের ভিড়ে চাতক পাখিকে এগিয়ে আসতে হয় বৃষ্টির জন্য , শান্তি জন্য। বাকিরা এগোয় না -- মাথা নাড়ায় , সায় দেয় , শান্তি ভোগ করে।

ভালো থাকবেন আপনি। এই গরমে শান্তিধারা বর্ষিত হোক।

২| ১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:২০

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: :(

১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো থাকবেন। মন খারাপ কেন ?

৩| ১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৫৮

হাবিব বলেছেন: তাতেই কি চাতকের জলের তৃষ্ণা মিটে?

১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শান্তির জন্য যারা প্রতিনিয়ত অগ্রসর হয় তারাই সবচেয়ে বেশি তৃষিত হাবিব স্যার। সেই তৃষ্ণা মিটবার নয়।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৫

অজ্ঞ বালক বলেছেন: "বাপু" টা বাদ দেন। কবিতাটার গ্রেস বাড়তো তাইলে। এমনে কবিতাটা মিনিংফুল আছে। সুন্দর।

১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দিয়েছি। ধন্যবাদ।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। ভালো থাকবেন। বৃষ্টির আগাম শুভেচ্ছা।

৬| ১৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

মাহমুদুর রহমান বলেছেন: মন ছুঁয়ে গেল।

১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বৃষ্টিও আপনাকে ছোঁবে। ধন্যবাদ জানবেন।

৭| ১৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

ব্লগার_প্রান্ত বলেছেন:
আসল চাতক

১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আসল চাতকের ছবির জন্য ধন্যবাদ।
বৃষ্টির জন্য অপেক্ষামান তৃষিত চাতকের ছবি খুজেছিলাম। চাতক না পেলেও তৃষিত পক্ষীকুলের একজন কে পেয়েছি। :)
ভালো থাকবেন আপনি।

৮| ১৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

আকতার আর হোসাইন বলেছেন: আপনি তো চরম লোক ভাই। মূল ভাবার্থটা বলে নাই। তবে যেটুকু বুঝিয়েছেন তাতেই বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে বুঝিয়ে দেয়ার জন্য।

১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মূল ভাব আমার কোনটা ? :)

৯| ১৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৩

জুন বলেছেন: চাতকের জন্য মায়া হচ্ছে। বৃষ্টির জন্য কি আকুল করা অপেক্ষা তার।
কবিতায় ভালোলাগা রইলো অনেক।

১৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চাতক ম’লে যাবে জানা
ঐ নামের গৌরব রবে না
জল দিয়ে কর সান্তনা
অবোধ লালনে।।

চাতক বাঁচে কেমনে
মেঘের বরিষণ বিনে।। :(

আপনাকে ধন্যবাদ জুন আপু।

১০| ২৫ শে মে, ২০১৯ সকাল ১১:২৩

খায়রুল আহসান বলেছেন: খুবই চমৎকার একটা কবিতা পড়লাম। কবিতায় ভাল লাগা রেখে গেলাম। + +
"ক'ফোঁটা জলের বড় প্রয়োজন" - কথাটা যে কত সত্যি! সব অর্থেই!

২০ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: রক্ত চাই , রক্তদাতা চাই। ভালো থাকবেন স্যার। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.