নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
কোথায় আকাশের শুরু
ছেঁড়া প্যারাসুট হাতে হাঁটতে থাকা ছেলেটার সাথে হাঁটতে হাঁটতে আপনি হটাৎ করেই টের পেয়ে যাবেন কোথায় আকাশের শুরু !
“ছাদের চূড়ো থেকে নয় , মেঘ-ভাসা নীল স্রোতটায় নয়। শুরুটা তার একেবারে মাটির কাছে , নিচ তলার জানালায় কিংবা কাঁধ সমান উঁচু থেকে। নির্ভীক বুকের মধ্যে শুরু হয়ে তা প্রসারিত হয়ে যায় মেঘ কিংবা নক্ষত্র পর্যন্ত , বুক তাকে যেখানে তুলে দেবে - সেখানে।"
ধীরে ধীরে আপনার ভাবনা গুলো ডানা মিলবে সুদূর আকাশে।
রুটির ফুল
তপ্ত সেঁকা রুটি , কলিয়া , দিদিমা আর যোদ্ধা দাদু। ঘন করে নুন ছিটানো সূর্যের মত রুটিটা যখন শুধু খিদেই সীমাবদ্ধ থাকেনা।
কিজিল কাঠের ছড়ি
"তোকে আমার মনে ধরেছে। তুই একটা মানুষ ! "
প্রতিবারই এই লাইনটায় আটকে যায়। যতবার পড়ি ততবার।
কোথায় আকাশের শুরু
রুটির ফুল
কিজিল কাঠের ছড়ি
এই তিনটি গল্পই রূপের ডালি খেলার নামের সেই শৈশবের বইয়ের। বহুবার পঠিত সোভিয়েত বইয়ের মধ্যে এই বইটা এখনো বালিশের পাশেই থাকে। গল্প গুলো খুব জলদি পোস্ট করা হবে।
আরো সোভিয়েত শৈশব :
১। সাত বন্ধু ইয়ুসিকের - ( আমার সোভিয়েত শৈশব )
২।রূপের ডালি খেলা - (আমার সোভিয়েত শৈশব)
৩। জ্যান্ত টুপি (আমার সোভিয়েত শৈশব)
৪।সভ্য হওয়া - (আমার সোভিয়েত শৈশব)
৫। মালপত্র (আমার সোভিয়েত শৈশব)
৬।শেয়ালের চালাকি ১ (আমার সোভিয়েত শৈশব)
৭।মোরগ ভাইটি (আমার সোভিয়েত শৈশব)
৮।বীরব্রতী ভাসিয়া -- আমার সোভিয়েত শৈশব (আমার শৈশবের স্কুল !)
৯। আমার সোভিয়েত শৈশব - আমার শৈশবের স্কুল !
১০। শুনছি , ঘাস বাড়ছে...
২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৫৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কেমন আছেন আপনি। আগের লেখা গুলো পড়তে পারেন , আশাকরি আগ্রহ আরো বাড়বে।
অনেক ভালো থাকবেন।
২| ২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩৮
জ্যোতির্ময় ধর বলেছেন: ভাই , হৃদয়টা একদম ছুঁয়ে দিলেন। আমিও ছোটবেলায় সোভিয়েত , শিশুদের বই পড়তাম এবং সংগ্রহ করতাম। আমার মা , আমাকে নিয়মিত কিনে দিতেন। তারপর চলে গেলাম রুশ দেশে পড়াশোনার জন্যে। কাটিয়ে দিলাম অনেকগুলো বছর। এখনো রুশ মায়েরা , বাচ্চাদের এই গল্পগুলো বলে ঘুম পাড়ায়। আর আমার সংগ্রহে থাকা সোভিয়েত শিশুদের বইগুলো , নালায় ফেলে দেওয়া হয়েছে , আমি আর কোনদিন দেশে ফিরব না , এই ভেবে। আপনি যে তিনটা গল্পের কথা লিখেছেন , ওগুলো রুশ দেশে এখনো জনপ্রিয়। আমি এই গল্পগুলোর, রুশ বই থেকে নেওয়া ছবি দিলাম। আপনাকে অনেক ধন্যবাদ।
২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৫১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভীষণ অন্যরকম অনুভূতি হলো আজ। ভালো থাকবেন আপনি। রুশ দেশে আমার সোভিয়েত শৈশবের শুভেচ্ছা পাঠিয়ে দেবেন।
আমি কিছু লিংক দিয়েছি পোস্টে। দেখতে পারেন।
নিচের ছবিটা আপনার জন্য। এগুলো ধীরে ধীরে পোস্ট করবো।
১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই নিন !! আপনার কথা মাথায় ছিল।
ঝকঝকে সোভিয়েত শৈশব: বিপদ তারণ পাঁচন
৩| ২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৫৩
আর্কিওপটেরিক্স বলেছেন: সোভিয়েত সাহিত্য আমার কাছে মধু......
২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৫৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আহা ! কি অদ্ভুত। কি মোহ।
ধন্যবাদ প্রিয় আর্কিওপটেরিক্স, ইচ্ছে আছে সমস্ত শৈশব পোস্ট করবো।
ভালো থাকবেন আপনি।
৪| ২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১০
রাজীব নুর বলেছেন: আলেকজান্ডার বেলায়েভের একটি উপন্যাসের নাম 'উভচর মানুষ'। আমি যে কয়টি ভালো উপন্যাস পড়েছি এটা তার একটা। বইটা কিছু দিন আগেও আমার কাছে ছিল। এখন হারিয়ে গেছে।
২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ইশকুল, ইস্পাত , উভচর মানুষ । আমার পড়া সেরা উপন্যাসের গুলোর কয়েকটা। এগুলো বেশ বড় হয়ে পড়েছি।
ইশকুল হচ্ছে আব্বার কিনে দেয়া শেষ বই। তখন ক্লাস এইট এ পড়ি। ইস্পাত পড়লাম আরো পরে।
৫| ২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০০
মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার!
২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:০২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন। অপেক্ষা করেন , আপডেট আসছে...
৬| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪৭
আর্কিওপটেরিক্স বলেছেন: বাবা যখন ছোট ছিলো, ইকথিয়ান্ডার, পদার্থবিদ্যার মজার কথা, জোতির্বিদ্যার খোশখবর.....
২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:১৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আহারে... কত কিছু লেখার আছে বাকি। কত কত সোভিয়েত শৈশব।
আমার টাইপিং স্পিড খুব খারাপ। এক জীবনে কি সম্ভব ?
ধন্যবাদ প্রিয় আর্কিওপটেরিক্স (একটু মজা করলাম ) ,
৭| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪০
আর্কিওপটেরিক্স বলেছেন: ছোট্ট বানার টেবিল বানানোটা এখনো মনে পড়ে
আর অংকের খেলা (Fun with math and physics) অলিম্পিয়াডে পাওয়া সেরা একটা বই
২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
এটা আপনার জন্য। আমার আজীবনকালের সেরা বই।
আস্তে আস্তে লেখা শুরু করছি।
৮| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪০
আর্কিওপটেরিক্স বলেছেন: টাইপো - বানার নয় বাবার হবে
২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বুঝে নিয়েছি।
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাইলাইটস খুব আগ্রহ জাগালো।